আমন ধান খেতের মুথা ঘাস

Paddy Cultivation Problem: এই কারণেই সর্বনাশ হচ্ছে ধানের! চিন্তার ভাঁজ আমন ধান চাষীদের কপালে

কোচবিহার: বছরের এই মরশুমে বেশ ভাল পরিমাণ আমন ধান চাষ হয় কোচবিহারে। চলতি মরশুমে আমন ধান রোপন প্রক্রিয়ার শেষের দিক থেকে বৃষ্টির অভাব দেখা দিয়েছে জেলায়। আর এতেই আমন ধান খেতে ঘাসের বাড়বাড়ন্ত দেখা দিয়েছে অনেকটাই।

ফলে কৃষকদের আমন ধান চাষ নিয়ে দুশ্চিন্তা ক্রমশ বেড়েই চলেছে। আর বর্তমান সময়ে এক বিশেষ ধরনের আগাছা ঘাসের কারণে চিন্তা বেড়ে উঠেছে অনেকটাই। এতে ধান চাষের ফলন অনেকটাই ক্ষতিগ্রস্থ হবে মনে করছেন চাষীরা। সঠিক সময়ে সঠিক ভাবে পদক্ষেপ না নিলে ক্ষতির মুখে পড়বেন চাষীরা।

আরও পড়ুন: ঘণ্টাখানেকেই আসছে বৃষ্টি! কাঁপবে দক্ষিণের ২ জেলা, নিম্নচাপের খেল শুরু কবে থেকে? বড় আপডেট দিল হাওয়া অফিস

জেলার এক চাষি নৃপেণ বর্মন জানান, “ধানের চারা রোপণের পর খেতে বৃষ্টির অভাবের কারণে খেতে আগাছা বেড়ে উঠেছে। বারবার নিড়ানি দেওয়া সত্ত্বেও পুনরায় ঘাস বেড়ে উঠছে। তার উপর বর্তমান সময়ে মাঠের কাজে শ্রমিক পাওয়া প্রায় দুষ্কর। এই পরিস্থিতিতে আবার এক নতুন আগাছা শ্যামা ঘাস বা মুথা ঘাস বেশ অনেকটাই চাপের মুখে ফেলেছে চাষীদের। তাই এবারে ধানের ফলন কিছুটা হলেও ক্ষতির সমুখীন হওয়ার আশঙ্কায় রয়েছে চাষীদের একাংশ।”

কৃষি দফতরের তথ্য অনুযায়ী, সাধারণত আমন ধান খেতে মুথা ঘাস, শ্যামা ঘাসের উপদ্রব দেখা দেয়। মুথা ঘাস ধানখেতের জন্য ভীষণ ক্ষতিকর। কারণ নিড়ানি দিলেও বেশিরভাগ ক্ষেত্রে এই ঘাসের গুঁড়ি মাটির নীচে থেকে যায়, যা দিন কয়েকের মধ্যে পুনরায় গজিয়ে ওঠে। এছাড়া এই আগাছা অনেকটাই দ্রুত বংশবৃদ্ধি করে থাকে। ফলে ধান খেতে ঘাসের বাড়বাড়ন্ত দেখা যায়। তবে আগাছানাশক স্প্রে করে খেতের আগাছা বিনাশ করতে গেলে ধানের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই খেতে জল কম রাখা যাবে না। এবং মাঝে মধ্যেই নিড়ানি দিতে হবে।”

আরও পড়ুন: ১০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ! ৩ রাশির কপাল খুলবে, টাকার বৃষ্টি

কোচবিহারের এক কৃষি অভিজ্ঞ ব্যক্তি অমল রায় জানান, “চলতি মরশুমে ধান খেতের আগাছা ঘাসের সমস্যা বেশ অনেকটাই ক্ষতি করতে পারে চাষের। তবে জেলায় বেশ অনেকটাই আমন ধান চাষ হয়। তাই এই বিষয়ে নজর দেওয়া না হলে সমস্যা বেড়ে উঠতে পারে।” বর্তমান সময়ের এই সমস্যা নিয়ে আমন ধান চাষীদের কপালে বেশ অনেকটাই চিন্তায় ভাঁজ দেখা দিয়েছে।

Sarthak Pandit