গোপাল লামা 

Lok Sabha Elections 2024: ভোট দিতে গিয়ে বুথে ঢুকতেই পারলেন না তৃণমূল প্রার্থী, গোপালের ‘কপাল’ ফিরল একটু পরেই

দার্জিলিং: ভোটার কার্ড না নিয়ে আসায় ভোট দিতে পারলেন না দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামা। দ্বিতীয় বার ঘরে গিয়ে ভোটার কার্ড এনে ভোট দিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪

দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্যতম মুখ গোপাল লামা। এতদিন দার্জিলিং লোকসভার বিভিন্ন প্রান্তে গিয়ে প্রচারে ঝড় তুলেছিলেন তিনি। জয়ের বিষয়ে অত্যন্ত আশাবাদী তিনি। শিলিগুড়ি প্রধাননগরের বাসিন্দা, গোপাল লামা। শিলিগুড়ি মার্গারেট স্কুল তাঁর ভোটকেন্দ্র।

আরও পড়ুনঃ অবিকল মটনের মতো খেতে, মাত্র ৩০ টাকা কেজি! কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, বাজার খুঁজে আজই পাতে রাখুন

এ দিন ভোরে উঠে শালুগারার বৌদ্ধমঠে গিয়ে পুজো সারেন। আশীর্বাদ নেন বৌদ্ধ ভিক্ষুদের থেকে। তারপরেই তিনি চলে আসেন ভোটদান কেন্দ্রে। কিন্তু ভোটার কার্ড না নিয়ে আসায় তিনি ভোট দিতে পারেন না।

ফের ঘরে গিয়ে ভোটার কার্ড নিয়ে এসে ভোট দিতে যান তিনি। ভোটের লাইনে গিয়ে সকলের সঙ্গে খোলা মনে কথা বলেন তিনি। এদিন আড্ডার মেজাজ দেখা যায় তাঁকে। শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আশাবাদী গোপাল লামা।

Annanya Dey