তেনজিং এর প্রতিকৃতিতে মাল্যদান মেয়রের

Everest Day: এভারেস্ট-ডে তে তেনজিং নোরগেকে শ্রদ্ধা! মরণোত্তর ভারত রত্ন দেওয়ার দাবি এই শেরপাকে

শিলিগুড়ি: বিশ্বের প্রথম এভারেস্টজয়ী দ্বয়ের অন্যতম তেনজিং নোরগেকে মরণোত্তর ভারতরত্ন প্রদান করার দাবি উঠল শিলিগুড়িতে। ৭১ তম এভারেস্ট দিবসের দিন আবারও এই দাবি জোরাল হল। ১৯৫৩ সালে ২৯ মে এডমন্ড হিলারিকে নিয়ে প্রথম এভারেস্ট জয় করেছিলেন প্রথম ভারতীয় তেনজিং নোরগে শেরপা।

তারপর থেকে এই দিনটিকে এভারেস্ট ডে হিসেবে পালন করা হয় দেশ জুড়ে। হিমালয়ান নেচার এণ্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ) ও কর্পোরেশনের উদ্যোগে দিনটি পালিত হয়। শিলিগুড়ির শেরপা সম্প্রদায়ের শিল্পীরা নিজস্ব পোশাকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন এদিন।

আরও পড়ুন:নখই তাঁর তুলিকলম, নখের আঁচড়ে প্রতিকৃতি আঁকেন শিলিগুড়ির এই চিত্রশিল্পী

তারা তেনজিং এর মূর্তিতে খাদা পরিয়ে তারপর তাদের ট্র্যাডিশনাল গানও করেন। সমাজসেবী অনিমেষ বসু জানান,এভারেস্ট জয়ের দিনটিকেই তাঁর জন্মদিন হিসেবে তিনি মানতেন তাই আমরা কেক কেটেছি। তেনজিং নোরগে সারা পৃথিবীর মানুষের কাছে হিরো তথা আমাদের দেশের গর্ব।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

অনির্বাণ রায়