Darjeeling News: পুজোর আগে দার্জিলিং-এ দারুণ সুখবর! খুলছে নতুন ‘রাস্তা’, বেরানোর আনন্দ দ্বিগুণ হবে

বর্ষার তিন মাস বন্ধ থাকার পর ফের পাহাড়ে চালু হতে চলেছে অ্যাডভেঞ্চার ট্যুরিজম। উত্তরবঙ্গ মানেই পাহাড় নদী জঙ্গলের এক অপরূপ মেলবন্ধন সেই অর্থে প্রতিনিয়ত প্রচুর পর্যটক ছুটে আসে উত্তরবঙ্গে। পাহাড় প্রেমীদের মধ্যে কেউ ঘুরতে ভালবাসেন কেউ আবার অ্যাডভেঞ্চারাস ভ্রমণ বেশি পছন্দ করেন। সেই অর্থেই অ্যাডভেঞ্চার প্রেমীদের অপেক্ষার দিন কাটিয়ে পুজোর আগেই থাকছে নতুন চমক । (সুজয় ঘোষ)
বর্ষার তিন মাস বন্ধ থাকার পর ফের পাহাড়ে চালু হতে চলেছে অ্যাডভেঞ্চার ট্যুরিজম। উত্তরবঙ্গ মানেই পাহাড় নদী জঙ্গলের এক অপরূপ মেলবন্ধন সেই অর্থে প্রতিনিয়ত প্রচুর পর্যটক ছুটে আসে উত্তরবঙ্গে। পাহাড় প্রেমীদের মধ্যে কেউ ঘুরতে ভালবাসেন কেউ আবার অ্যাডভেঞ্চারাস ভ্রমণ বেশি পছন্দ করেন। সেই অর্থেই অ্যাডভেঞ্চার প্রেমীদের অপেক্ষার দিন কাটিয়ে পুজোর আগেই থাকছে নতুন চমক । (সুজয় ঘোষ)
সামনেই ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সেই উপলক্ষে পর্যটকদের চমক দিতে জোর দেওয়া হচ্ছে অ্যাডভেঞ্চার ট্যুরিজমে। পুজোর আগেই পর্যটকদের জন্য এডভেঞ্চার ট্যুরিজমের দরজা খুলে যাওয়ায় খুশি অ্যাডভেঞ্চার প্রেমীরা। সাধারণত বর্ষার তিন মাস বন্য জীবজন্তু থেকে শুরু করে পাখিদের প্রজননের সময় সেই অর্থেই এই এডভেঞ্চার ট্যুরিজমকে বন্ধ রাখা হয় অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ফের চালু হচ্ছে বিভিন্ন অ্যাডভেঞ্চার এক্টিভিটিস।
সামনেই ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সেই উপলক্ষে পর্যটকদের চমক দিতে জোর দেওয়া হচ্ছে অ্যাডভেঞ্চার ট্যুরিজমে। পুজোর আগেই পর্যটকদের জন্য এডভেঞ্চার ট্যুরিজমের দরজা খুলে যাওয়ায় খুশি অ্যাডভেঞ্চার প্রেমীরা। সাধারণত বর্ষার তিন মাস বন্য জীবজন্তু থেকে শুরু করে পাখিদের প্রজননের সময় সেই অর্থেই এই এডভেঞ্চার ট্যুরিজমকে বন্ধ রাখা হয় অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ফের চালু হচ্ছে বিভিন্ন অ্যাডভেঞ্চার এক্টিভিটিস।
অ্যাডভেঞ্চার ট্যুরিজম এ আসতে চলেছে নতুন চমক সেই অর্থেই খোদ জিটিএ অ্যাডভেঞ্চার ট্যুরিজমের কো-অর্ডিনেটর দাওয়া শেরপা পায়ে হেঁটে অ্যাডভেঞ্চার এক্টিভিটিসের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। এ প্রসঙ্গে দাওয়া শেরপা বলেন বর্তমানে ইন্ডিয়ান মধ্যে হাইকিং এর রাজধানী হল দার্জিলিং৷ এছাড়াও রিভার রাফটিং, প্যারাগ্লাইডিং, জিপ লাইন সহ বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার এক্টিভিটিস করা হয়। এ বছর পুজোর আগে নতুন করে দার্জিলিংয়ের রোহিঙ্গীতে চালু হচ্ছে এটিভি অ্যাডভেঞ্চার রাইড। সব মিলিয়ে পুজোর আগে নতুন উপহার পেতে চলেছে সকল এডভেঞ্চার প্রেমীরা।
অ্যাডভেঞ্চার ট্যুরিজম এ আসতে চলেছে নতুন চমক সেই অর্থেই খোদ জিটিএ অ্যাডভেঞ্চার ট্যুরিজমের কো-অর্ডিনেটর দাওয়া শেরপা পায়ে হেঁটে অ্যাডভেঞ্চার এক্টিভিটিসের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। এ প্রসঙ্গে দাওয়া শেরপা বলেন বর্তমানে ইন্ডিয়ান মধ্যে হাইকিং এর রাজধানী হল দার্জিলিং৷ এছাড়াও রিভার রাফটিং, প্যারাগ্লাইডিং, জিপ লাইন সহ বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার এক্টিভিটিস করা হয়। এ বছর পুজোর আগে নতুন করে দার্জিলিংয়ের রোহিঙ্গীতে চালু হচ্ছে এটিভি অ্যাডভেঞ্চার রাইড। সব মিলিয়ে পুজোর আগে নতুন উপহার পেতে চলেছে সকল এডভেঞ্চার প্রেমীরা।
অন্যদিকে এই প্রসঙ্গে রোহিণী প্যারাগ্লাইডিং অ্যান্ড অ্যাডভেঞ্চার এসোসিয়েশনের সেক্রেটারি সচিন খাতি বলেন আগামী যুব প্রজন্মকে মোবাইল মুখী থেকে সরিয়ে প্রকৃতিমুখী করতেই আমাদের এই উদ্যোগ।
অন্যদিকে এই প্রসঙ্গে রোহিণী প্যারাগ্লাইডিং অ্যান্ড অ্যাডভেঞ্চার এসোসিয়েশনের সেক্রেটারি সচিন খাতি বলেন আগামী যুব প্রজন্মকে মোবাইল মুখী থেকে সরিয়ে প্রকৃতিমুখী করতেই আমাদের এই উদ্যোগ।
রোহিণীকে পর্যটনের আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তুলতেই এই উদ্যোগ। আগামী ২৭ তারিখ ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে প্যারাডাইডিং এটিভি এডভেঞ্চার রাইড, নদীর ওপর জিপ লাইন, এবং পাহাড়ি ঝরনার ধার দিয়ে ট্রেকিং মোট চার ধরনের অ্যাডভেঞ্চার এক্টিভিটিস এর উদ্বোধন করা হবে। স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া অ্যাডভেঞ্চার প্রেমীদের মধ্যে।
রোহিণীকে পর্যটনের আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তুলতেই এই উদ্যোগ। আগামী ২৭ তারিখ ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে প্যারাডাইডিং এটিভি এডভেঞ্চার রাইড, নদীর ওপর জিপ লাইন, এবং পাহাড়ি ঝরনার ধার দিয়ে ট্রেকিং মোট চার ধরনের অ্যাডভেঞ্চার এক্টিভিটিস এর উদ্বোধন করা হবে। স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া অ্যাডভেঞ্চার প্রেমীদের মধ্যে।