বাড়ছে ‘রিমল আতঙ্ক’! দক্ষিণ ২৪ পরগনায় পৌঁছাল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী! চূড়ান্ত সতর্কতা উপকূলে

Cyclone Remal Update: বাড়ছে ‘রিমল আতঙ্ক’! দক্ষিণ ২৪ পরগনায় পৌঁছাল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী! চুড়ান্ত সতর্কতা উপকূলে

দক্ষিণ ২৪ পরগনা: আসছে ঘূর্ণিঝড় রিমল, সেজন্য দক্ষিণ ২৪ পরগনায় এসেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। তাদের তিনটি দল ইতিমধ্যে পৌঁছেছে জেলায়। ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলীয় এলাকার সব বিডিও অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম।

প্রাকৃতিক দুর্যোগ নিয়ে বিডিওদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন জেলাশাসক সুমিত গুপ্তা। প্রশাসন সূত্রে খবর, জাতীয় বিপর্যয় মোকাবিলার তিনটি বাহিনী রয়েছে কাকদ্বীপ, সাগর এবং গোসাবায়। উপকূল এলাকার প্রতিটি ব্লক এবং পঞ্চায়েত অফিসে কন্ট্রোলরুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাত পোহালেই ঘূর্ণিঝড় ‘রিমল’! সাগরে ফুঁসছে অতি গভীর নিম্নচাপ… দক্ষিণবঙ্গের তিন জেলায় তুমুল ঝড়বৃষ্টি

এ ছাড়া, ঘোড়ামারা-সহ অন্যান্য দ্বীপ এলাকা থেকে বাসিন্দাদের পরিস্থিতি অনুযায়ী নিরাপদ জায়গায় সরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। সেচ দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে, দুর্বল বাঁধের উপর নজর রাখার জন্য।প্রস্তুত থাকতে বলা হয়েছে বিদ্যুৎ দফতর-সহ অন্যান্য দফতরকে।

আরও পড়ুন: ‘রিমল’ আসার আগেই প্রকৃতির তাণ্ডব দক্ষিণের ৩ জেলায়! ধেয়ে আসছে বজ্রবিদ‍্যুত্‍-সহ বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া

প্রশাসন সূত্রের খবর, দুর্যোগ মোকাবিলায় বন্ধ করা হবে ফেরি সার্ভিস। এছাড়া, বকখালি এবং গঙ্গাসাগর সমুদ্রতটে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে ঝড় নিয়ে সাজো সাজো রব জেলায়।

নবাব মল্লিক