টিডি ফরেস্ট গার্ডেন ,আট মাইল

Darjeeling News: মাফলার টুপি সোয়েটার থেকে ঘর সাজানোর সামগ্রী, পরিবেশবান্ধব জিনিস বানিয়ে স্বাবলম্বী হচ্ছেন পাহাড়ের মহিলারা

দার্জিলিং: বর্তমানে দার্জিলিংয়ের বাজার কাঁপাচ্ছে পাহাড়ের স্থানীয় মহিলাদের হাতের তৈরি নানাজিনিস। ইতিমধ্যেই শৈলশহর জুড়ে শীতের আমেজ। প্রত্যেক বছর এই সময় পাহাড়ে ভীড় জমায় প্রচুর পর্যটক সেই অর্থেই বর্তমানে বাজার জুড়ে চাহিদা বাড়ছে পাহাড়ের কোলে স্থানীয়দের হাতেতৈরি বিভিন্ন জিনিসের।

পাহাড়ের স্থানীয় লোকাল জিনিসের ওপর পর্যটকদের বরাবরই আকর্ষণ থাকে। এ অর্থেই বর্তমানে পাহাড় জুড়ে চাহিদা বাড়ছে স্থানীয়দের হাতের বোনা মাফলার টুপি সোয়েটার সহ ঘর সাজানোর নানা জিনিস। তবে বরাবরই মনে প্রশ্ন জাগে সঠিক দামে সঠিক জিনিস কোথায় পাওয়া যাবে। তবে জেনে রাখুন দার্জিলিং যাওয়ার পথে ৮ মাইলে টিডি ফরেস্ট গার্ডেনে পেয়ে যাবেন নিত্যদিনের ব্যবহৃত জিনিস থেকে শুরু করে ঘর সাজানো থেকে শুরু করে খাওয়া দাওয়া প্রচুর জিনিস।

আরও পড়ুন: প্রতিদিন ‘কত’ ঘণ্টা ঘুমানো উচিত বলুন তো…? বয়স অনুযায়ী পাল্টে যাবে ‘হিসেব’! চটপট দেখে নিন সম্পূর্ণ চার্ট

আরও পড়ুন: ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স অ্যালার্ট…! ২৮ থেকে ৩০ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি কাঁপাবে ১৩ রাজ্য, কী সতর্কতা বাংলায়? জানিয়ে দিল IMD

এই প্রসঙ্গে স্থানীয় এক মহিলা উপাসনা রাই বলেন পাহাড়ের স্থানীয় কমিউনিটিকে সকলের সামনে তুলে ধরতেই শীত বস্ত্র থেকে শুরু করে ঘর সাজানোর সমস্ত জিনিস বিভিন্ন ধরনের আচার নিজের হাতে তৈরি করে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়। কোন রকমের প্লাস্টিকের ব্যবহার ছাড়াই সমস্ত পরিবেশবান্ধব জিনিস ব্যবহার করেই এই জিনিসগুলি তৈরি করা হয়। বর্তমানে স্থানীয়দের হাতের তৈরি বিভিন্ন জিনিস পর্যটকদের পছন্দের শীর্ষস্থানে এর ফলেই ধীরে ধীরে স্বাবলম্বী হচ্ছে পাহাড়ের স্থানীয় মহিলারা।

সুজয় ঘোষ