বাংলাদেশে প্রভাব ফেলল রিমল

Cyclone Remal: বাংলাদেশেই আসল খেল দেখাল রিমল! মৃত্যুর সংখ্যাই বলে দিচ্ছে, ক্ষয়ক্ষতি কতটা

খুলনা: ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে রবিবার থেকে বৃষ্টি শুরু হয়েছিল, সোমবারও চলছে মুষলধারে বৃষ্টি। জোয়ারের জলে নিম্নাঞ্চলগুলি প্লাবিত হয়েছে। ভারী বৃষ্টি আর জোয়ারের জলে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। বেশ কয়েকটি জেলা বিদ্যুৎহীন হয়ে আছে। এ পর্যন্ত সাতক্ষীরা, পটুয়াখালী ও ভোলায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে খুলনার নিম্নাঞ্চল। বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়েছে। খুলনা শহর ও জেলার প্রায় পুরোটাই বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে আছে। রবিবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে মুজগুন্নী, লবণচরা, মোল্লাপাড়া, টুটপাড়া, মহিরবাড়ি খাল পাড়, শিপইয়ার্ড সড়ক, চানমারী বাজার, রূপসাসহ বিভিন্ন এলাকা জলে তলিয়ে গেছে। খুলনা শহরের বেশির ভাগ দোকানপাট বন্ধ। রাস্তাঘাট প্রায় যানবাহন ও জনমানবশূন্য।

আরও পড়ুন: চালু হল পরিষেবা! প্রায় ২১ ঘণ্টা পরে কলকাতা বিমানবন্দর থেকে উড়ল বিমান…

ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে বরগুনার প্রধান তিন নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পাঁচ থেকে সাত ফুট উচ্চতার জোয়ার প্রবাহিত হয়েছে। জলোচ্ছ্বাসে জেলা শহরসহ সেখানকার উপকূলের অনেক গ্রাম জলে প্লাবিত হয়েছে। সদর উপজেলা এম বালিয়াতলী ইউনিয়নের পালের বালিয়াতলী ও বদরখালী ইউনিয়নের বাওয়ালকর এলাকায় বাঁধ ভেঙে ১০-১২টি গ্রাম প্লাবিত হয়েছে।

গতকাল ঝড়, বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছেন ভোলার উপকূলীয় এলাকার লক্ষাধিক মানুষ। ভোলার বিভিন্ন এলাকায় গতকাল দিনের চেয়ে রাতে ঝড়বৃষ্টি ও দমকা হাওয়া বেশি হয়েছে। এখনও বৃষ্টি ও দমকা হাওয়া বইছে।