ম্যালেরিয়া ও ডেঙ্গি মশাবাহিত এই দুই রোগই বেশি হয় বর্ষার সময়ে। বর্ষার জমা জলে ম্যালেরিয়ার মশার বংশবৃদ্ধি হয়। অন্য দিকে, ডেঙ্গির মতো প্রাণঘাতী রোগেরও কারণ মশার কামড়।

Dengue: আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বাড়চ্ছে ডেঙ্গি! দুই জেলার দিকে বিশেষ নজর নবান্নের

হাওড়াঃ আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ডেঙ্গি নিয়ে চিন্তিত নবান্ন। স্পেশাল ড্রাইভ করার নির্দেশ স্বাস্থ্য দফতরের এই দুই জেলায়। কেন বাড়ছে ডেঙ্গি এই দুই জেলায় তা ইতিমধ্যেই চিহ্নিত করেছে স্বাস্থ্য দফতর। বিশেষভাবে এই দুই জেলায় পরিষ্কারের উপর বিশেষভাবে জোড় দেওয়ার নির্দেশ।

আরও পড়ুনঃ পঞ্চম দফার দিনেই ধাক্কা! ‘বিজেপির বিজ্ঞাপন’ দিতে নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্টের

পাশাপাশি অন্যান্য জেলা গুলোতেও বৃষ্টি আসার আগে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ নবান্নের। কোথায় কোথায় জল জমছে তা দেখে জল বের করার জন্য পুরসভাগুলোকে কাজে লাগানোর নির্দেশ। আলিপুরদুয়ার জেলার অন্যত্র ডেঙ্গি সেভাবে থাবা বসাতে না পারলেও কালচিনি ব্লকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, আলিপুরদুয়ার জেলায় ডেঙ্গি আক্রান্ত ৬৫ জন। এর মধ্যে কালচিনি ব্লকে আক্রান্ত ৫৪ জন।শুধু কালচিনি গ্ৰাম পঞ্চায়েতে আক্রান্ত ১৭ জন।হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন।আলিপুরদুয়ার জেলার ছয়টি ব্লকের মধ্যে কালচিনি ব্লকে ডেঙ্গির বাড় বাড়ন্তে চিন্তিত স্বাস্থ্য আধিকারিকরা।