Tag Archives: Deepak Hooda

Deepak Hooda’s Love Story: ৯ বছর ডেটিংয়ের পর অবশেষে বিয়ে, ক্রিকেটার দীপক হুডার প্রেম কাহিনি জেনে নিন

ভারতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার দীপক হুডা। আপাতত দলের বাইরেই রয়েছেন তিনি। আইসিসি টি২০ বিশ্বকাপের সময় আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন দীপক। বর্তমানে আবার তিনি সংবাদ শিরোনামে। যদিও ক্রিকেটের জন্য নয়, বরং জীবনের নতুন ইনিংস শুরু করার জন্যই তিনি চর্চার শিরোনামে উঠে এসেছেন। Photo Courtesy: Deepak Hooda/Instagram
ভারতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার দীপক হুডা। আপাতত দলের বাইরেই রয়েছেন তিনি। আইসিসি টি২০ বিশ্বকাপের সময় আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন দীপক। বর্তমানে আবার তিনি সংবাদ শিরোনামে। যদিও ক্রিকেটের জন্য নয়, বরং জীবনের নতুন ইনিংস শুরু করার জন্যই তিনি চর্চার শিরোনামে উঠে এসেছেন। Photo Courtesy: Deepak Hooda/Instagram
আসলে ৯ বছর সম্পর্কে থাকার পর হিমাচলের এক সুন্দরীকে বিয়ে করেছেন দীপক। নববধূর জন্য একটি লম্বা পোস্টও লিখেছেন এই ক্রিকেট তারকা। যদিও স্ত্রীর নাম প্রকাশ্যে আনেননি তিনি। গত সপ্তাহের ১৫ জুলাই হিমাচলের ওই সুন্দরী কন্যের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন দীপক। দীর্ঘ দিন ধরেই তাঁরা সম্পর্কে ছিলেন। Photo Courtesy: Deepak Hooda/Instagram
আসলে ৯ বছর সম্পর্কে থাকার পর হিমাচলের এক সুন্দরীকে বিয়ে করেছেন দীপক। নববধূর জন্য একটি লম্বা পোস্টও লিখেছেন এই ক্রিকেট তারকা। যদিও স্ত্রীর নাম প্রকাশ্যে আনেননি তিনি। গত সপ্তাহের ১৫ জুলাই হিমাচলের ওই সুন্দরী কন্যের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন দীপক। দীর্ঘ দিন ধরেই তাঁরা সম্পর্কে ছিলেন। Photo Courtesy: Deepak Hooda/Instagram
সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের ছবি পোস্ট করে নিজেদের ৯ বছরের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন দীপক। ঐতিহ্য রীতি মেনেই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পরিবারের সদস্য এবং কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধবই শুধুমাত্র এই বিবাহ অনুষ্ঠানে শামিল হয়েছিলেন। Photo Courtesy: Deepak Hooda/Instagram
সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের ছবি পোস্ট করে নিজেদের ৯ বছরের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন দীপক। ঐতিহ্য রীতি মেনেই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পরিবারের সদস্য এবং কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধবই শুধুমাত্র এই বিবাহ অনুষ্ঠানে শামিল হয়েছিলেন। Photo Courtesy: Deepak Hooda/Instagram
