Malda news

West Bengal news: মানিকচকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কালভার্ট, যোগাযোগ বিচ্ছিন্ন গ্রাম

মালদহ: গ্রামের রাস্তায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নড়বড়ে কালভার্ট। যোগাযোগ বিচ্ছিন্ন কয়েকশো মানুষ। দূর্ঘটনার সময় কালভার্টের উপরে থাকা একটি মোটর ভ্যান নিচে পড়ে যায়। মালদহের মানিকচক ব্লকের এনায়েতপুরের কলোনি এলাকায় ঘটনা। দীর্ঘদিন ধরে গ্রামে যোগাযোগের গুরুত্বপূর্ণ এই কালভার্ট জড়াজীর্ণ অবস্থায় ছিল। কালভার্ট ভেঙে পরায় কলোনি এলাকায় বসবাসকারী প্রায় ৫০০-র বেশি মানুষ এনায়েতপুর থেকে সরাসরি সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লেন।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “অনেকদিন থেকেই এই কালভার্ট ভাঙাচোরা ছিল, নড়বড় করছিল। গত প্রায় ১০ বছর ধরে এমন সমস্যা চলছে। বারবার পঞ্চায়েত ও প্রশাসনকে বিষয়টি জানানো হয়। কিন্তু, কাজের কাজ কিছুই হয়নি”। এই অবস্থায় হঠাৎ আজ সকালে জোড়ালো শব্দ সহ কালভার্টের একাংশ ভেঙে পড়ে। কালভার্টের ওপরে রাখা একটি মোটর ভ্যান গর্তে পড়ে যায়। প্রথমে গ্রামবাসীরা উদ্ধারকাজে হাত লাগান। পরে এলাকায় যায় প্রশাসনের একটি দল।

আরও পড়ুন: শুভেন্দুকে ধর্নার জন্য বিকল্প জায়গা জানাতে বলল আদালত, তৃণমূলের ধরনা নিয়েও প্রশ্ন

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, “শুধু এক বছর বা দুই বছর নয়। বছরের পর বছর ধরে কালভার্ট চলাচলের অযোগ্য। যে অংশ ভেঙে যায়নি তার নিচেও নজর দিলে দেখা যাবে পলেস্তারা খসে পড়েছে। বাইরে বেরিয়ে পড়েছে রড। এরপরেও মেরামতের কোনও উদ্যোগ নেই”। এলাকাবাসীর আরও ক্ষোভ, “গত কয়েক বছরে প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি। বারবারই কালভার্ট মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতিতে ভোট নিয়ে গিয়েছেন প্রার্থীরা। কিন্তু কাজের কাজ কিছুই করেন না। কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এখন ছেলে, মেয়েরা স্কুল কী করে যাবে?” বাসিন্দারা নিত্য প্রয়োজনীয় কাজে কী ভাবে যাবেন, তা নিয়েই তৈরি হয়েছে আশঙ্কা।

দ্রুত কাজ না করলে পঞ্চায়েত ঘেরাওয়ের হুমকিও দেওয়া হয়েছে। যদিও, এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য মোঃ হাসেন আলী বলেন, “বিগত পঞ্চায়েত বোর্ডে ক্ষমতায় ছিল কংগ্রেস। সেইসময়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য এই কালভার্ট সংস্কার নিয়ে কোনও উদ্যোগ দেখাননি। ইতিমধ্যেই বার্ষিক উন্নয়ন প্রকল্পে এই কালভার্ট যুক্ত করা হয়েছে। দ্রুত টেন্ডার বের করে কাজ করা হবে। এর আগে আপাতত যাতায়াতের জন্য দু’চার দিনের মধ্যেই বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হবে”।