কিন্তু কানপুরে দ্বিতীয় টেস্ট শুরুর আগে খারাপ খবর পেলেন টিম ইন্ডিয়ার দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি।

IND vs BAN: কানপুরে পাঁচদিনে পাঁচ রাজ্যের খাবার থাকবে রোহিতদের পাতে! ম্যাচ শেষে থাকছে স্পেশাল মিষ্টিও

কানপুর: সিরিজের আগে কথার লড়াই শুরু হয়ে গিয়েছিল৷ কিন্তু চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারতের কাছে রীতিমতো নাকানি চোবানি খেয়েছে বাংলাদেশ৷ বিশাল ব্যবধানে জিতেছে রোহিত বাহিনী৷ এই পরিস্থিতিতে দ্বিতীয় টেস্টের প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে৷ ভারতীয় ক্রিকেট ফ্যানেদের বিশ্বাস, প্রথম টেস্টের মতোই এবারও হেসেখেলে জিতবে ভারত৷

দ্বিতীয় টেস্টের আগে একটা বিশেষ ব্যাপার সামনে চলে এসেছে৷ জানা গিয়েছে কানপুরে ভারত ও বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বিশেষ খাওয়ার ব্যবস্থা থাকছে৷ এমন একটা ব্যবস্থা যা এর আগে কখনও হয়নি৷

আরও পড়ুন : ‘গিলি গিলি ছু’! বাংলাদেশকে হারাতে মাঠেই তুকতাক করেছেন রোহিত? ভাইরাল ভিডিও

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। আর তার তোরজোড় শুরু হয়েছে জোর কদমে৷ স্টেডিয়াম থেকে হোটেল পর্যন্ত পুরোদমে চলছে এর প্রস্তুতি। হোটেল ল্যান্ডমার্কে খেলোয়াড় ও কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে৷ যেখানে তাদের খাবার ও পানীয়েরও বিশেষ ব্যবস্থা থাকবে। জানা গিয়েছে, এবার খেলোয়াড়রা ৫ দিন ধরে ৫টি ভিন্ন রাজ্যের খাবার উপভোগ করার সুযোগ পাবেন। এমন ব্যবস্থা সম্ভবত এর আগে কোনও টেস্ট সিরিজেই হয়নি৷

আরও পড়ুন : দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে বড় বদল! পাল্টে যাবে একাদশ? মহাচমক দেবেন গম্ভীর!

ভারত-বাংলাদেশের টেস্ট ম্যাচটি যেন উৎসবে পরিণত হয়েছে৷ কানপুরে খেলোয়াড়দের ডায়েটের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে৷ ক্রিকেটারদের জন্য বিভিন্ন রাজ্য থেকে খাবারের পরিকল্পনা করা হয়েছে। জানা গিয়েছে, দ্বিতীয় টেস্টের প্রথম দিন খেলোয়াড়দের পাতে থাকবে বিশেষ মেন্যুর খাবার৷ আওয়াধি খাবার দেওয়া হবে৷ যেখানে প্রধানত থাকবে নিহারী এবং কুলচা। কানপুর টেস্টের দ্বিতীয় দিন খেলোয়াড়দের দেওয়া হবে রাজস্থানি খাবারের স্বাদ৷ এরপর গুজরাটি এবং উপকূলীয় খাবার পরিবেশন করা হবে বিরাট, রোহিত, শাকিবদের৷

২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ৷ যা খবর, তাতে খেলোয়াড়রা ২৪-২৫ সেপ্টেম্বরের মধ্যে কানপুরে পৌঁছে যাবে। ল্যান্ডমার্ক নামের যে হোটেলে ক্রিকেটারদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেখানকার শেফরা ইতিমধ্যেই ক্রিকেটারদের ডায়েট নিয়ে হোমওয়ার্ক সেরে ফেলেছেন৷ ক্রিকেটারদের পছন্দ-অপছন্দের ব্যাপারে ইতিমধ্যেই তাদের জানিয়ে দেওয়া হয়েছে৷ সেই মতো তারা ক্রিকেটারদের নিত্য খাওয়া দাওয়ার যত্ন নেবেন। হোটেলের প্রধান শেফ বলরাম সিং এই প্রসঙ্গে মুখ খুলেছেন৷ তিনি জানিয়েছেন, খেলোয়াড়দের জন্য বিশেষ খাবার তৈরির ব্যাপারটাকে আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে৷ এক ঘেয়ে মেনু নয়, রোহিত কোহলিদের পছন্দ অনুযায়ী বিশেষ খাবার তৈরির ব্যবস্থাও থাকবে৷

এখানেই শেষ নয়৷ সাধারণত ক্রীড়াবিদরা মিষ্টি থেকে নিজেদের দূরে রাখতেই পছন্দ করেন৷ তবে এই টেস্টে সেই ব্যবস্থাও না কি থাকছে৷ জানা গিয়েছে, ম্যাচ শেষের পর প্রতিটি ক্রিকেটারের জন্য থাকবে বিশেষ মিষ্টির ব্যবস্থাও৷