বিয়ের আসরে নববধূর সঙ্গে ছবি শেয়ার করে এক বিশেষ বার্তাও লিখেছেন ভারতীয় দলের অল-রাউন্ডার। Photo Courtesy: Deepak Hooda/Instagram
বিয়ের আসরে নববধূর সঙ্গে ছবি শেয়ার করে এক বিশেষ বার্তাও লিখেছেন ভারতীয় দলের অল-রাউন্ডার। Photo Courtesy: Deepak Hooda/Instagram
দীপক লিখেছেন, ‘‘৯ বছর অপেক্ষার পরে আমরা এই সুন্দর দিনে এসে পৌঁছেছি। আমাদের প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা স্বপ্ন এবং সমস্ত কিছুই আমাদের এই বিশেষ দিনে পৌঁছে দিয়েছে। আমরা একটু বেশি সময় একে অপরকে ধরে থাকলে অনুগ্রহ করে আমাদের ক্ষমা করে দেবেন। আমরা একটা গল্প বুনছি। যা শুধুমাত্র আমাদের হৃদয় শুনতে পাচ্ছে। আমরা যদি একে অপরের মধ্যে হারিয়ে যাই, দয়া করে আমাদের ক্ষমা করে দেবেন। কারণ কঠিন বাধাবিপত্তির মধ্যে দিয়েই আমরা একে অপরকে খুঁজে পেয়েছি।’’ Photo Courtesy: Deepak Hooda/Instagram
দীপক লিখেছেন, ‘‘৯ বছর অপেক্ষার পরে আমরা এই সুন্দর দিনে এসে পৌঁছেছি। আমাদের প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা স্বপ্ন এবং সমস্ত কিছুই আমাদের এই বিশেষ দিনে পৌঁছে দিয়েছে। আমরা একটু বেশি সময় একে অপরকে ধরে থাকলে অনুগ্রহ করে আমাদের ক্ষমা করে দেবেন। আমরা একটা গল্প বুনছি। যা শুধুমাত্র আমাদের হৃদয় শুনতে পাচ্ছে। আমরা যদি একে অপরের মধ্যে হারিয়ে যাই, দয়া করে আমাদের ক্ষমা করে দেবেন। কারণ কঠিন বাধাবিপত্তির মধ্যে দিয়েই আমরা একে অপরকে খুঁজে পেয়েছি।’’ Photo Courtesy: Deepak Hooda/Instagram
প্রসঙ্গত দীপক হুডার কেরিয়ার প্রসঙ্গে বলতে গেলে তিনি আইপিএল এবং ডোমেস্টিক ক্রিকেট দিয়েই সফর শুরু করেছেন। এরপর ২০২২ সালে ভারতের হয়ে খেলার সুযোগ আসে তাঁর সামনে। Photo Courtesy: Deepak Hooda/Instagram
প্রসঙ্গত দীপক হুডার কেরিয়ার প্রসঙ্গে বলতে গেলে তিনি আইপিএল এবং ডোমেস্টিক ক্রিকেট দিয়েই সফর শুরু করেছেন। এরপর ২০২২ সালে ভারতের হয়ে খেলার সুযোগ আসে তাঁর সামনে। Photo Courtesy: Deepak Hooda/Instagram
ভারতের হয়ে মোট ১০টি ওডিআই এবং ২১টি টি২০ ম্যাচ খেলেছেন এই অল-রাউন্ডার। ওডিআই-এ তাঁর সংগ্রহে রয়েছে ১৫৩ রান এবং টি২০ ইন্টারন্যাশনালে তাঁর সংগ্রহ ৩৬৮ রান। আইপিএল-এ লখনউ সুপারজায়ান্টসের হয়ে খেলেন দীপক। Photo Courtesy: Deepak Hooda/Instagram
ভারতের হয়ে মোট ১০টি ওডিআই এবং ২১টি টি২০ ম্যাচ খেলেছেন এই অল-রাউন্ডার। ওডিআই-এ তাঁর সংগ্রহে রয়েছে ১৫৩ রান এবং টি২০ ইন্টারন্যাশনালে তাঁর সংগ্রহ ৩৬৮ রান। আইপিএল-এ লখনউ সুপারজায়ান্টসের হয়ে খেলেন দীপক। Photo Courtesy: Deepak Hooda/Instagram

