আলুই পাড়া গ্রামের সিদ্ধেশ্বরী মায়ের পুজো

Siddheshwari Devi Puja: রাজা কৃষ্ণচন্দ্রের আমলে শুরু, এখনও সাড়ম্বরে পূজিত জাগ্রত সিদ্ধেশ্বরীদেবী

নদিয়া রাজ কৃষ্ণচন্দ্র রায়ের আমল থেকে নদিয়ার শান্তিপুরের আলুই পাড়া গ্রামে সিদ্ধেশ্বরী মায়ের পুজো হয়ে আসছে।
নদিয়া রাজ কৃষ্ণচন্দ্র রায়ের আমল থেকে নদিয়ার শান্তিপুরের আলুই পাড়া গ্রামে সিদ্ধেশ্বরী মায়ের পুজো হয়ে আসছে।
জনশ্রুতি অনুযায়ী আনুমানিক প্রায় ৩০০ বছরের বেশি প্রাচীন অত্যন্ত জাগ্রত সিদ্ধেশ্বরী মায়ের পূজো হয় নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত আলুইপাড়া গ্রামে, যা হয়তো অনেকেরই অজানা।
জনশ্রুতি অনুযায়ী আনুমানিক প্রায় ৩০০ বছরের বেশি প্রাচীন অত্যন্ত জাগ্রত সিদ্ধেশ্বরী মায়ের পূজো হয় নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত আলুইপাড়া গ্রামে, যা হয়তো অনেকেরই অজানা।
রীতি অনুযায়ী জৈষ্ঠ মাসের সংক্রান্তিতে আজও এখানে মায়ের পুজো শুরু হয় এই সকাল থেকে। দূর দুরান্ত থেকে বহু ভক্তবৃন্দ তাদের মানত করা পশুরুপী ছাগ নিয়ে আসেন বলি দিতে, এ বছরে সংখ্যায় তা প্রায় ৫০ টিরও বেশি বলে জানাচ্ছেন কর্তৃপক্ষ।
রীতি অনুযায়ী জৈষ্ঠ মাসের সংক্রান্তিতে আজও এখানে মায়ের পুজো শুরু হয় এই সকাল থেকে। দূর দুরান্ত থেকে বহু ভক্তবৃন্দ তাদের মানত করা পশুরুপী ছাগ নিয়ে আসেন বলি দিতে, এ বছরে সংখ্যায় তা প্রায় ৫০ টিরও বেশি বলে জানাচ্ছেন কর্তৃপক্ষ।
এই চত্বরে অন্য কোনও মূর্তি পুজো চলে না লক্ষ্মী হোক বা দুর্গা সবই সিদ্ধেশ্বরী মাকে কল্পনা করে পুজো করা হয় মন্দিরে।
এই চত্বরে অন্য কোনও মূর্তি পুজো চলে না লক্ষ্মী হোক বা দুর্গা সবই সিদ্ধেশ্বরী মাকে কল্পনা করে পুজো করা হয় মন্দিরে।
এলাকা সূত্রে জানা যায় অতীতে নদিয়া রাজ কৃষ্ণচন্দ্র রায়ের অনুদানে চলত এই মায়ের পুজো, সে সময় ওই গ্রামে ব্রাহ্মণ না থাকার কারণে শহর থেকে এক চক্রবর্তী পরিবারকে ওখানে বসিয়ে তাকে বেশ কিছু সম্পত্তি দিয়ে মন্দিরের দায়িত্ব দেওয়া হয় যা ওই ব্রাহ্মণ পরিবারের বর্তমান প্রজন্ম নিত্য পুজো সহ আজও ভক্তি ভরে পালন করে আসছেন।
এলাকা সূত্রে জানা যায় অতীতে নদিয়া রাজ কৃষ্ণচন্দ্র রায়ের অনুদানে চলত এই মায়ের পুজো, সে সময় ওই গ্রামে ব্রাহ্মণ না থাকার কারণে শহর থেকে এক চক্রবর্তী পরিবারকে ওখানে বসিয়ে তাকে বেশ কিছু সম্পত্তি দিয়ে মন্দিরের দায়িত্ব দেওয়া হয় যা ওই ব্রাহ্মণ পরিবারের বর্তমান প্রজন্ম নিত্য পুজো সহ আজও ভক্তি ভরে পালন করে আসছেন।
তবে পুজোর দিন সকাল থেকেই নদিয়ার বিভিন্ন প্রান্ত এমনকি জলপথ পেরিয়ে হুগলি বর্ধমান থেকেও ভক্তবৃন্দরা সকাল সকাল এসে পৌঁছেছেন পুজো দেওয়ার জন্য।
তবে পুজোর দিন সকাল থেকেই নদিয়ার বিভিন্ন প্রান্ত এমনকি জলপথ পেরিয়ে হুগলি বর্ধমান থেকেও ভক্তবৃন্দরা সকাল সকাল এসে পৌঁছেছেন পুজো দেওয়ার জন্য।