উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, মালদহ Cyclonic Circulation Alert: মিটমিটে গরম, হালকা রোদের ঝাঁঝ, যখন-তখন ঝেঁপে বৃষ্টি, ঘূ্র্ণাবর্ত কোথায় দেবে ছোবল, ওয়েদার আপডেট Gallery October 7, 2024 Bangla Digital Desk সাইক্লোনিক সার্কুলেশন- পূর্ব বাংলাদেশের উপর, দক্ষিণ-পূর্ব অসমে দিয়ে বিস্তৃত রয়েছে ১.৫ কিমি পর্যন্ত ৷ এদিকে মৌসুমী বায়ু প্রত্যাবর্তনের কাজ জারি রয়েছে৷ এর পাশাপাশি নিম্নচাপ জারি রয়েছে লাক্ষাদ্বীপ এলাকায়৷ দক্ষিণ-পূর্ব, পূর্ব মধ্য বঙ্গোপসাগর আরব সাগরে বিস্তৃত রয়েছে নিম্নচাপ৷ *বাঙালির দুর্গা পুজো শুরু হয়ে গিয়েছে। পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা এখন বঙ্গবাসীর মনে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। কারণ পুজোর আগেই নিম্নচাপ ও ঘূর্ণবাতের বৃষ্টি দেখেছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ। তাই পুজোর কয়েকটাদিন কেমন আবহাওয়া থাকবে এই প্রশ্ন সবার। সংগৃহীত ছবি। *পুজোর আবহাওয়া নিয়ে স্বস্তির কথা শুনিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে জানা যায় পুজোর আগে বৃষ্টি হলেও পুজোর ক’টা দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। সংগৃহীত ছবি। *সোমবার থেকেই আবহাওয়া বদলে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমেছে। আগামী ৪৮ ঘণ্টায়, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আরও বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে ঘূর্ণবাত ও সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু থাকায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আঞ্চলিক মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংগৃহীত ছবি। *দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ও সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। পার্বত্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে এছাড়া উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। শুক্রবার পর্যন্ত ও উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সংগৃহীত ছবি। *উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। পুজোর দিনগুলোতে স্থানীয়ভাবে দু-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংগৃহীত ছবি। *সোমবার সকাল থেকেই দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার আকাশ আংশিক মেঘলা। ৭ অক্টোবর দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার আবহাওয়া থাকবে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯২ শতাংশ। সংগৃহীত ছবি। *এদিন পূর্ব মেদিনীপুর জেলার দিঘা-সহ সর্বত্রই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় সোমবার থেকেই বৃষ্টির সম্ভাবনা কম। পুজোর দিনগুলিতে দুর্যোগের কোনও আশঙ্কাই নেই। সংগৃহীত ছবি। মালদহ: রাত থেকে দফায় দফায় বৃষ্টি। চতুর্থীর সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে গৌড়বঙ্গের জেলাগুলিতে। এদিন সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে। যে কোনও মুহূর্তে মুষলধারে বৃষ্টি হতে পারে। পুজোর শুরু থেকেই গৌড়বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহের শুরুতেই বৃষ্টি শুরু হয়েছে। কখনও ভারি আবার কখনও হালকা বৃষ্টি হতে পারে জেলাগুলিতে। পুজোর কয়েকদিন বৃষ্টি হবে এমনটাই আবহাওয়া দফতরের পূর্বাভাস। তবে শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। আবহাওয়া পরিবর্তনের জেরে জেলাগুলির তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। আপাতত সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। পুজোর দিনগুলিতে দফায় দফায় বৃষ্টি হতে পারে। বৃষ্টি না হলেও আকাশ মেঘলা থাকবে। আগামী ১২ অক্টোবর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে গৌড়বঙ্গের জেলাগুলিতে।