জাদেজার জায়গায় অক্ষর নাকি হুডা ? পাকিস্তানের বিরুদ্ধে আজ কাকে খেলাবে ভারত ?

#দুবাই: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে জয় পেলেও আজ দ্বিতীয় ম্যাচে প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে থাকবেন রিজওয়ানরা, সেটা বিলক্ষণ জেনে ভারত। তাই সেটা যাতে না হয় এবং স্কোরলাইন যাতে ভারতের পক্ষে ২-০ হয়, সেটাই চেষ্টা করবে টিম ম্যানেজমেন্ট। কিন্তু ভারতের মুশকিল বাড়িয়ে দিয়েছেন রবীন্দ্র জাদেজা। হাঁটুর চোট তাকে এশিয়া কাপ থেকে তো বটেই, এমনকি সম্ভবত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে দিয়েছে।

স্বাভাবিকভাবেই রবীন্দ্র জাদেজার না থাকা ভারতীয় দলের কাছে বড় ধাক্কা। কারণ প্রথম সাক্ষাতে পাকিস্তানের বিরুদ্ধে তাকে চার নম্বরে তুলে এনে সফল হয়েছিল ভারত। নির্ভরতা দিয়েছিলেন তিনি। কিন্তু এবার জাদেজার জায়গা নেবেন কে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন ভারতীয় শিবিরে। দুটো নাম ঘোরাফেরা করছে। প্রথমটা অক্ষর প্যাটেল, দ্বিতীয়টা দীপক হুদা।

ভারতীয় দল মনে করছে যেহেতু তারা উইকেট রক্ষক হিসেবে দীনেশ কার্তিককে খেলাচ্ছেন, তাই সুযোগ পাচ্ছেন না ঋষভ পন্থ। তাই এতদিন দলে একমাত্র বাহাতি ব্যাটসম্যান বলতে ছিলেন জাদেজা। কিন্তু তিনি ছিটকে যাওয়ার পর সেই জায়গায় সম্ভবত অক্ষর প্যাটেলকেই আজ খেলাতে পারে ভারত।

প্রথমত তিনিও বাঁহাতি স্পিনার। জাদেজার মত ব্যাটিংটা বাঁহাতি করেন। তাছাড়া পাকিস্তান দলের শাদাব খান এবং নামাজ দুজন স্পিন বোলার থাকায় দীপকের থেকে সুযোগ পাওয়ার ব্যাপারে এগিয়ে অক্ষর। কারণ দুই স্পিনারের বল তার ভেতর দিকে আসবে। ফলে শট খেলতে সুবিধা হবে।

প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর মনে করেন দীপক হুদা যথেষ্ট যোগ্য ব্যাটসম্যান। পাশাপাশি কাজ চালানোর মতো অফস্পিনার। কিন্তু বাঁহাতি জাদেজার পরিবর্ত হিসেবে বাঁহাতি ক্রিকেটারকেই খেলাবে ভারত। তাই আজ খেলার সম্ভাবনা বেশি অক্ষরের।

অক্ষর শেষ কয়েক মাসে তার বড় শট খেলার ক্ষমতা বাড়িয়েছেন। তিনিও নিজেকে অলরাউন্ডার হিসেবে ভাবতে পছন্দ করেন। তাই আজ পাকিস্তানের বিরুদ্ধে তার খেলার সম্ভাবনাই বেশি। শেষ মুহূর্তে যদি ভারত দীপক হুদার কথা বিবেচনা করে সেটা আলাদা।

Deepak Hooda : লম্বা রেসের ঘোড়া! বিশ্বকাপে হুদাকে বাদ দেওয়া মুশকিল, বলছেন ইরফান পাঠান

#মুম্বই: ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আয়ারল্যান্ডের মাটিতে ৯৯ রানের ইনিংস খেলেছিলেন মাস্টার ব্লাস্টার। মাত্র এক রানের জন্য শতরান হাতছাড়া করেছিলেন সচিন। এবার সচিনের সেই অধরা রেকর্ড ছুঁয়ে ফেললেন দীপক হুডা। শতরান করে আয়ারল্যান্ডের মাটিতে উড়িয়ে দিলেন রেকর্ডের নতুন ধ্বজা। ম্যাচের পর হুডা বলছিলেন, সত্যি বলতে, আমি আইপিএলে ভাল ছন্দে ছিলাম। এবং সেই একই পারফরম্যান্স ধরে রাখার চেষ্টা করেছি।

আরও পড়ুন – Danielle Wyatt : বয়সে অনেক বড় মহিলা ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন সচিন পুত্র অর্জুন! ভাইরাল ছবি

