Tag Archives: Khela hobe Divas

Purulia News: আরও এক ‘খেলা হবে দিবস’! এমন সময়ে উদযাপনের কারণ জানলে অবাক হবেন

পুরুলিয়া: একুশের বিধানসভা নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগান আলোড়ন তুলেছিল। ‌ বিধানসভা নির্বাচনের বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার পর রাজ্য সরকার এই দিনটি খেলা হবে দিবস হিসাবে ঘোষণা করে। তার পর থেকেই রাজ্যের প্রতিটি জেলায় মহাসারম্বরে ‘খেলা হবে’ দিবস পালিত হয়ে আসছে।

জেলা পুরুলিয়াতেও এই দিনটি সারম্বরে পালিত হয়। জেলার বিভিন্ন ব্লকগুলির পাশাপাশি পুরুলিয়া শহরের এমএসএ ময়দানে এই দিন খেলা হবে দিবস উদযাপিত হল। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) আদিত্যবিক্রম মোহন ইরানি , জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালী সহ বহু বিশিষ্ট জনেরা।

আরও পড়ুন- সাবধান! সোশ্যাল মিডিয়ায় আরজি কর ধর্ষিতার ছবি-তথ্য পোস্ট করা যাবে না, কড়া নির্দেশ হাইকোর্টের

এই দিন পুরুলিয়া জেলা একাদশ আন্ডার ১৭ ও বঙ্গীয় সংস্কৃতিক গোষ্ঠীর মধ্যে হাড্ডাহাড্ডি ফুটবল প্রতিযোগিতা চলে। বৃষ্টি উপেক্ষা করেই দুটি দল লড়াই করে চলে। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ছিল এই খেলায়। ‌ এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পুরুলিয়া জেলা একাদশ আন্ডার ১৭  প্রতিযোগিতায় জয়লাভ করে।

এ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন , রাজ্য সরকারের অন্যতম একটি দিন হল খেলা হবে দিবস। ‌ এই দিনটি সর্বত্র পালিত হচ্ছে। জেলা পুরুলিয়ার বিভিন্ন ব্লক গুলিতেও এই দিনটি পালন করা হচ্ছে। ‌একই ভাবে পুরুলিয়া শহরের এমএসএ ময়দানে এই দিনটি পালিত হল। খুব সুস্থভাবে খেলার পরিচালনা করা হয়েছে। খেলোয়াড়রাও দুর্দান্ত খেলেছেন।‌

আরও পড়ুন- সিবিআই দায়িত্ব নেওয়ার ৪৮ ঘণ্টা পরও জট খুলল না! দাবি থেকে না সরার সিদ্ধান্ত আন্দোলনরত চিকিৎসকদের

এ বিষয়ে বিজয়ী টিমের পরিচালক তথা চিকিৎসক প্রশান্ত মাহাতো বলেন , “আমরা এই ছেলেগুলিকে দীর্ঘদিন ধরে ট্রেনিং করাচ্ছি। আজকের এই সাফল্যে ভীষণই ভাল লাগছে। ‌ আগামী দিনে আরও বড় কিছুর আশায় থাকছি আমরা।” ‌

বিধানসভা নির্বাচনে জয়ের পর খেলা হবে দিবস পালনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিনটি উদযাপন করার জন্য ১৬ অগস্টের দিনটিকে বেছে নেওয়া হয়েছিল। এর মূল কারণ হল ১৯৮০ সালের ১৬ অগস্ট ইডেন গার্ডেন্সে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তাতেই ১৬ জনের মৃত্যু হয়েছিল।

এই আবহে সেই দিনটিকে ‘ফুটবল লাভার্স ডে’ হিসেবে পালন করা হয় ময়দানে। সেজন্য ১৬ অগস্টকে বেছে নেন মুখ্যমন্ত্রী। একুশের বিধানসভা নির্বাচনে এ খেলা হবে স্লোগান সকলের মনে দাগ কেটেছিল তাই জন্যই এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করে রাজ্য সরকার।

শমিষ্ঠা ব্যানার্জি

Khela hobe divas: ‘খেলা হবে দিবস’ এবার জাঁকিয়ে! কত টাকা পাচ্ছে কোন কোন ক্লাব? জানাল নবান্ন

কলকাতা: ‘খেলা হবে দিবস’ পালনের জন্য রাজ্যে ১৫ হাজার টাকা করে দেবে ক্রীড়া দফতর। তবে এই টাকা কাদের দেওয়া হবে তাও নির্দিষ্ট করে দিয়েছে ক্রীড়া দফতর। ক্রীড়া দফতরের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে যে সমস্ত ক্লাব ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে বা পাবে, খেলা দিবস পালনের জন্য সেই সমস্ত ক্লাবগুলিকে দেওয়া হবে ১৫ হাজার টাকা।

রাজ্য সরকার আগামী ১৬ অগাস্ট ‘খেলা হবে দিবস’ পালনের জন্য জেলাশাসকদের চিঠি দিয়ে ছাত্র-যুব সহ আম জনতাকে খেলাধুলার এই কর্মসূচিতে যুক্ত করতে সব রকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যান সচিব। তিনি এ জন্য প্রতিটি জেলায় একজন অতিরিক্ত জেলাশাসক ও জেলা ইউথ অফিসার এবং সংশ্লিষ্ট আধিকারিকদের কমিটি গড়ে ‘খেলা হবে দিবস’ পালনের পরিকল্পনা তৈরি করতে বলেছেন বলেই নবান্ন সূত্রে খবর।

ক্রীড়া দফতর জানিয়েছে, রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পুরসভা, ৬ টি কর্পোরেশনেই এই কর্মসূচি রূপায়ণ করা হবে। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই পালিত হবে এই সরকারি কর্মসূচি।

আরও পড়ুন- বাবার সঙ্গে ফিরল না মেয়ে! ‘কলেজে যাচ্ছি’ বলে বেরিয়ে কোথায় গেল দুই বান্ধবী?

সব ক্লাবই ওই দিন ফুটবল সহ সব ধরনের খেলার আয়োজন করতে পারবে। প্রতিটি জায়গায় খেলা হবে দিবস পালনের অনুষ্ঠানে বিধায়ক, জেলা পরিষদ সভাধিপতি পঞ্চায়েত সমিতির সভাপতি,এসডিও, বিডিও, থানার ওসি, স্থানীয় ক্রীড়া সংগঠক-সহ এলাকার বিশিষ্টজনদের আমন্ত্রণ জানাতে হবে। এ ব্যাপারে একটা গাইড লাইন তৈরি করেছে ক্রীড়া দফতর। ক্রীড়া দফতরের তরফে জানানো হয়েছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন অনুমোদিত ক্লাবগুলিও ওই দিন ‘খেলা হবে দিবস’ পালন করবে। এর জন্য প্রত্যেকটি ইউনিটকেই ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।