দক্ষিণবঙ্গ, পুরুলিয়া Cyclone dana updates: হানা দিতে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’, বিপদে পড়লে কীভাবে পাবেন সাহায্য? প্রশাসনের বিশেষ ব্যবস্থা Gallery October 24, 2024 Bangla Digital Desk আসছে সুপার সাইক্লোন। ইতিমধ্যেই ‘দানা’র প্রভাব শুরু হয়ে গিয়েছে। দক্ষিণবঙ্গ জুড়ে একাধিক জায়গায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। জেলা পুরুলিয়াতেও রয়েছে সতর্কতা জারি। পুরুলিয়া জেলাতে দানার কতখানি প্রভাব পড়বে সে বিষয়ে আশঙ্কায় রয়েছে জেলা প্রশাসন। ইতিমধ্যেই হাওয়া অফিস সূত্রে খবর জেলা পুরুলিয়াতে সতর্কতা জারি করা হয়েছে। জেলাবাসী যাতে কোনও রকম সমস্যা সম্মুখীন না হয় তার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। সতর্কতামূলক ব্যবস্থায় কোনরকম খামতি থাকছে না প্রশাসনিকভাবে। ২৪ অক্টোবর, ২৫ অক্টোবর ও ২৬ অক্টোবর এই তিন দিন লাগাতার তিন শিফটে ৭২ ঘন্টা ধরে স্পেশাল কন্ট্রোল রুম খুলে রাখছে বিদ্যুৎ দফতর। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের পুরুলিয়া আঞ্চলিক কার্যালয়ে খুলেছে কন্ট্রোল রুম। মানুষের সুবিধার্থে দেওয়া হয়েছে ফোন নম্বরও। যে কোনও সময় এই ফোন নং ৮৯০০৭৯৯৪২৬ – এ যোগাযোগ করা যাবে। এছাড়াও আরও বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে , জেলা জুড়ে একাধিক কন্ট্রোল রুম করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলা করতে সরকারি বিভিন্ন দফতেরর কন্ট্রোল রুম করা হয়েছে। সাব ডিভিশন গুলিতে ও ব্লক স্তরেও কন্ট্রোল রুম থাকছে। তিনটি ব্লক মিলিয়ে প্রায় ৫ হাজার জনকে ত্রাণ শিবিরে রাখা যাবে এমন বন্দোবস্ত করা হয়েছে। জেলা প্রত্যেকটি ব্লক, মহকুমায় একাধিক কন্ট্রোল রুম করা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বরও প্রকাশ করেছে প্রশাসন। সেই সঙ্গে বিভিন্ন দফতরেরও আলাদা করে একটি কন্ট্রোল রুম রয়েছে।বৃহস্পতি, শুক্র, শনি এই কন্ট্রোল রুম খোলা থাকবে। এছাড়াও জেলার প্রত্যেকটি ব্লক হাসপাতালে জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটি ব্লকে ব্লকে পর্যাপ্ত ত্রিপল ও জামা কাপড় রাখা থাকছে। দানার দাপটে বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। দক্ষিণপূর্ব রেলের আদ্রা ডিভিশনে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। সুপার সাইক্লোন ডানার কারণে আদ্রা দিয়ে যাতায়াত করা প্রায় ২১ টি ট্রেন বাতিল থাকছে। ২৩ অক্টোবর, ২৪ অক্টোবর, ২৫ অক্টোবর ও ২৬ অক্টোবর ট্রেনগুলি বাতিল করা হয়েছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখার আদ্র ডিভিশনের এই সিদ্ধান্ত। দানার প্রভাব পড়ছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণের একাধিক জেলায় সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। বিভিন্ন জেলার পাশাপাশি জেলা পুরুলিয়াতে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সরকারিভাবে । ‘দানা’র সঙ্গে মোকাবিলা করতে সমস্ত দিক থেকেই প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন। (প্রতিবেদন- শর্মিষ্ঠা ব্যানার্জি)