রাস্তা উপচে জল ডুকছে গ্রামে

Malda Flood Situation: ভয়াবহ বন্যা পরিস্থিতি ভুতনিতে! গঙ্গার জলস্তর বৃদ্ধি পেয়ে জলমগ্ন একাধিক গ্রাম

মালদহ: গঙ্গার জল হু হু করে ঢুকছে। গত কয়েকদিনে মানিকচকের ভুতনীর প্রায় ৮০ত শতাংশ গ্রাম বন্যা কবলিত। কোথাও কালভার্ট ভেঙেছে আবার কোথাও রাস্তার ওপর দিয়ে বইছে গঙ্গার জল। একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন ভুতনি চরের গ্রামগুলি। এমন পরিস্থিতিতে চরম বিপাকে বন্যা কবলিত এলাকার বাসিন্দারা। এমনকি ইতিমধ্যে জল ঢুকেছে ভূতনি থানায়। যোগাযোগ বিচ্ছিন্নর পাশাপাশি বিভিন্ন রকম পরিষেবা থেকেও বিছিন্ন হয়ে পড়েছে ভুতনির তিনটি গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ গ্রাম।

ইতিমধ্যে বিপদ সীমা ছাড়িয়ে এগোচ্ছে গঙ্গার জলস্তর। যার ফলে ভুতনিতে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। নতুন করে জলমগ্ন হয়েছে প্রায় আটটি গ্রাম। স্থানীয় বাসিন্দা অলোক মন্ডল বলেন, ক্রমশ বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। বর্তমানে প্রায় ৮০ শতাংশ গ্রাম জলমগ্ন। একাধিক রাস্তায় জলের তলায়। যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আরও পড়ুন:বইয়ের ডালি শহরের রাস্তায়! বই নিয়ে যান, আবার বাড়ি থেকে অন্য বই রেখেও যান, অভিনব উদ্যোগ

বন্যা কবলিত এলাকার বাসিন্দা ইসমাইল বলেন, একাধিক গ্রামের মানুষ সমস্যায় রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ এখনও দেওয়া হচ্ছে না। প্রশাসনের কাছে আমরা পর্যাপ্ত ত্রিপল ত্রাণের দাবি করছি। অন্যদিকে কালুটোনটোলা, পশ্চিম রতনপুরে বাঁধে আটকে থাকা প্রায় তিনশ পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার করে কেশরপুরের বাঁধে থাকার ব্যবস্থা করা হয়েছে। তাদের ত্রিপল এবং শুকনো খাবারের ব্যবস্থা করেছে প্রশাসন। পাশাপাশি বিদ্যুতের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানা গেছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

হরষিত সিংহ