শালী নদীর বাঁধ

Day Out Destination: একটা বিকেল এখানে থাকলে, আর বাড়ি ফিরতে ইচ্ছে করবে না! কোথায় এই জায়গা?

বাঁকুড়া জেলার ড্যাম বললে প্রথমেই ভেসে ওঠে কাঁসাই নদীর ওপর গড়ে ওঠা মুকুটমনিপুর ড্যামের কথা। সেদিক থেকে শালি নদীর ওপর গড়ে ওঠা গাংদুয়া ড্যাম অনেকটাই উপেক্ষিত।
বাঁকুড়া জেলার ড্যাম বললে প্রথমেই ভেসে ওঠে কাঁসাই নদীর ওপর গড়ে ওঠা মুকুটমনিপুর ড্যামের কথা। সেদিক থেকে শালি নদীর ওপর গড়ে ওঠা গাংদুয়া ড্যাম অনেকটাই উপেক্ষিত।
Shali Water Reservoir নামেও পরিচিত এই ড্যাম। দামোদরের উপনদী এই শালি নদী। মেজিয়া এবং বাঁকুড়ার মাঝামাঝি জায়গা থেকে উৎপত্তি হয়ে ইন্দাস থানার সোমসরে দামোদরের সঙ্গে মিলিত হয় বৃষ্টির জলে পুষ্ট এই শালি নদী।
Shali Water Reservoir নামেও পরিচিত এই ড্যাম। দামোদরের উপনদী এই শালি নদী। মেজিয়া এবং বাঁকুড়ার মাঝামাঝি জায়গা থেকে উৎপত্তি হয়ে ইন্দাস থানার সোমসরে দামোদরের সঙ্গে মিলিত হয় বৃষ্টির জলে পুষ্ট এই শালি নদী।
গাংদুয়া জলাধারের লকগেটের মাপ প্রায় ৫০ ফুট। ড্যামটি বাঁকুড়া শহর থেকে ২৮ কিলোমিটার দূরে অবস্থিত।
গাংদুয়া জলাধারের লকগেটের মাপ প্রায় ৫০ ফুট। ড্যামটি বাঁকুড়া শহর থেকে ২৮ কিলোমিটার দূরে অবস্থিত।
রয়েছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই পরিবেশে কাটাতেই পারেন একটি বিকেল।
রয়েছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই পরিবেশে কাটাতেই পারেন একটি বিকেল।
পুজোর আগে ঘুরে আসতে পারেনি জলাধার থেকে। মন ভালো হয়ে যাবে।
পুজোর আগে ঘুরে আসতে পারেনি জলাধার থেকে। মন ভালো হয়ে যাবে।
দেখা যায় অপূর্ব সূর্যাস্ত। শুশুনিয়া পাহাড় উপভোগ করতে পারবেন এই জলাধার থেকে।
দেখা যায় অপূর্ব সূর্যাস্ত। শুশুনিয়া পাহাড় উপভোগ করতে পারবেন এই জলাধার থেকে।