খেলা হবে দিবস পালন

Purulia News: আরও এক ‘খেলা হবে দিবস’! এমন সময়ে উদযাপনের কারণ জানলে অবাক হবেন

পুরুলিয়া: একুশের বিধানসভা নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগান আলোড়ন তুলেছিল। ‌ বিধানসভা নির্বাচনের বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার পর রাজ্য সরকার এই দিনটি খেলা হবে দিবস হিসাবে ঘোষণা করে। তার পর থেকেই রাজ্যের প্রতিটি জেলায় মহাসারম্বরে ‘খেলা হবে’ দিবস পালিত হয়ে আসছে।

জেলা পুরুলিয়াতেও এই দিনটি সারম্বরে পালিত হয়। জেলার বিভিন্ন ব্লকগুলির পাশাপাশি পুরুলিয়া শহরের এমএসএ ময়দানে এই দিন খেলা হবে দিবস উদযাপিত হল। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) আদিত্যবিক্রম মোহন ইরানি , জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালী সহ বহু বিশিষ্ট জনেরা।

আরও পড়ুন- সাবধান! সোশ্যাল মিডিয়ায় আরজি কর ধর্ষিতার ছবি-তথ্য পোস্ট করা যাবে না, কড়া নির্দেশ হাইকোর্টের

এই দিন পুরুলিয়া জেলা একাদশ আন্ডার ১৭ ও বঙ্গীয় সংস্কৃতিক গোষ্ঠীর মধ্যে হাড্ডাহাড্ডি ফুটবল প্রতিযোগিতা চলে। বৃষ্টি উপেক্ষা করেই দুটি দল লড়াই করে চলে। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ছিল এই খেলায়। ‌ এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পুরুলিয়া জেলা একাদশ আন্ডার ১৭  প্রতিযোগিতায় জয়লাভ করে।

এ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন , রাজ্য সরকারের অন্যতম একটি দিন হল খেলা হবে দিবস। ‌ এই দিনটি সর্বত্র পালিত হচ্ছে। জেলা পুরুলিয়ার বিভিন্ন ব্লক গুলিতেও এই দিনটি পালন করা হচ্ছে। ‌একই ভাবে পুরুলিয়া শহরের এমএসএ ময়দানে এই দিনটি পালিত হল। খুব সুস্থভাবে খেলার পরিচালনা করা হয়েছে। খেলোয়াড়রাও দুর্দান্ত খেলেছেন।‌

আরও পড়ুন- সিবিআই দায়িত্ব নেওয়ার ৪৮ ঘণ্টা পরও জট খুলল না! দাবি থেকে না সরার সিদ্ধান্ত আন্দোলনরত চিকিৎসকদের

এ বিষয়ে বিজয়ী টিমের পরিচালক তথা চিকিৎসক প্রশান্ত মাহাতো বলেন , “আমরা এই ছেলেগুলিকে দীর্ঘদিন ধরে ট্রেনিং করাচ্ছি। আজকের এই সাফল্যে ভীষণই ভাল লাগছে। ‌ আগামী দিনে আরও বড় কিছুর আশায় থাকছি আমরা।” ‌

বিধানসভা নির্বাচনে জয়ের পর খেলা হবে দিবস পালনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিনটি উদযাপন করার জন্য ১৬ অগস্টের দিনটিকে বেছে নেওয়া হয়েছিল। এর মূল কারণ হল ১৯৮০ সালের ১৬ অগস্ট ইডেন গার্ডেন্সে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তাতেই ১৬ জনের মৃত্যু হয়েছিল।

এই আবহে সেই দিনটিকে ‘ফুটবল লাভার্স ডে’ হিসেবে পালন করা হয় ময়দানে। সেজন্য ১৬ অগস্টকে বেছে নেন মুখ্যমন্ত্রী। একুশের বিধানসভা নির্বাচনে এ খেলা হবে স্লোগান সকলের মনে দাগ কেটেছিল তাই জন্যই এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করে রাজ্য সরকার।

শমিষ্ঠা ব্যানার্জি