Nabanna: মমতার হুঁশিয়ারির পরেই জমি নিয়ে তৎপর নবান্ন! জেলাশাসকদের কাছে গেল বিশেষ নির্দেশ, ৪৮ ঘণ্টার মধ্যেই ব্যবস্থা

কলকাতা: রাজ্য সরকারি জমির পরিমাণ কত? এবার সেই বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে চায় নবান্ন। প্রত্যেকটি দফতর ও প্রত্যেকটি জেলাশাসকের অধীনে কত সরকারি জমি রয়েছে? ৪৮ ঘণ্টার মধ্যে তা জানতে চাইল নবান্ন। জেলাশাসক ও প্রত্যেকটি দফতরের সচিবদের কাছে তাঁদের অধীনে কত জমি রয়েছে, তার পরিমাণ লিখিত আকারে দিতে বলা হল।

সম্প্রতি সরকারি জমি দখল হয়ে যাচ্ছে বলে প্রশাসনিক বৈঠকে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে জমি দখলকারীদের ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার গোটা রাজ্যেই রাজ্য সরকারি জমি কত রয়েছে, তা নিয়েও নির্দিষ্ট তথ্য চাইল নবান্ন।

আরও পড়ুন: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার তদন্ত শুরু! বুধবার থেকে জিজ্ঞাসাবাদ, ঠিক কী ঘটেছিল সেই দিন?

মুখ্য সচিব বি পি গোপালিকা প্রতিটি দফতরের সচিব ও প্রত্যেকটি জেলার জেলাশাসককে তাঁদের অধীনে কত সরকারি জমিয়ে রয়েছে তার খতিয়ান জমা দিতে বললেন ৪৮ ঘণ্টার মধ্যে।

আরও পড়ুন: ফের কেন্দ্রীয় প্রকল্পে টাকা বন্ধ করল কেন্দ্র! রাজ্যকে স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক

রাজ্যের ভূমি দফতরের অধীনে যে জমির পরিমাণ বর্তমানে রয়েছে, তার সঙ্গে মিলিয়ে দেখা হবে জেলাশাসক ও দফতরের সচিবদের পাঠানো নথি।

সূত্রের খবর, রাজ্য সরকারের কাছে সরকারি জমি দখলের অভিযোগ রয়েছে। তার জন্যই এই তথ্য চাওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।