Cyber attack virus in smartphones can cause blast

Cyber Attack: সাবধান! স্মার্টফোন থেকেই ছড়িয়ে পড়তে পারে ভয়ঙ্কর ভাইরাস; মৃত্যুর কোলে পর্যন্ত ঢলে পড়তে পারেন ব্যবহারকারী

সাম্প্রতিক কালে লেবানন এবং তার পার্শ্ববর্তী এলাকায় পেজার বিস্ফোরণের ভয়ঙ্কর খবর ইতিমধ্যেই শুনেছেন সকলে। তারপর থেকে মোবাইল ফোন কিংবা স্মার্টফোন নিয়েও উদ্বেগ বাড়ছে। কারণ তাঁদের আশঙ্কা, ঠিক একই কায়দায় হাতের মুঠোফোনটিও বিস্ফোরণ হতে পারে। তবে ইদানীং যে খবর আসছে, তা আরও উদ্বেগ বাড়াচ্ছে। আসলে যাঁরা Android এবং iOS ফোন ব্যবহার করছেন, তাঁদের সাবধান করছে দিল্লি পুলিশের সাইবার সেল।
সাম্প্রতিক কালে লেবানন এবং তার পার্শ্ববর্তী এলাকায় পেজার বিস্ফোরণের ভয়ঙ্কর খবর ইতিমধ্যেই শুনেছেন সকলে। তারপর থেকে মোবাইল ফোন কিংবা স্মার্টফোন নিয়েও উদ্বেগ বাড়ছে। কারণ তাঁদের আশঙ্কা, ঠিক একই কায়দায় হাতের মুঠোফোনটিও বিস্ফোরণ হতে পারে। তবে ইদানীং যে খবর আসছে, তা আরও উদ্বেগ বাড়াচ্ছে। আসলে যাঁরা Android এবং iOS ফোন ব্যবহার করছেন, তাঁদের সাবধান করছে দিল্লি পুলিশের সাইবার সেল।
কোভিড অতিমারীর কালে মানুষ এক অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়েছে, মানুষকে সংক্রমিত করেছে। যার জেরে মৃত্যু হয়েছে অনেকের। সাইবার দুনিয়ার বিশেষজ্ঞদের মতে, সাবধান না হলে ব্যবহারকারীর ফোনে থাকা ভাইরাসের কারণে ফোনে বিস্ফোরণ হতে পারে। অর্থাৎ ভাইরাস স্মার্টফোন নষ্ট করে ব্যবহারকারীর মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে।
কোভিড অতিমারীর কালে মানুষ এক অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়েছে, মানুষকে সংক্রমিত করেছে। যার জেরে মৃত্যু হয়েছে অনেকের। সাইবার দুনিয়ার বিশেষজ্ঞদের মতে, সাবধান না হলে ব্যবহারকারীর ফোনে থাকা ভাইরাসের কারণে ফোনে বিস্ফোরণ হতে পারে। অর্থাৎ ভাইরাস স্মার্টফোন নষ্ট করে ব্যবহারকারীর মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে।
দিল্লি পুলিশের সাইবার শাখার বিশেষজ্ঞ কিশলয় চৌধুরি news18 hindi-র কাছে বলেন যে, এখনও পর্যন্ত ফোনে সিস্টেম হ্যাঙ্গিং, টাকা লোপাট কিংবা ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছিল। কিন্তু এখন আরও ভয়ঙ্কর অবস্থা আসতে চলেছে। ফলে সাইবার বিশেষজ্ঞরাও এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে মরিয়া হয়ে উঠেছেন।
দিল্লি পুলিশের সাইবার শাখার বিশেষজ্ঞ কিশলয় চৌধুরি news18 hindi-র কাছে বলেন যে, এখনও পর্যন্ত ফোনে সিস্টেম হ্যাঙ্গিং, টাকা লোপাট কিংবা ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছিল। কিন্তু এখন আরও ভয়ঙ্কর অবস্থা আসতে চলেছে। ফলে সাইবার বিশেষজ্ঞরাও এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে মরিয়া হয়ে উঠেছেন।
কিশলয় বলেন যে, চিন এবং জাপানে কিছু ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে যে, অ্যান্ড্রয়েড কিংবা iOS স্মার্টফোনে পিডিএফ অথবা ইমেল-এর মাধ্যমে এমন একটি ভাইরাস পাঠানো হচ্ছে, যা পাঠানোর সঙ্গে সঙ্গেই অ্যাক্টিভেট হচ্ছে। যা ফোনকে পুরোপুরি ভাবে নষ্ট করে দিতে পারে। এমনকী বিস্ফোরণ ঘটাতেও সক্ষম। এই পরিস্থিতিতে ফোন যদি হাতে থাকে, তাহলে কী কী হতে পারে, সেটা কল্পনা করা যাচ্ছে নিশ্চয়ই!
