Crime News: টাকার লোভে নিজেরই ভাইপোকে অপহরণ! ৬০ লাখের মুক্তিপণ দাবি, কাকার যা পরিণতি হল…

মালদহ: মালদহে অপহৃত স্কুল ছাত্র উদ্ধার। অপহরণে তিনদিন পর উদ্ধার অষ্টম শ্রেণীর ছাত্র। পুলিশি অভিযানে গ্রেফতার অপহৃত ছাত্রের কাকা-সহ তিন।অপহরণকারী দলের আরও কয়েকজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। গত শুক্রবার মালদহের কালিয়াচকের জালালপুর হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রকে অপহরণ করা হয়। ৬০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে প্রথমে স্কুল ছাত্রের কাকা এমাজুদ্দিন শেখকে গ্রেফতার করে পুলিশ। যে ফোন নাম্বার থেকে কল করে মুক্তিপণ দাবি করা হয়েছিল, সেই মোবাইল ট্র্যাক করে গ্রেফতার করা হয় আরও এক অপহরণকারীকে।

অপহরনের পর ওই ছাত্রকে যে বাড়িতে প্রথমে আটকে রাখা হয়েছিল, সেই বাড়ির মালিককেও গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত সূত্রে পুলিশ জানতে পারে ওই ছাত্রকে অপহরণ করে মোথাবাড়ির একটি গোপন ডেরায় আটকে রাখা হয়েছে। এরপরেই সোমবার রাতে এলাকা ঘিরে ফেলে অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয় অষ্টম শ্রেণীর ছাত্রকে। পুলিশ সূত্রে খবর, নাবালক ভাইপোকে অপহরণ করে দাদার কাছ থেকে মোটা টাকা মুক্তিপণ আদায়ের ছক ছিল কাকা এমাজুদ্দিনের। অপহরণের পরিকল্পনা করে কয়েকজনকে টাকার বিনিময়ে কাজে লাগানো হয়। পারিবারিক লেনদেনের কারণে দাদা এনামুল হকের কাছে মোটা টাকা রয়েছে বলে খবর ছিল অভিযুক্ত এমাজুদ্দিনের। সেই কারণেই ভাইপোকে অপহরণ করিয়ে ৬০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

আরও পড়ুন: ক্ষেতে ফলন-খাতায় কবিতা, প্রান্তিক জেলার বি.এড পাশ কৃষক বুঁদ সাহিত্যচর্চায়, জানুন জীবনকাহিনি

আরও পড়ুন: হিউয়েন সাং, মেগাস্থিনিস’র মত পরিব্রাজক হতে চান তারকেশ্বরের যুবক, সাইকেলে পাড়ি বাংলাদেশ

অপহরণের অভিযোগ পাওয়ার পরে তিনটি বিশেষ দল গঠন করা হয় পুলিশের তরফে। কাজে লাগানো হয় স্পেশাল অপারেশন গ্রুপকে। ছেলে অপহরণের পরেই ভাইকে সন্দেহের কথা পুলিশকে জানিয়েছিলেন অপহৃত ছাত্রের বাবা এনামুল হক। এরপরেই এমাজুদ্দিনকে প্রথমে গ্রেফতার করে পুলিশ। এরপর মোবাইল ফোনের সূত্র ধরে গ্রেফতার করা হয় সামাউল মোমিন নামে এক অপহরণকারীকে। সামাউলকে গ্রেফতারের পরেই অপহরণ কাণ্ড এবং কাকার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। ঘটনায় ধৃত অপর অভিযুক্ত মোথাবাড়ি শ্রীপুরের বাসিন্দা আকাশ ঘোষের বাড়িতে ওই ছাত্রকে প্রথম রাতে আটকে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের তোলা হবে মালদহ আদালতে। বাকিদের খোঁজেও চলছে তল্লাশি।