দক্ষিণবঙ্গ, পুরুলিয়া Cyclone Dana Update: তীব্র ঘূর্ণিঝড় ‘দানা’-র ধ্বংসলীলা চলবে বৃহস্পতি থেকে, দক্ষিণ ‘তোলপাড়’ আবহাওয়া…! কোন কোন জেলায় বেশি প্রভাব? Gallery October 22, 2024 Bangla Digital Desk ফের দুর্যোগের সম্ভাবনা রয়েছে দক্ষিণের। ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’-এর প্রভাব পড়তে চলেছে দক্ষিণের একাধিক জায়গায়। বাদ পড়বে না জেলা পুরুলিয়া। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে জেলার বিভিন্ন প্রান্ত। প্রবল ঝড় বৃষ্টির তাণ্ডব জেলায় না চললেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। যদিও এই দিন সকালে স্বচ্ছ রয়েছে জেলার আকাশ। মাঝের মধ্যে ওঠা-নামা করছে তাপমাত্রার পারদ। এই দিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে দক্ষিণে। বেশ কিছু জায়গায় সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। মৎস্যজীবীদের জন্য চূড়ান্ত সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে। এছাড়াও দক্ষিণের অন্যান্য জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আপাতত স্বস্তিতে রয়েছে উত্তরবঙ্গ। বিগত দিনের তুলনায় ঝড় বৃষ্টির পরিমাণ কমেছে উত্তরে। মাঝেমধ্যে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে উত্তরের বেশ কিছু জায়গায়। তবে টানা ঝড় বৃষ্টি সম্ভাবনা নেই উত্তরে। ক্রমাগতই পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। তার উপরে এই ঘূর্ণাবর্ত অনেকখানি প্রভাব ফেলতে চলেছে দক্ষিণের একাধিক জায়গাতে। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় জারি করা হয়েছে সতর্কতা। দক্ষিণের বেশ কয়েকটি জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। জারি রয়েছে হলুদ সতর্কতা। ঘূর্ণিঝড়ের আগমনে কিছুটা হলেও আশঙ্কায় রয়েছে দক্ষিণবঙ্গ। যদিও সরকারিভাবে সমস্ত দিক থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রভাব পড়বে পুরুলিয়াতেও। শর্মিষ্ঠা ব্যানার্জি