Flipkart Big Diwali Sale: সামনেই ধনতেরস, দীপাবলি। কেনাকাটার মরশুম। সেই উপলক্ষ্যে ফ্লিপকার্টে চলছে ‘বিগ দিওয়ালি সেল’। শুরু হয়েছে ২১ অক্টোবর থেকে। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এক সপ্তাহর বেশি সময় ধরে ইলেকট্রনিক্স এবং গ্যাজেটে বিপুল ডিসকাউন্ট এবং ডিল পাচ্ছেন গ্রাহকরা।
সেপ্টেম্বরেই লঞ্চ হয়েছে আইফোন ১৬ সিরিজ। নতুন মডেল কিনতে ভারতে অ্যাপলের স্টোরে লম্বা লাইন পড়ছে। তবে নতুন মডেল হোক বা পুরনো, দীপাবলির সময়টা কেনাকাটার জন্য আদর্শ। ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে একবার ঢুঁ মারা যায়। আইফোন ১৫, আইপ্যাড, আইপ্যাড প্রো, এবং ম্যাকবুকে পাওয়া যাচ্ছে বিপুল ডিসকাউন্ট।
Apple iPad (9th Gen) – ৬৪ জিবি ROM, ১০.২ ইঞ্চির স্ক্রিন, ওয়াইফাই (সিলভার) সহ দাম ৩২,৯০০ টাকা। ফ্লিপকার্টের দিওয়ালি সেলে মিলছে মাত্র ১৮, ৪৯৯ টাকায়।
Apple MacBook AIR Apple M2 – (৮ জিবি/২৫৬ জিবি এসএসডি/ম্যাক ওএস মন্টেরে) MLY33HN/A (১৩.৬ ইঞ্চি, মিডনাইট, ১.২৪ কেজি)-এর দাম ৯৯,৯০০ টাকা। ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে মাত্র ৭৫,৯০০ টাকায়।
Apple 2022 iPad Pro (৪র্থ জেন) – ১ টিবি রম, ওয়াই ফাই সহ ১১.০ ইঞ্চির স্ক্রিন (স্পেস গ্রে)। এর দাম ১,৪৯,৯০০ টাকা। ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে পাওয়া যাচ্ছে ৯৫,৯৯৯ টাকায়।
আরও পড়ুন: ৮০ শতাংশ পেট্রোল, ২০ শতাংশ ইথানল! এতে বাইক, গাড়ির ক্ষতি হবে নাকি ভাল? জেনে নিন
Apple iPhone 15 (ব্লু, ১২৮ জিবি)- এর দাম ৬৯,৯০০ টাকা। ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে ৫৭,৯৯৯ টাকায় মিলছে।
Apple iPhone 14 (স্টারলাইট, ২৫৬ জিবি)- এর বর্তমান দাম ৬৯,৯০০ টাকা। ফ্লিপকার্টে এখন মিলছে ৬০,৯৯৯ টাকায়।
ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেলে ব্যাপক কেনাকাটা চলছে। কোনও প্রোডাক্টই পড়ে থাকছে না। অনেক প্রোডাক্টের গায়েই ‘মাত্র ১টি পড়ে আছে’ লেখা। এমন পরিস্থিতিতে অনেকেই পছন্দের জিনিসটা চটজলদি কিনে ফেলছেন। তবে কোনও প্রোডাক্ট কেনার আগে তার ফিচার, দাম ইত্যাদি নিয়ে তুল্যমূল্য বিচার করা উচিত। একইরকম প্রোডাক্টের সঙ্গে মিলিয়ে দেখতে হয়। এর জন্য কিছু সময় লাগবে। তা লাগুক। কিন্তু তাড়াহুড়ো করাটা ঠিক নয়।
উপরের আইফোন ১৫ এবং আইফোন ১৪-এর দাম দেখলেই এটা বোঝা যাবে। পুরনো মডেলের দাম নতুন মডেলের চেয়ে বেশি। এর প্রধান কারণ হল পুরনো আইফোন ১৪-এর মেমরি বেশি। তবে কেনার সময় গ্রাহক যে সেরা ডিল পাচ্ছেন, সেটা তাঁকেই নিশ্চিত করতে হবে। স্থানীয় দোকানে গিয়েও দেখা যায়, উৎসবের মরশুমে তারা কোনও ডিল দিচ্ছে কি না। এতে আখেরে লাভ ছাড়া ক্ষতি হবে না।