ঘূর্ণিঝড় রিমল মোকাবিলায় তৎপর হুগলি জেলা প্রশাসনও। শনিবার থেকেই জেলাজুড়ে বন্ধ ফেরি সার্ভিস। গঙ্গা তীরবর্তী এলাকায় চলছে মাইকিং প্রচার। শনিবার থেকে আগামী তিন দিন ২৭ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে জেলার সমস্ত ফেরিঘাটগুলি। এমনই নোটিশ ঝোলানো হয়েছে জেলার সমস্ত ফেরিঘাট গুলিতে। সকাল থেকেই ফেরি পারাপার করতে আসা যাত্রীদের পড়তে হচ্ছে বিপাকে, তবে সতর্কতার কারণে ঘুরপথ অবলম্বন করছেন যাত্রীরা।

Cyclone Remal Latest Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! রবিবারই আতঙ্কের মাঝরাত, ফেরি পরিষেবা বন্ধে চূড়ান্ত হয়রানি

Cyclone Remal Latest Update: সাগরের বুকে জন্ম হয়েছে ঘূর্ণিঝড় রিমলের। বঙ্গোপসাগরের উপর থাকা গভীর নিম্নচাপ শনিবার রাতে শক্তি বৃদ্ধি করে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। ক্রমে আরও শক্তি বৃদ্ধি করতে চলেছে রিমল। আজ, রবিবার সকালে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে। সাগরদ্বীপ, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে ল্যান্ডফল হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।