আমি আক্রমণাত্মক খেলতে পছন্দ করি এবং ইদানীং আমি উপরের অর্ডারে ব্যাট করার কারণে কিছুটা সময় পাচ্ছি। সঞ্জু আমার ছোটবেলার বন্ধু। ওর সঙ্গে ব্যাট করতে সব সময়ই উপভোগ করি। ভক্তদের ধন্যবাদ, আমাদের সমর্থন করার জন্য। তবে দীপক হুডা শুধু দ্বিতীয় ম্যাচেই নয়, সিরিজের প্রথম ম্যাচেও ওপেন করতে নেমে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন তিনি।

শতরান করলেন, সঙ্গে সচিন তেন্ডুলকরকে টপকে আয়ারল্যান্ডের মাটিতে নতুন ইতিহাস লিখলেন। ইরফান পাঠান অনেকদিন আগেই করেছিলেন এই ভবিষ্যৎবাণী। আধুনিক ক্রিকেটে বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে মিডল অর্ডারে একজন ভরসা করার মতো ব্যাটসম্যান প্রয়োজন ছিল ভারতের। দীপক হুদা সেই ভূমিকায় নিজেকে প্রমাণ করতে পারেন, জানিয়েছিলেন ইরফান।

ইরফান পাঠান দীপকের জীবনে বিরাট মোটিভেটেডরের কাজ করেছেন।  তার ব্যাটিং তাণ্ডবে বিপক্ষ বোলাররা খেই হারিয়ে ফেললেন। টাইমিং এবং শক্তি দুটোই দেখা গেল তার খেলায়। ভিভিএস লক্ষ্মণ বসে বসে উপভোগ করছিলেন। সেঞ্চুরি পূর্ণ করলেন দীপক হুদা। চতুর্থ ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।

এর আগে রোহিত শর্মা, কে এল রাহুল এবং সুরেশ রায়নার শতরান আছে টি টোয়েন্টিতে। ম্যাচ শেষে দীপক জানিয়েছেন তার আসল লক্ষ্য ভারতের জার্সিতে বিশ্বকাপ খেলা। টি টোয়েন্টি বিশ্বকাপে দেশের হয়ে খেলতে চান। তাই যখন সুযোগ আসবে নিজেকে উজাড় করে দেবেন। এখন দেখার আয়ারল্যান্ডে ধারাবাহিক পারফরম্যান্স তুলে ধরার পর ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে তার জায়গা হয় কিনা।

IND vs IRE : অনবদ্য শতরান দীপক হুদার, আইরিশদের বিপক্ষে ছুঁলেন রোহিত, রাহুলদের

ভারত – ২২৭/৭

#ম্যালহাইড: ইরফান পাঠান অনেকদিন আগেই করেছিলেন এই ভবিষ্যৎবাণী। আধুনিক ক্রিকেটে বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে মিডল অর্ডারে একজন ভরসা করার মতো ব্যাটসম্যান প্রয়োজন ছিল ভারতের। দীপক হুদা সেই ভূমিকায় নিজেকে প্রমাণ করতে পারেন, জানিয়েছিলেন ইরফান। ইরফান পাঠান দীপকের জীবনে বিরাট মোটিভেটেডরের কাজ করেছেন।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচেও ৪৭ রানের নট আউট ইনিংস খেলেছিলেন দীপক। আজ দ্বিতীয় ম্যাচে আবার জ্বলে উঠলেন তিনি। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি অর্ধশতরান করলেন। অবশ্য আগের দিনের মতো আজকে তিনি ওপেন করেননি। তিন নম্বরে নেমেছিলেন।

প্রথম কয়েকটা বল একটু মানিয়ে নিলেন। তারপর আক্রমণাত্মক মেজাজ তুলে ধরলেন। স্পিনার এবং মিডিয়াম পেসার কাউকে ছাড়লেন না। তার ব্যাটিং তাণ্ডবে বিপক্ষ বোলাররা খেই হারিয়ে ফেললেন। টাইমিং এবং শক্তি দুটোই দেখা গেল তার খেলায়। ভিভিএস লক্ষ্মণ বসে বসে উপভোগ করছিলেন।

