রাভা নৃত‍্য

Rabha Dance: কী পদ্ধতিতে কৃষিকাজ করেন রাভারা! জনপ্রিয় সেই নাচ দেখে মুগ্ধ পর্যটকরা

আলিপুরদুয়ার: প্রথম থেকেই রাভা জনজাতির মানুষেরা কর্মঠ। পরিশ্রম করে মাঠে ফসল ফলাতে তারাই পারেন। তাদের বংশ পরম্পরায় চলে আসা এই চাষের পদ্ধতি নাচ ও গানের মাধ্যমে বর্তমানে পর্যটকদের কাছে ফুটিয়ে তোলেন তারা। আলিপুরদুয়ার এক ব্লক এবং কালচিনি ব্লকে বেশি বসবাস রাভা জনজাতির মানুষদের। চিলাপাতা জলদাপাড়ায় জঙ্গল সাফারির সঙ্গে রাভাদের সাংস্কৃতিক নৃত্যও যোগ করা হয়েছে।

চিলাপাতা জলদাপাড়া মেন্দাবাড়ি এলাকায় ঘুরতে এলেই রাভা জনজাতির মানুষদের সংস্কৃতি চোখে পড়বেই। বাজারের থেকে কাপড় কিনে সেই কাপড় তারা পরিধান করেন না। নিজেদের বাড়ির তাঁত যন্ত্রে কাপড় বুনে তা পরিধান করেন তাঁরা। রাভাদের কাপড়, খাবার, নাচ-গান পর্যটকদের মন টানতে বাধ্য। তাদের চাষবাসের পুরনো প্রথা নাচের মাধ্যমে দেখিয়ে থাকেন তারা।

আরও পড়ুন:বর্ষা এলেই ডেঙ্গির চোখরাঙানি! আগে থেকেই জেনে রাখুন মশা থেকে বাঁচার উপায়

এই বিষয়ে নৃত্য দলের প্রধান মহেন্দ্র রাভা জানান,” আমরা রাভা জনজাতির মানুষেরা পরিশ্রম এবং সংগ্রামের মধ্য দিয়ে জীবন যাপন করি। তবুও আনন্দ রয়েছে আমাদের জীবনে। চাষবাসের সময়ও আমরা গান গেয়ে থাকি। সেই গান এখন পর্যটকদের শুনিয়ে থাকি আমরা।” জলদাপাড়া চিলাপাতা মেন্দা বাড়ি এলাকায় গেলে দেখা যায় বিকেলে এই রাভা নৃত্যের অনুষ্ঠান। সব থেকে জনপ্রিয় চাষবাসের নৃত্যনাট্যটি। রাভা পুরুষেরা গান করেন। নৃত্য পরিবেশন করেন রাভা মহিলারা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Annanya Dey