কপালে চিন্তার ভাঁজ সুন্দরবনবাসীর

Cyclone Remal:  নদীর পাড়ে আতঙ্কে ভরা সারি-সারি চোখ, ঘূর্ণিঝড়ের প্রহর গুনছে সুন্দরবন

বসিরহাট: সাইক্লোন রিমল সমুদ্রের উপর ক্রমশ রুদ্রমূর্তি ধারণ করছে৷ সিভিয়ার সাইক্লোনের তকমা পেয়ে গেছে৷ আইএমডি-র লেটেস্ট ওয়েদার আপডেটে জানা গেছে শেষ ৬ ঘণ্টায় ৬ কিমি প্রতি ঘণ্টা গতিতে এগোচ্ছে রিমল৷ সমুদ্রের উপর যত বেশিক্ষণ থাকবে সাইক্লোন তত শক্তিবৃদ্ধি হবে আর সেইভাবেই অতি মারাত্মক শক্তিবৃদ্ধি করেই ল্যান্ডফল করবে সাইক্লোন৷ আইএমডি সাইক্লোন আপডেটে দেখা গেছে ভোর সাড়ে পাঁচটা নাগাদ সাইক্লোন Remal বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৯০ কিমি দূরে, সাগর দ্বীপের দক্ষিণ-দক্ষিণ পূর্বে ২৭০ কিমি দূরে, দিঘা থেকে ৩৯০ কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং ক্যানিংয়ের ৩১০ কিমি দক্ষিণ ও দক্ষিণ পূর্বে অবস্থিত ছিল৷ এদিকে শুক্রবার পর্যন্ত Cyclone Remal-র ল্যান্ডফল  কোথায় হতে পারে এই প্রশ্নে আইএমডির আপডেট ছিল বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি কোথাও হবে ল্যান্ডফল৷ কিন্তু লেটেস্ট আপডেট অনুসারে বদলে গেল ল্যান্ডফলের জায়গা৷ বাংলাদেশে মঙ্গলার দক্ষিণ-পশ্চিমে হবে Cyclone Remal -র ল্যান্ডফল৷ রাত বারোটা নাগাদ প্রবল বেগে আছড়ে পড়বে এই Severe Cyclonic Storm।

প্রাকৃতিক বিপর্যয়ের কথা উঠলেই প্রথমে সুন্দরবনের ভৌগলিক মানচিত্রের কথা মাথায় আসে। বার বার প্রকৃতিক দুর্যোগে ক্ষতবিক্ষত হয়েছে সুন্দরবন এলাকা। আর সুন্দরবন এলাকার ক্ষতবিক্ষত হওয়ার পিছনে প্রধান কারণ দুর্বল নদীবাঁধ। বিগত দিনে আমফান, ইয়াশ ও আয়লার মত প্রাকৃতিক রোষে ক্ষতিগ্রস্ত সুন্দরবন অঞ্চল। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নদী বাঁধ। বিপন্ন হয়েছে সুন্দরবনের সামাজিক জীবন। কঠিন লড়াই সংগ্রামের মধ‍্যে ছিলেন প্রান্তিক বাসিন্দারা।

আবহাওয়াবিদরা বলছেন, যে-সব এলাকার ওপর দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে, সেখানে ধ্বংসাত্মক প্রভাব পড়তে পারে। উপকূলজুড়ে আতঙ্ক। চিন্তায় ঘুম উড়েছে সুন্দরবনবাসীর। চিন্তায় মাথায় হাত সুন্দরবন এলাকার মানুষের।
মানুষকে সতর্ক করার জন্য মাইকিং প্রচার করছে প্রশাসন। আমফান, আইলা , বুলবুল এর মত ঘূর্ণিঝড় চোখের সামনে দেখেছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর বাড়ি ভেঙে পড়েছে, নদীর বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম জল জলের তোড়ে ভেসে গিয়েছে। অনেকেই গ্রাম ছেড়ে থাকতে হয়েছে মাসের পর মাস। বাড়ি ভেঙে যাওয়ার পরেও সেই বাড়ির তৈরির ক্ষতিপূরণ আজও পায়নি বহু মানুষ। তাই আবার ঘূর্ণিঝড়ের কথা শুনে চিন্তায় মাথায় হাত হিঙ্গলগঞ্জের সুন্দরবন এলাকার মানুষের। অন্যদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতিতে কোন প্রকারে খামতি রাখতে চাইছেনা প্রশাসন।

জুলফিকার মোল্যা