Tag Archives: kali maa

Hazari Kali Mela: গৌড়েশ্বর নদীর তীরে হাজারি কালী মেলার ইতিহাস জানুন

উত্তর ২৪ পরগনা: সুন্দরবনের গৌড়েশ্বর নদীর তীরে শুরু হল হাজারি কালী মেলা। এ যেন মুক্তকেশীকালীর মেলা। শাড়ি দিয়ে পূজিতা হয়েছেন মা কালী। হিঙ্গলগঞ্জের খেজুরবেরিয়া গ্রামের দৃশ্য এটি।

উপকূলবর্তী খেজুরবেরিয়া গ্রামের গৌড়েশ্বর নদীর তীরে বহুদিন ধরে হয়ে আসছে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী হাজারী কালীর মেলা। চলতি বছর এই হাজারি কালী মেলা ১১৯ বর্ষে পদার্পণ করল। এই মন্দিরের বিশেষত্ব হল, প্রতিবছর চৈত্র মাসের সংক্রান্তিতে মহা ধুমধাম করে হাজার হাজার ভক্ত সমাগমের মধ্য দিয়ে কালীপুজো হয়। কথিত আছে, গ্রামের সন্ন্যাসী মণ্ডল নামে এক ব্যক্তি এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। তবে এই মন্দিরের নাম হাজারি কালি মন্দির কেন তা এলাকার মানুষের কাছে অজানা।

আর‌ও পড়ুন: নতুন বছরের শুরুতেই একের পর এক দোকানে আগুন, পুড়ে ছাই সবকিছু…

বহু ভক্ত তারা মানত করেন এবং মানত শোধ করার উদ্দেশ্যে শত শত প্রতিমা নিয়ে জড়ো হন মন্দির চত্বরে। একসময় বাংলাদেশ থেকেও কালী ভক্তরা এখানে পুজো দিতে আসতেন। এই মন্দিরকে ঘিরে রয়েছে নানা অলৌকিক কাহিনী। বিপদে পড়ে কেউ মায়ের কাছে এলে তিনি বিপদ থেকে উদ্ধার হবেনই, এমনই ধারণা আছে মানুষের মধ্যে।

জুলফিকার মোল্লা