কিশলয় বলেন যে, চিন এবং জাপানে কিছু ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে যে, অ্যান্ড্রয়েড কিংবা iOS স্মার্টফোনে পিডিএফ অথবা ইমেল-এর মাধ্যমে এমন একটি ভাইরাস পাঠানো হচ্ছে, যা পাঠানোর সঙ্গে সঙ্গেই অ্যাক্টিভেট হচ্ছে। যা ফোনকে পুরোপুরি ভাবে নষ্ট করে দিতে পারে। এমনকী বিস্ফোরণ ঘটাতেও সক্ষম। এই পরিস্থিতিতে ফোন যদি হাতে থাকে, তাহলে কী কী হতে পারে, সেটা কল্পনা করা যাচ্ছে নিশ্চয়ই!
কিশলয় চৌধুরির বক্তব্য, এই ধরনের ভাইরাসের বিষয়ে সাবধানবাণী এসেছে Android এবং iOS-এর তরফ থেকে। মূলত অজ্ঞাতপরিচয় কোনও পিডিএফ এলে তা না ওপেন করার পরামর্শ দিচ্ছে তারা। কারণ এটা ক্ষতিকর হতে পারে। আর দিল্লি তথা গোটা দেশে Android এবং iOS ব্যবহারকারীদের উদ্দেশ্যে এই সাবধানবাণী জারি করেছে দিল্লি পুলিশের সাইবার শাখা।
কিশলয় চৌধুরির বক্তব্য, এই ধরনের ভাইরাসের বিষয়ে সাবধানবাণী এসেছে Android এবং iOS-এর তরফ থেকে। মূলত অজ্ঞাতপরিচয় কোনও পিডিএফ এলে তা না ওপেন করার পরামর্শ দিচ্ছে তারা। কারণ এটা ক্ষতিকর হতে পারে। আর দিল্লি তথা গোটা দেশে Android এবং iOS ব্যবহারকারীদের উদ্দেশ্যে এই সাবধানবাণী জারি করেছে দিল্লি পুলিশের সাইবার শাখা।
কিশলয়ের মতে, কোনও স্মার্টফোন ব্যবহারকারীর ফোনে অজানা নম্বর থেকে তাঁর নামে কোনও পিডিএফ কিংবা ইমেল এলে, তা ভুলেও ওপেন করা উচিত নয়। আসলে এর মাধ্যমে যে ভাইরাস পাঠানো হবে, তা অত্যন্ত বিপজ্জনক বলে প্রমাণিত হতে পারে। সাইবার বিস্ফোরণ এবং সাইবার হামলার এই কৌশল অত্যন্ত আধুনিক। যদিও এখনও পর্যন্ত ভারতে এহেন ঘটনা ঘটেনি। কিন্তু অন্যান্য দেশগুলিতে এহেন ঘটনার কথা শোনা যাচ্ছে। তাই সাবধানের মার নেই!
কিশলয়ের মতে, কোনও স্মার্টফোন ব্যবহারকারীর ফোনে অজানা নম্বর থেকে তাঁর নামে কোনও পিডিএফ কিংবা ইমেল এলে, তা ভুলেও ওপেন করা উচিত নয়। আসলে এর মাধ্যমে যে ভাইরাস পাঠানো হবে, তা অত্যন্ত বিপজ্জনক বলে প্রমাণিত হতে পারে। সাইবার বিস্ফোরণ এবং সাইবার হামলার এই কৌশল অত্যন্ত আধুনিক। যদিও এখনও পর্যন্ত ভারতে এহেন ঘটনা ঘটেনি। কিন্তু অন্যান্য দেশগুলিতে এহেন ঘটনার কথা শোনা যাচ্ছে। তাই সাবধানের মার নেই!