মিয়াজাকি আম 

East Bardhaman News: লক্ষাধিক টাকা মূল্যের বিদেশি আম চাষ করেও, বিক্রির বাজার খুঁজে পাচ্ছেন না চাষি 

পূর্ব বর্ধমান: হিমসাগর, ল্যাঙড়া আমের পর এবার বিদেশি আম ফলছে পূর্ব বর্ধমানে। এবার বিদেশি আমের দেখা মিলল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। পূর্বস্থলীর দীপঙ্কর দত্তর নার্সারিতে ফলছে জাপানের মিয়াজাকি আম। বর্ধমানের পূর্বস্থলী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক নার্সারি। তারই মধ্যে রয়েছে দীপঙ্কর দত্তর নার্সারি। এবং এই নার্সারিতেই রয়েছে মিয়াজাকি আম। জানা গিয়েছে, ৬ টা গাছে প্রায় ৫০০ বেশি মিয়াজাকি আম ফলেছে। বিদেশি বাজারে এই মিয়াজাকি আম লক্ষাধিক টাকা কেজি।

তবে এখানে এই আমের চাষ করে সঠিক দাম পাচ্ছেন না দীপঙ্কর দত্ত। এই প্রসঙ্গে দীপঙ্কর দত্ত জানান, “এই আমের যে ন্যায্য মূল্য আছে সেই মূল্য আমরা পাচ্ছি না। নেটে দেখেছি দুই, আড়াই লক্ষ টাকা কেজি এই আম। কিন্তু কোথায় এত দামে বিক্রি হচ্ছে সেই মার্কেটটা আমরা খুঁজে পাচ্ছিনা।”ছাড়িগঙ্গার পাড়ে জাপানের মিয়াজাকি আমের বাগানও করেছেন দীপঙ্কর দত্ত। তবে শুধু আমের বাগান নয়। এখন এই মিয়াজাকি আমের চারাও পাওয়া যাচ্ছে তার নার্সারিতে। এমনিতেই এই আম খেতে অনেকটা মিষ্টি। এছাড়াও বিদেশি আম এবং দাম বেশি হওয়ার কারণে , মানুষের মধ্যেও এই মিয়াজাকি নিয়ে কৌতুহল রয়েছে অনেকটা। সেকারণে এখন অনেকে কৌতুহলের সঙ্গেই এই মিয়াজাকি আমের চারাও কিনে নিয়ে যাচ্ছেন। চারাগাছ কিনতে ভিড় জমাতে শুরু করেছেন বহু মানুষ।

আরও পড়ুন : আসামের ঐতিহ্যবাহী মেখলা শাড়ি তৈরি হচ্ছে বর্ধমানের পূর্বস্থলীতে, ফের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা তাঁতিদের

সেরকমই চারাগাছ কিনতে এসে গোঁসাই দাস মণ্ডল নামের এক ব্যক্তি বলেন, “আমার আমের বাগানে বহু প্রজাতির আম রয়েছে৷ তবে মিয়াঁজাকি প্রজাতির আমের গাছ নেই৷ তাই আমি এবার মিয়াঁজাকি আমের গাছের চারা কিনলাম৷ আশাকরি চার থেকে পাঁচ বছরের মধ্যে তার ফলন পাব। এছাড়াও শুনেছি এই আম নাকি খুবই সুস্বাদু। সেকারণেই আরও কিনলাম।” পূর্ব বর্ধমান জেলা রাজ্যের শস্য ভান্ডার নামে পরিচিত হলেও, এখন আম চাষও করে থাকেন এখানকার চাষিরা। পূর্বস্থলীর বিস্তীর্ণ এলাকাজুড়ে আম চাষ হয়ে থাকে। এখানকার আম বর্তমানে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যেও পাড়ি দেয়।

আরও পড়ুন : পূর্ব বর্ধমানের এই মন্দির জুড়ে কত ইতিহাস! বসে মেলাও, কী ভাবে যাবেন জেনে নিন

পূর্বস্থলীর আমের বরাবরের জন্যই বাজারে ভালো সুনাম রয়েছে। তবে এই মিয়াজাকি আম আরও কিছুটা সুনাম বৃদ্ধি করল পূর্বস্থলীর।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

তবে মিয়াজাকি আম ফললেও, সেই আমের সঠিক দাম পাচ্ছেন না নার্সারি মালিক।

বনোয়ারীলাল চৌধুরী