স্টেশনেই ঘটল অমানবিক কাণ্ড!

Death News: এক মুহূর্তে জীবনটা শেষ! কাঠফাটা গরমে প্ল্যাটফর্মেই মৃত্যু যাত্রীর! স্টেশনেই ঘটল অমানবিক কাণ্ড!

উত্তর ২৪ পরগনা: জেলায় জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে আগেই, হাওয়া অফিস জানাচ্ছে প্রখর দাবদাহ চলবে আরও বেশ কয়েকদিন। আর এই তাপপ্রবাহের মাঝেই এক অমানবিক ছবি ধরা পড়ল উত্তর ২৪ পরগনার বামনগাছি স্টেশনে।

অসুস্থ হয়ে ঘন্টা দেড়েক স্টেশনেই পড়ে রইলেন এক প্রৌঢ়। মনে করা হচ্ছে এই অস্বস্তিকর গরমের জেরেই মৃত্যু হয় ওই ব্যক্তির। সাহায্যের জন্য এগিয়ে এলেন না স্টেশনে থাকা অন্যান্য যাত্রী থেকে রেল কতৃপক্ষ কেউই। অবশেষে মৃত্যু হল অজ্ঞাত পরিচয় ওই প্রৌঢ়ের।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

এই চরম অমানবিকতার ছবি দেখল শিয়ালদহ বনগাঁ শাখার বামনগাছি। স্টেশনের দোকানদারেরা জানান, এদিন বনগাঁ মাঝেরহাট লোকালে অসুস্থতা বোধ করায় সহযাত্রীরা ওই ব্যক্তিকে বামনগাছি স্টেশনে নামিয়ে দেন। স্টেশনে নেমে একটি লাড্ডু ও জল খাওয়ার পরই তিনি শুয়ে পড়েন। প্রায় দেড় ঘন্টা এই গরমে স্টেশনে পড়ে থাকলেও রেল কতৃপক্ষ এমনকি কোনও ব্যক্তি তার সাহায্যে এগিয়ে আসেনি।

এমনকি স্থানীয় দোকানদাররাও ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনও উদ্যোগ নেননি বলেই অভিযোগ। স্টেশনে রেল কতৃপক্ষের এই চরম উদাসীনতার কারনেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির বলেই দাবি এলাকার মানুষের। পরে আরপিএফ এসে ওই প্রৌঢ়ের দেহ উদ্ধার করে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন। মৃত প্রৌঢ়ের নাম ঠিকানা এখনও জানা যায়নি। সোশ্যাল মিডিয়াতেও ইতিমধ্যে এই ঘটনার নিন্দা শুরু হয়েছে।

Rudra Narayan Roy