ক্ষতিগ্রস্ত ধানক্ষেত

 Crop Insurance: এবার স্থানীয় দুর্যোগেও ক্ষতিপূরণ পাবেন কৃষকরা, নির্দেশ নবান্নের

দক্ষিণ ২৪ পরগনা: এবার স্থানীয়ভাবে হওয়া প্রাকৃতিক দুর্যোগেও সরকারের থেকে আর্থিক সাহায্য পাবেন কৃষকরা। স্থানীয়ভাবে তৈরি হওয়া ছোট ঘূর্ণিঝড়, টর্নেডোতে অনেকসময় ক্ষতি হয় কৃষকদের। আগামী দিনে তেমন কোনও ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্ত কৃষকরা শস্যবিমার আওতাভুক্ত হবেন বলে নির্দেশিকা জারি করেছে নবান্ন।

আরও পড়ুন: তারাপীঠের দ্বারকা নদীর হাল ফেরানোর দাবি বিধানসভায়

নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই নিয়ে দফতরের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেছেন। সেই খবর জেলায় আসতেই হাসি ফুটেছে কৃষকদের মুখে। দক্ষিণ ২৪ পরগনা জেলা অনেকটাই বড়। স্থানীয়ভাবে অনেক সময় অনেক বিপর্যয় ঘটে। সেক্ষেত্রে কৃষকরা অনেক অসুবিধায় পড়েন। তবে এবার তাঁরা অনেকটাই সুবিধা পাবেন বলে জানিয়েছেন কৃষি আধিকারিক অভিষেক দাস।

বিভিন্ন সময় ছোট এলাকাজুড়ে হঠাৎ করে ঘূর্ণিঝড় হয়, তাতে প্রচুর ফসল নষ্ট হয়। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সুবিধা দেওয়া হবে। তাছাড়া ধান কাটার পর বাড়ি নিয়ে যাওয়ার জন্য যদি ধান মাঠে পড়ে থাকে আর সেই সময় কোনওরকম প্রাকৃতিক দুর্যোগে সেই ধান নষ্ট হয়ে যায়, তা হলেও কৃষকরা শস্যবিমার সুবিধা পাবেন। এছাড়াও একাধিক সুবিধা পাবেন কৃষকরা। আগামী মরসুম থেকেই শুরু হয়ে যাবে এই প্রক্রিয়া। ফলে খুশি কৃষকরা।

নবাব মল্লিক