সাইবার পাঠশালা

Hooghly News: পড়ুয়াদের সাইবার ক্রাইম থেকে বাঁচাতে নয়া উদ্যোগে পুলিশের! জেলায় চালু পাঠশালা

হুগলি: বর্তমানে সব কিছুই এখন অনলাইন। পড়াশোনা থেকে নিত্যদিনের কাজ বিল পেমেন্ট সবই হচ্ছে অনলাইনে। এই সুযোগেই কিছু অসাধু ব্যক্তি ফাঁদ পাতছেন প্রতারণার। অনলাইনে নিজের অজান্তেই একাধিক সাইবার প্রতারণার ফাঁদে পড়েন পড়ুয়ারা। ফলে কখনওআর্থিক ক্ষতি কিংবা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন পড়ুয়ারা। তাই তাদের মধ্যে সাইবার প্রতারণা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ সাইবার পাঠশালা চালু করল হুগলি জেলা গ্ৰামীণ পুলিশ। হরিপালে এই মেলার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার কামনাশিস সেন। আজ থেকে তিনদিন এই মেলা অনুষ্ঠিত হবে।

বর্তমান দিনে অনলাইনে পড়াশোনার প্রচলন খুবই বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে করোনা মহামারির পর পড়ুয়ারা অনলাইনে পড়াশোনা ছাড়াও সমাজ মাধ্যমে অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে। আর সেই সুযোগেই অসাধু ব্যক্তিরা সাইবার প্রতারনার ফাঁদে জড়িয়ে ফেলছে পড়ুয়াদের ।

কখনও সহজে টাকা রোজগারের লোভ, কখনও লোভনীয় অফার, আবার কখনও অজানা অ্যাপ ডাউনলোডের মাধ্যমে অর্থ উপার্জন-সহ একাধিক লোভনীয় প্রতরনার ফাঁদে পা দিয়ে ফেলছে পড়ুয়ারা। এর ফলে একাধিক সমস্যায় পড়ে ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাত্রা। সেই সব ফাঁদ কী ভাবে পড়ুয়ারা এড়িয়ে যাবেন, কোন লিঙ্ক খুললে বিপজ্জনক, ইত্যাদি একাধিক সাইবার সংক্রান্ত সচেতানতা পাঠ অডিও ভিজ্যুয়াল এর মাধ্যমে প্রদান করা হল পড়ুয়াদের।

পাশাপাশি একাধিক বিষয়ে ছোট ছোট স্টল করা হয়েছে, যেখানে পুলিশের সাইবার এক্সপার্ট রা রয়েছেন। কারোর কোন বিষয়ে প্রশ্ন থাকলে তার যথাযথ উত্তর দিয়ে পড়ুয়াদের সচেতন করা হচ্ছে।

 হুগলি জেলা গ্ৰামীণ পুলিশ সুপার কামনাশিস জানান, তিনদিনের এই মেলায় ৫০টা স্কুলের পড়ুয়াদের সাইবার ক্রাইম সম্পর্কে সচেতনতা করা হবে। এই বিষয়ে শিক্ষা নিয়ে পড়ুয়ারা বন্ধু বান্ধব ও পরিবারের মধ্যে সচেতনতা প্রদান করবে । ফলে ফেসবুক, ওয়াটস্ এ্যাপ সহ সমাজ মাধ্যমে প্রতারনা ক্ষেত্রে সবাই আরো বেশী সচেতন হবে। এবং আর্থিক প্রতারনা থেকে ও অনেক সচেতন হবে।।

রাহী হালদার