পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ওয়ান, রামনগর টু, দেশপ্রাণ অঞ্চল থেকে প্রায় ৯০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন, কেশিয়াড়ি থেকে প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।

Cyclone Dana Fear: ‘দানা’-র দুর্যোগ-ভয় দানা বেঁধেছে বাঁকুড়ায়, ঘূর্ণিঝড় মোকাবিলায় যা করা হল অভাবনীয়!

বাঁকুড়া: ঘূর্ণিঝড় দানার জন্য আগাম সতর্কতা বাঁকুড়াতেও বুধবার থেকে ২৬ অক্টোবর পর্যন্ত স্কুল ছুটি ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর। এই পুজোর ছুটি কাটিয়ে স্কুল খুলেছিল, আবার বন্ধ হল প্রাকৃতিক বিপর্যয়ের কারণে। বাঁকুড়া জেলাতে বুধবার থেকে স্কুল ছুটি থাকবে ২৬ অক্টোবর পর্যন্ত।

একই ছবি কলেজগুলিতেও। পঠনপাঠন বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠানে।ল আবার, ২৭ তারিখ রবিবার। সেই কারণেই সোমবার থেকে জেলার স্কুল, কলেজে পঠন-পাঠনের স্বাভাবিক ছন্দ ফিরে আসবে বলে আশা করা যায়।

Cyclone Dana(ঘূর্ণিঝড় দানা) Live Updates

দানার আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্যের ৯ টি জেলার স্কুল ছুটি ও কলেজে পঠনপাঠন বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই বিশেষ ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এই ৯ টি জেলার মধ্যে বাঁকুড়া জেলাও রয়েছে। স্কুল শিক্ষা দফতর ইতিমধ্যে জারি করেছে এই বিশেষ ছুটির বিজ্ঞপ্তি। সেই মতো বাঁকুড়া জেলাতেও বুধবার থেকে স্কুল ছুটি থাকবে ২৬ অক্টোবর পর্যন্ত। কলেজগুলিতেও পঠনপাঠন বন্ধ থাকবে।

আরও পড়ুন: হাজার হাজার রোগের দফারফা করবে এই ‘মিষ্টি’, রোজ ১-২ টো চুষে খেতে হবে, তাহলেই কেল্লাফতে!

জেলার প্রতিটি ব্লককেই সব ধরনের পরিস্থিতি মোকাবিলা ও ত্রাণের জন্যও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে সুত্রের খবর। স্কুল শিক্ষা দফতর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে যে ৯ টা জেলায় ছুটির কথা বলা হয়েছে, সেই জেলাগুলি হল , দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং কলকাতা-এই ৯টি জেলায় সমস্ত স্কুলে পঠনপাঠন বন্ধ থাকবে।

আরও পড়ুন: আকাশে জমতে শুরু করেছে মেঘ, মাস-শেষে আবহাওয়ার বড় বদল! ভারী বৃষ্টি কোথায়?

 বৃহস্পতিবার পুরী-সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘দানা’। আশঙ্কা রয়েছে তীব্র। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। দানার আগাম সতর্কতামূলক যাবতীয় ব্যবস্থা সেরে রেখেছে বাঁকুড়া জেলা প্রশাসনও। মেদিনীপুর লাগোয়া বাঁকুড়া জেলার ব্লকগুলিকে বিশেষ ভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মুকুটমণিপুর, দামোদরে প্রয়োজনে বিপর্যয় মোকাবিলা দফতরের টিমও মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে।

নীলাঞ্জন ব্যানার্জী