রাতভর ঝড়ের তাণ্ডব, হিঙ্গলগঞ্জে সড়কের উপর গাছ, বিদ্যুৎহীন এলাকা 

Cyclone Remal: রাতভর দামাল ঝড়ের তাণ্ডবে তছনছ! হিঙ্গলগঞ্জে রাস্তায় উপড়ে গাছ-বিদ্যুৎখুঁটি, লন্ডভন্ড পরিস্থিতি

*রাতভর ঝড়ের তাণ্ডব, হিঙ্গলগঞ্জে সড়কের উপর উপড়ে গেল গাছ, বিদ্যুৎহীন গোটা এলাকা। ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে রাতভর ঝড়ের তাণ্ডব চলেছে সুন্দরবনের উপকূল এলাকা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। প্রতিবেদনঃ জুলফিকার মোল্যা। ফাইল ছবি। 
*রাতভর ঝড়ের তাণ্ডব, হিঙ্গলগঞ্জে সড়কের উপর উপড়ে গেল গাছ, বিদ্যুৎহীন গোটা এলাকা। ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে রাতভর ঝড়ের তাণ্ডব চলেছে সুন্দরবনের উপকূল এলাকা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। প্রতিবেদনঃ জুলফিকার মোল্যা। ফাইল ছবি। 
*ঝড়ের প্রভাবে রাস্তা, ঘরের উপর উপড়ে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি। রাতেই সুন্দরবনের হিঙ্গলগঞ্জের ইছামতি, কালিন্দী, গৌড়েশ্বর-সহ বিভিন্ন নদীর বাঁধ ভেঙেছে। ফাইল ছবি। 
*ঝড়ের প্রভাবে রাস্তা, ঘরের উপর উপড়ে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি। রাতেই সুন্দরবনের হিঙ্গলগঞ্জের ইছামতি, কালিন্দী, গৌড়েশ্বর-সহ বিভিন্ন নদীর বাঁধ ভেঙেছে। ফাইল ছবি। 
*উত্তর ২৪ পরগণার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের ইছামতি, কালিন্দী, গৌড়েশ্বর-সহ বিভিন্ন নদীর বাঁধ-সহ বেশ কয়েকটি জায়গায় ফাটলও দেখা দিয়েছে। ফাইল ছবি। 
*উত্তর ২৪ পরগণার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের ইছামতি, কালিন্দী, গৌড়েশ্বর-সহ বিভিন্ন নদীর বাঁধ-সহ বেশ কয়েকটি জায়গায় ফাটলও দেখা দিয়েছে। ফাইল ছবি। 
*রাতভর ঝড়ের তাণ্ডবের ফলে হিঙ্গলগঞ্জের হাসনাবাদ থেকে লেবুখালি রোড ও একাধিক গাছ পড়ে কার্যত রাস্তা বন্ধ। স্বরূপকাটি বাজার, আমবেড়িয়া, বাঁকড়া বাজার, একাধিক জায়গায় ভেঙেছে বিদ্যুতের খুঁটি, তাঁর ছিড়ে গেছে একাধিক জায়গায়। ফাইল ছবি। 
*রাতভর ঝড়ের তাণ্ডবের ফলে হিঙ্গলগঞ্জের হাসনাবাদ থেকে লেবুখালি রোড ও একাধিক গাছ পড়ে কার্যত রাস্তা বন্ধ। স্বরূপকাটি বাজার, আমবেড়িয়া, বাঁকড়া বাজার, একাধিক জায়গায় ভেঙেছে বিদ্যুতের খুঁটি, তাঁর ছিড়ে গেছে একাধিক জায়গায়। ফাইল ছবি। 
*একদিকে যেমন যাতায়াতের ব্যবস্থা ব্যাহত, অন্যদিকে বিদ্যুৎহীন গোটা এলাকা। ইতিমধ্যে সড়কের উপর থেকে গাছ সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু করা প্রশাসনের তরফে। ফাইল ছবি।
*একদিকে যেমন যাতায়াতের ব্যবস্থা ব্যাহত, অন্যদিকে বিদ্যুৎহীন গোটা এলাকা। ইতিমধ্যে সড়কের উপর থেকে গাছ সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু করা প্রশাসনের তরফে। ফাইল ছবি।