প্রতীকী ছবি

Crime News: Malda | মারাত্মক! ঠিকাদারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গ্রেফতার তোলাবাজ, ভয়ে কাঁপছে মালদহ

সেবক দেবশর্মা, মালদহ:  বন্দুক ঠেকিয়ে তোলাবাজির অভিযোগে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক দুষ্কৃতি ও তার তিন সহযোগী। সরকারি কাজে বাধা দান ও ঠিকাদারের কাছে ৬ লক্ষ টাকা ‘তোলা’ চাওয়ার অভিযোগে  গ্রেফতার অভিযুক্তরা।

সূত্রের খবর, হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় পূর্ত দফতরের অধীনে একটি সেতু তৈরির কাজ চলছে। অভিযোগ, সেখানে কাজ চলাকালীন বন্দুক নিয়ে ঠিকাদারকে হুমকি দিয়ে তোলা আদায়ের চেষ্টা করে কয়েকজন দুষ্কৃতী। ৬ লক্ষ টাকা তোলা দাবি করে তারা। ঠিকাদার হরিশ্চন্দ্রপুর থানায় ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় মূল অভিযুক্ত আবু হায়াত। বাড়ি চাঁচল থানার রণঘাট এলাকায়। একইসঙ্গে অভিযুক্তের আরও তিন সহযোগীকেও গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃতদের শনিবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানাগিয়েছে,ধৃত আবু হায়াত এবং তার দলবল দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় তোলাবাজি করত। তাদের টার্গেটে থাকত বড় ব্যবসায়ী এবং ঠিকাদাররা। কোথাও বড় কোনও কাজ হলেই হুমকি দিয়ে তোলা আদায়ের জন্য হাজির হয়ে যেত এই গ্যাং। অভিযোগকারী ঠিকাদারের কাছে ৬ লক্ষ টাকা দাবি করা হয়েছিল। কিন্তু, তিনি তা দিতে রাজি না হওয়ায় তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই দুষ্কৃতীরা আগেও কোথা থেকে ‘তোলা’ আদায় করেছে কিনা তাও তদন্ত করে দেখা হবে। ভোটের মুখে তোলাবাজির ঘটনা প্রকাশ্যে আশায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।