শরীরের কোন অংশ কখনও আগুনে জ্বলে না? শরীরের হাড় আগুনে পোড়ে না। হাড় পোড়ার জন্য, ১২৯২ ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ একটি অত্যন্ত উচ্চ তাপমাত্রা প্রয়োজন। তবে এই এই তাপমাত্রায়, যে ক্যালসিয়াম ফসফেট থেকে হাড় তৈরি হয় তা সম্পূর্ণ ছাইতে পরিণত হবে না।

Howrah blast: হাওড়ার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, হাত-পা উড়ে গেল দুই শ্রমিকের! দেখুন ভিডিও

হাওড়ার বেলুড়ে একটি ছাঁট লোহার কারখানায় ভয়াবহ দুর্ঘটনা৷ গ্যাস সিলিন্ডার ফেটে হাত এবং পা উড়ে গেল দুই শ্রমিকের৷ আহত হয়েছেন বেশ কয়েকজন৷ বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে ঘটনাস্থল থেকে প্রায় সাতশো আটশো মিটার দূর পর্যন্ত ছিটকে যায় ফেটে যাওয়া সিলিন্ডারের টুকরো৷ খবর ক্ষয়ক্ষতি হয়েছে এলাকার বেশ কয়েকটি বাড়িরও৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ গুরুতর আহতদের এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়৷