ঘূর্ণিঝড় দানার প্রভাব হাওড়াতেও

Cyclone Dana: ড্রেন থেকে বিদ্যুতের তার, নজরে সব কিছু, ধেয়ে আসছে দানা, তৈরি প্রশাসন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা’| চলতি সপ্তাহে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে | তার সঙ্গে ঝড় হওয়ারও সম্ভাবনা | বুধবার থেকেই প্রভাব ফেলতে পারে 'দানা' |হাওয়া অফিস জানাচ্ছে, এই মুহূর্তে সাগরদ্বীপ সামান্য দূরে রয়েছে নিম্নচাপের অবস্থান | বুধবার সকালে তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা | তারপর তার অভিমুখ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে হবে৷ এর জেরেই ২৩ তারিখ সন্ধে থেকে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা | (রাকেশ মাইতি)
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’| চলতি সপ্তাহে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে | তার সঙ্গে ঝড় হওয়ারও সম্ভাবনা | বুধবার থেকেই প্রভাব ফেলতে পারে ‘দানা’ |হাওয়া অফিস জানাচ্ছে, এই মুহূর্তে সাগরদ্বীপ সামান্য দূরে রয়েছে নিম্নচাপের অবস্থান | বুধবার সকালে তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা | তারপর তার অভিমুখ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে হবে৷ এর জেরেই ২৩ তারিখ সন্ধে থেকে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা | (রাকেশ মাইতি)
তবে বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলোয়।পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাজ্য | মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | আগাম সতর্ক রাজ্য সরকার। ন’টি জেলায় বুধবার থেকে শনিবার পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত স্কুল শিক্ষা দফতরের | বন্ধ থাকবে ফেরি চলাচল | প্রতি মুহূর্তে সতর্ক থাকার নির্দেশ ডিএম,এসপিদের |
তবে বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলোয়।পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাজ্য | মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | আগাম সতর্ক রাজ্য সরকার। ন’টি জেলায় বুধবার থেকে শনিবার পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত স্কুল শিক্ষা দফতরের | বন্ধ থাকবে ফেরি চলাচল | প্রতি মুহূর্তে সতর্ক থাকার নির্দেশ ডিএম,এসপিদের |
নবান্নের পাশাপাশি জেলা স্তরেও করা হবে কন্ট্রোল রুম | এখন‌ও পর্যন্ত মৌসম ভবন ও আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝ়ড়টি পুরী থেকে সাগরদ্বীপের মাঝে কোন‌ও একটি জায়গায় আছড়ে পড়বে | আর তার আগেই সতর্ক স্কুল শিক্ষা দফতর | ২৩ তারিখ বুধবার থেকে ২৬ তারিখ শনিবার পর্যন্ত নয় জেলার সমস্ত স্কুল বন্ধ থাকবে | এই ন’টি জেলা হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং কলকাতা |
নবান্নের পাশাপাশি জেলা স্তরেও করা হবে কন্ট্রোল রুম | এখন‌ও পর্যন্ত মৌসম ভবন ও আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝ়ড়টি পুরী থেকে সাগরদ্বীপের মাঝে কোন‌ও একটি জায়গায় আছড়ে পড়বে | আর তার আগেই সতর্ক স্কুল শিক্ষা দফতর | ২৩ তারিখ বুধবার থেকে ২৬ তারিখ শনিবার পর্যন্ত নয় জেলার সমস্ত স্কুল বন্ধ থাকবে | এই ন’টি জেলা হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং কলকাতা |
