জাদেজার জায়গায় অক্ষর নাকি হুডা ? পাকিস্তানের বিরুদ্ধে আজ কাকে খেলাবে ভারত ?

#দুবাই: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে জয় পেলেও আজ দ্বিতীয় ম্যাচে প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে থাকবেন রিজওয়ানরা, সেটা বিলক্ষণ জেনে ভারত। তাই সেটা যাতে না হয় এবং স্কোরলাইন যাতে ভারতের পক্ষে ২-০ হয়, সেটাই চেষ্টা করবে টিম ম্যানেজমেন্ট। কিন্তু ভারতের মুশকিল বাড়িয়ে দিয়েছেন রবীন্দ্র জাদেজা। হাঁটুর চোট তাকে এশিয়া কাপ থেকে তো বটেই, এমনকি সম্ভবত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে দিয়েছে।

স্বাভাবিকভাবেই রবীন্দ্র জাদেজার না থাকা ভারতীয় দলের কাছে বড় ধাক্কা। কারণ প্রথম সাক্ষাতে পাকিস্তানের বিরুদ্ধে তাকে চার নম্বরে তুলে এনে সফল হয়েছিল ভারত। নির্ভরতা দিয়েছিলেন তিনি। কিন্তু এবার জাদেজার জায়গা নেবেন কে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন ভারতীয় শিবিরে। দুটো নাম ঘোরাফেরা করছে। প্রথমটা অক্ষর প্যাটেল, দ্বিতীয়টা দীপক হুদা।

ভারতীয় দল মনে করছে যেহেতু তারা উইকেট রক্ষক হিসেবে দীনেশ কার্তিককে খেলাচ্ছেন, তাই সুযোগ পাচ্ছেন না ঋষভ পন্থ। তাই এতদিন দলে একমাত্র বাহাতি ব্যাটসম্যান বলতে ছিলেন জাদেজা। কিন্তু তিনি ছিটকে যাওয়ার পর সেই জায়গায় সম্ভবত অক্ষর প্যাটেলকেই আজ খেলাতে পারে ভারত।

প্রথমত তিনিও বাঁহাতি স্পিনার। জাদেজার মত ব্যাটিংটা বাঁহাতি করেন। তাছাড়া পাকিস্তান দলের শাদাব খান এবং নামাজ দুজন স্পিন বোলার থাকায় দীপকের থেকে সুযোগ পাওয়ার ব্যাপারে এগিয়ে অক্ষর। কারণ দুই স্পিনারের বল তার ভেতর দিকে আসবে। ফলে শট খেলতে সুবিধা হবে।

প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর মনে করেন দীপক হুদা যথেষ্ট যোগ্য ব্যাটসম্যান। পাশাপাশি কাজ চালানোর মতো অফস্পিনার। কিন্তু বাঁহাতি জাদেজার পরিবর্ত হিসেবে বাঁহাতি ক্রিকেটারকেই খেলাবে ভারত। তাই আজ খেলার সম্ভাবনা বেশি অক্ষরের।

অক্ষর শেষ কয়েক মাসে তার বড় শট খেলার ক্ষমতা বাড়িয়েছেন। তিনিও নিজেকে অলরাউন্ডার হিসেবে ভাবতে পছন্দ করেন। তাই আজ পাকিস্তানের বিরুদ্ধে তার খেলার সম্ভাবনাই বেশি। শেষ মুহূর্তে যদি ভারত দীপক হুদার কথা বিবেচনা করে সেটা আলাদা।