নেপালি পোশাক

Darjelling’s Nepali Dress News: দার্জিলিং গেলে নেপালি পোশাকে ফটোশ্যুট করবেন না তা আবার হয় নাকি, প্রচুর আয়ের দিশা দেখাচ্ছে স্থানীয় মহিলাদের

দার্জিলিং: নেপালি জনজাতির আচার-আচরন ভাষা থেকে শুরু করে পোশাক সবকিছুই পর্যটকদের মনকে মুগ্ধ করে।।উত্তরবঙ্গ মানে পাহাড় নদী জঙ্গলে ঘেরা এক মন মুগ্ধ করা পরিবেশ সেই অর্থেই প্রতিনিয়ত দূর-দূরান্ত থেকে এই উত্তরবঙ্গে ছুটে আসছে পর্যটকেরা। পাহাড় মানেই পর্যটকদের কাছে একটা আবেগ পাহাড় মানেই ভালবাসা সেই অর্থেই পাহাড়ের টানে সারা বছরই পর্যটকদের ভিড়ে জমজমাট পাহাড়ের দার্জিলিং।

বর্তমানে পাহাড়ের বিভিন্ন জায়গায় দেখা যায় পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের পছন্দের শীর্ষ তালিকায় রয়েছে নেপালি জনজাতির ঐতিহ্যবাহি পোষাক। নেপালি জনজাতির ঐতিহ্যবাহী পোশাক পড়ে পাহাড়ের স্মৃতি হিসেবে চা বাগানের কোলে বা পাহাড়ের ধারে চলছে ফটোশ্যুট।

আরও পড়ুন – Red Alert For Rain: বাংলা ভাসাতে আসছে নিম্নচাপের মোক্ষম ছোবল, একাধিক জেলায় রেড অ্যালার্ট, কলকাতা সহ জেলায় জেলায় ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি

এই প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন বর্তমানে পাহাড়ে ঘুরতে আসা বাঙালি পর্যটক বিশেষ করে খুদেরা এই নেপালি পোশাক পরে ছবি তুলতে খুব পছন্দ করছে। সেই অর্থেই তাদের চাহিদা মেটাতে বর্তমানে নেপালি জনজাতির বিভিন্ন ঐতিহ্য সম্পন্ন পোশাক সাজিয়ে রেখেছি স্বল্প টাকার বিনিময়ে এই পোশাক পড়ে ফটোশুট করা হয়। এর ফলে বর্তমানে পাহাড়ের বহু মহিলা এই কাজ করে স্বাবলম্বী হয়ে উঠেছে। পাহাড় মানেই সকলের কাছে একটা আনন্দের জায়গা। সেই অর্থেই পাহাড়ে ঘুরতে আসা পর্যটকেরা নেপালি জনজাতির বিভিন্ন ঐতিহ্যকে নিজের করে নিয়েছে।

বর্তমানে পাহাড়ের বিভিন্ন জায়গায় দেখা যায় পাহাড়ের মহিলারা নেপালি পোশাক নিয়ে দাঁড়িয়ে আছেন পর্যটকদের মুখ চেয়ে। পর্যটকরা এলেই নেপালি জনজাতির ঐতিহ্যবাহী অলংকার থেকে শুরু করে পোশাক পড়ে ছবি তুলতে খুবই পছন্দ করে সেই অর্থেই পর্যটনে পাহাড়ের মহিলাদের নতুন করে আয়ের দিশা দেখাচ্ছে নেপালি জনজাতির ঐতিহ্যবাহী পোশাক থেকে শুরু করে অলংকার।
সুজয় ঘোষ