অন্যদিকে সঞ্জু স্যামসনও নিজের অর্ধশত রান পূর্ণ করে ফেললেন। মাঠে উপস্থিত দর্শকদের দুজনে ভরপুর মনোরঞ্জন দিলেন। সঞ্জু যখন দেখলেন তার তুলনায় দীপকের টাইমিং বেশি ভাল হচ্ছে, তখন তাকে ছেড়ে দিলেন বড় শট খেলার জন্য। উইকেটের চারিদিকে অনায়াস দক্ষতায় শট খেলতে থাকলেন হুদা। যেন দেখে মনে হচ্ছিল ডেভিড বনাম গলিয়াথ খেলা হচ্ছে।

দুজনের পার্টনারশিপ হল ১৭০ রানের। শেষ পর্যন্ত সঞ্জু ৭৭ করে বোল্ড হলেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ৫৫ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করলেন দীপক হুদা। চতুর্থ ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। এর আগে রোহিত শর্মা, কে এল রাহুল এবং সুরেশ রায়নার শতরান আছে টি টোয়েন্টিতে।

GT vs LSG, 1st innings : শামি ঝড় সামলে পাল্টা হুদা, আয়ুশের ব্যাটে সম্মানজনক স্কোর লখনউয়ের

লখনউ সুপার জায়ান্ট – ১৫৮/৬

#মুম্বই: দুটো নতুন দল যখন মাঠে নামে, তখন খাতায় কলমে শক্তি দুর্বলতা যাই থাক না কেন, মাঠের সেটা খুব একটা পার্থক্য করে না। লখনউ সুপার জায়ান্ট এবং গুজরাত টাইটান্স দলের মধ্যে কোন দল ভাল করবে বোঝা সহজ ছিল না। কিন্তু বল হাতে মহম্মদ শামি যেভাবে ঝড় বইয়ে দিলেন, যেভাবে একের পর এক লখনউ ব্যাটসম্যানদের প্যাভিলিয়নে ফিরিয়ে দিলেন, তাতে সন্দেহ জেগেছিল লখনউ একশো রান পেরোতে পারবে কিনা।

ডাগ আউটে বসে গৌতম গম্ভীর চিন্তায় মাথার চুল ছিড়ছেন। কে এল রাহুল, কুইন্টন ডি কক, ইভিন লুইসরা ব্যর্থতা ছাড়া কিছু দিতে পারেনি। সেখানে তরুণ ক্রিকেটার আয়ুশ বাদনিকে সঙ্গে নিয়ে পাল্টা লড়াই শুরু করলেন দীপক হুদা। প্রথম দিকে সিঙ্গল, ডবল নিয়ে স্কোরবোর্ড চালু রাখলেন। তারপর বড় শট খেলতে দেখা গেল।

রশিদ খানকে পর্যন্ত রেয়াত করলেন না। অন্যদিকে আয়ুশ হার্দিক পান্ডিয়ার ওভারে বেশ কয়েকটি বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মারলেন। ধ্বংসস্তূপ থেকে ধীরে ধীরে উঠে দাঁড়াল লখনউ। দুজনে মিলে বুদ্ধি করে এগিয়ে নিয়ে যেতে থাকলেন দলের ইনিংস। দুরন্ত অর্ধশতরান করলেন দীপক হুদা।

ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপে মিডল অর্ডারে তিনি থাকবেন সেটা নিঃসন্দেহে বলা যায়। শেষ পর্যন্ত রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন দীপক (৫৫)। নামলেন ক্রুনাল পান্ডিয়া। অন্যদিকে বাচ্চা ছেলে আয়ুশ বাদোনি কিন্তু ভয় না পেয়ে লড়াই চালিয়ে গেলেন।

অভিজ্ঞ লকি ফার্গুসনকেও বাউন্ডারি মারলেন। দিল্লির এই ছেলেটি লম্বা রেসের ঘোড়া ইঙ্গিত দিয়ে গেলেন। অভিজ্ঞতা কম হলেও সাহস এবং নিজেকে পরিস্থিতি অনুযায়ী কিভাবে ব্যবহার করতে হয় দেখালেন আয়ুশ। অর্ধশত রান পূর্ণ করলেন। সুনীল গাভাসকার পর্যন্ত প্রশংসা করলেন তরুণ আয়ুশের।