আর তাই আগেভাগেই সতর্ক থাকছে কলকাতা পুরসভা সহ বাকি পুরসভাগুলো | দানা মোকাবিলায় প্রস্তুত হাওড়া পুরসভাও | হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী পুর আধিকারিকদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন |
আর তাই আগেভাগেই সতর্ক থাকছে কলকাতা পুরসভা সহ বাকি পুরসভাগুলো | দানা মোকাবিলায় প্রস্তুত হাওড়া পুরসভাও | হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী পুর আধিকারিকদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন |
হাওড়া পুরসভা জানিয়েছে, বিভিন্ন প্রান্তে থাকা বাতিস্তম্ভগুলির অবস্থা খতিয়ে দেখা হচ্ছে, যাতে কোথাও বিদ্যুতের তার বেরিয়ে না থাকে এবং আর্থিং ঠিকমতো আছে কিনা | বিদ্যুতের তার থেকে প্রাণহানির ঘটনা এড়াতে এই উদ্যোগ | শহরের যেকোনও জায়গায় গাছ পড়ে গেলে দ্রুত সরানোর ব্যবস্থা নেওয়া হবে |ভারী বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে নিকাশি বিভাগকে প্রস্তুত থাকতে বলা হয়েছে | অতিরিক্ত জল নিষ্কাশনের জন্য অস্থায়ী পাম্পগুলিও তৈরি থাকবে |
হাওড়া পুরসভা জানিয়েছে, বিভিন্ন প্রান্তে থাকা বাতিস্তম্ভগুলির অবস্থা খতিয়ে দেখা হচ্ছে, যাতে কোথাও বিদ্যুতের তার বেরিয়ে না থাকে এবং আর্থিং ঠিকমতো আছে কিনা | বিদ্যুতের তার থেকে প্রাণহানির ঘটনা এড়াতে এই উদ্যোগ | শহরের যেকোনও জায়গায় গাছ পড়ে গেলে দ্রুত সরানোর ব্যবস্থা নেওয়া হবে |ভারী বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে নিকাশি বিভাগকে প্রস্তুত থাকতে বলা হয়েছে | অতিরিক্ত জল নিষ্কাশনের জন্য অস্থায়ী পাম্পগুলিও তৈরি থাকবে |
এছাড়াও, পুরসভার কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে, যাতে যে কোনও সমস্যায় দ্রুত পদক্ষেপ নেওয়া যায় | ঘূর্ণিঝড়ের কারণে রাস্তায় গাছ পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে | সেই পরিস্থিতি মোকাবিলার জন্য হাইড্রলিক ল্যাডার, ক্রেন, পে লোডার, ডাম্পারের ব্যবস্থা করা হয়েছে |আগামী সপ্তাহে কালীপুজো ও দীপাবলির কারণে শহরজুড়ে আলোকসজ্জা ও মণ্ডপসজ্জা করা হয়েছে | ঘূর্ণিঝড়ের কারণে এই আলোকসজ্জা ও মণ্ডপসজ্জা ক্ষতিগ্রস্ত হলে তা ঠিক করতে বেশ বেগ পেতে হতে পারে পুরসভাকে। তাই সব ধরনের বিপর্যয়ের মোকাবিলায় প্রস্তুত রয়েছে হাওড়া পুরসভা |
এছাড়াও, পুরসভার কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে, যাতে যে কোনও সমস্যায় দ্রুত পদক্ষেপ নেওয়া যায় | ঘূর্ণিঝড়ের কারণে রাস্তায় গাছ পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে | সেই পরিস্থিতি মোকাবিলার জন্য হাইড্রলিক ল্যাডার, ক্রেন, পে লোডার, ডাম্পারের ব্যবস্থা করা হয়েছে |আগামী সপ্তাহে কালীপুজো ও দীপাবলির কারণে শহরজুড়ে আলোকসজ্জা ও মণ্ডপসজ্জা করা হয়েছে | ঘূর্ণিঝড়ের কারণে এই আলোকসজ্জা ও মণ্ডপসজ্জা ক্ষতিগ্রস্ত হলে তা ঠিক করতে বেশ বেগ পেতে হতে পারে পুরসভাকে। তাই সব ধরনের বিপর্যয়ের মোকাবিলায় প্রস্তুত রয়েছে হাওড়া পুরসভা |