পুরুলিয়া: ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে দক্ষিণের একাধিক জেলায়। টানা ঝড় বৃষ্টি হচ্ছে সর্বত্র। জেলা পুরুলিয়াতে দেখা যাচ্ছে ঝড়-বৃষ্টি হতে। বৃহস্পতিবার বিকেলের পর থেকেই হালকা বৃষ্টি শুরু হয়েছে জেলায়। রাত বাড়তেই বৃষ্টির দাপট বেড়েছে।
তীব্র গতিতে ঝোড়ো হাওয়া বইতে দেখা গিয়েছে। এই বৃষ্টির ফলে এক ঝটকায় অনেকখানি কমে গিয়েছে তাপমাত্রার পারদ। এই দিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা পারদ থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। এই দিন দিনভর বৃষ্টির দাপট বহাল থাকবে বলে পূর্বাভাস মিলেছে, জারি করা হয়েছে সতর্কতা।
আরও পড়ুন: গতিতে দানার তিনগুণ! মহাসাগরে দানা বাঁধছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় কৃষ্টি, তছনছ করে দিতে পারে সব
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় রাতভর বৃষ্টি হয়েছে, চলেছে ঝড় বৃষ্টির তাণ্ডব। দক্ষিণের একাধিক জায়গায় বৃষ্টির কারণে সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগণার কোনও কোনও অংশে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলিতেও ভারী বৃষ্টি হতে পারে।
বিগত দিনে উত্তরে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তরে। উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে আগামী ৩০ অক্টোবর অবধি উত্তরের জেলাগুলিতেও বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।
টানা ঝড় বৃষ্টি না হলে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে দক্ষিণের একাধিক জেলা। তবে আগামী ১ থেকে ২ দিন টানা বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণের সর্বত্র। বৃষ্টির সম্ভাবনা বহাল রয়েছে জেলা পুরুলিয়াতে।