আরব সাগরের উত্তরে গুজরাত উপকূলে শুক্রবার ঘনাতে পারে ঘূর্ণিঝড়৷ এই মর্মে বৃহস্পতিবার সতর্ক করেছে ভারতীয় আবহাওয়া দফতর৷

Cyclone Asna Meaning: ফুঁসছে ‘আসনা’! ৮০ বছর পর আছড়ে পড়তে পারে অগাস্ট-ঝড়! ‘আসনা’ মানে কী? নাম দিল কোন দেশ? জানুন

আরব সাগরের উত্তরে গুজরাত উপকূলে শুক্রবার ঘনাতে পারে ঘূর্ণিঝড়৷ এই মর্মে বৃহস্পতিবার সতর্ক করেছে ভারতীয় আবহাওয়া দফতর৷
আরব সাগরের উত্তরে গুজরাত উপকূলে শুক্রবার ঘনাতে পারে ঘূর্ণিঝড়৷ এই মর্মে বৃহস্পতিবার সতর্ক করেছে ভারতীয় আবহাওয়া দফতর৷

 

বর্তমানে সৌরাষ্ট্র কচ্ছের উপর অবস্থান করছে গভীর নিম্নচাপ৷ শুক্রবারের মধ্যে এটা উত্তর আরব সাগরের দিকে এগিয়ে যেতে পারে৷
বর্তমানে সৌরাষ্ট্র কচ্ছের উপর অবস্থান করছে গভীর নিম্নচাপ৷ শুক্রবারের মধ্যে এটা উত্তর আরব সাগরের দিকে এগিয়ে যেতে পারে৷

 

যদি সত্যি ঘূর্ণিঝড় আসনা তৈরি হয় আরবসাগরে, তাহলে ১৯৬৪-র পর এটা হবে দ্বিতীয় অগাস্ট-ঝড়৷ অর্থাৎ অগাস্টে ভারতীয় উপকূলে আছড়ে পড়া ঘূর্ণিঝড়৷
যদি সত্যি ঘূর্ণিঝড় আসনা তৈরি হয় আরবসাগরে, তাহলে ১৯৬৪-র পর এটা হবে দ্বিতীয় অগাস্ট-ঝড়৷ অর্থাৎ অগাস্টে ভারতীয় উপকূলে আছড়ে পড়া ঘূর্ণিঝড়৷

 

ঘূর্ণিঝড় আছড়ে পড়লে তার নাম হবে ‘আসনা’৷ এই নামকরণ করেছে পাকিস্তান৷
ঘূর্ণিঝড় আছড়ে পড়লে তার নাম হবে ‘আসনা’৷ এই নামকরণ করেছে পাকিস্তান৷

 

ঊর্দু ভাষায় ‘আসনা’-র অর্থ হল যা সর্বোচ্চ এবং ‘উজ্জ্বলতর’৷ এবং যা প্রশংসনীয়৷
ঊর্দু ভাষায় ‘আসনা’-র অর্থ হল যা সর্বোচ্চ এবং ‘উজ্জ্বলতর’৷ এবং যা প্রশংসনীয়৷

 

এর আগে ১৯৪৪, ১৯৬৪ এবং ১৯৭৬-এর অগাস্ট মাসেও আরবসাগরে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়েছিল৷ তবে প্রত্যেক ক্ষেত্রেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরতি হয়নি৷
এর আগে ১৯৪৪, ১৯৬৪ এবং ১৯৭৬-এর অগাস্ট মাসেও আরবসাগরে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়েছিল৷ তবে প্রত্যেক ক্ষেত্রেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরতি হয়নি৷