কাঞ্চনের হয়ে কল্যাণকে জবাব দিলেন দেব?

Dev stands by Kanchan Mullick: গাড়ি থেকে নামিয়ে ছিলেন,সেই কাঞ্চনকে নিয়ে প্রচার করে কল্যাণকেই জবাব দিলেন দেব?

ঘাটাল: কয়েকদিন আগেই স্থানীয় মহিলাদের বিরূপ প্রতিক্রিয়ার অজুহাতে দলেরই বিধায়ক কাঞ্চন মল্লিককে নিজের গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷

ঘটনাচক্রে, কাঞ্চন যে এলাকার বিধায়ক, সেই উত্তরপাড়াও পড়ে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই৷ দলের বিধায়ককে নিয়ে কল্যাণের এই আচরণে তৃণমূলের অন্দরেই বিতর্ক তৈরি হয়৷ যদিও যে কাঞ্চন মল্লিককে নিয়ে আপত্তি ছিল কল্যাণের, তাঁকেই নিজের প্রচারে ডেকে নিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব৷ এ দিন ঘাটালে দেবের সঙ্গে প্রচারে অংশ নেন কাঞ্চন৷ দেব আগের থেকেও বেশি ভোটে জয়ী হবেন বলে দাবিও করেছেন কাঞ্চন৷

আরও পড়ুন: কলাইকুণ্ডা ৪৭ ডিগ্রি পার, ৫০ আর বেশি দূরে নয়! দক্ষিণবঙ্গ জুড়েই তীব্র তাপপ্রবাহ, ছোবল উত্তরেও

সম্প্রতি কাঞ্চন মল্লিক অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেছেন৷ এই বিয়ে নিয়ে সমাজমাধ্যম এবং জনমানসে চর্চা কম হয়নি৷ গত ২৫ এপ্রিল কাঞ্চন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী এবং বর্তমান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়েছিলেন৷ কিন্তু সবাইকে অবাক করে দিয়েই কাঞ্চনকে নিজের গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ৷ এই ঘটনায় দৃশ্যতই অপ্রস্তুত হয়ে পড়েন কাঞ্চন৷ পরে নিজের অবস্থানে অনড় থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি হননি আমি জানি না৷ এর আগেও ওনাকে নিয়ে প্রচারে বেরিয়েছিলাম৷ ওনাকে দেখে গ্রামের মহিলারা খুব বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন৷ আমাকে তো মানুষের মন বুঝতে হবে৷ আমি কোনও ব্যক্তি বিশেষের আনন্দ অথবা সুখের জন্য কোনও সমষ্টিকে কষ্ট দিতে পারব না৷’

এই ঘটনার পরই কাঞ্চনের সঙ্গে যোগাযোগ করেন দেব৷ ঘাটালে তাঁর হয়ে প্রচারে যাওয়ার জন্য কাঞ্চনকে আমন্ত্রণও জানান তিনি৷ সেই আবেদনে সাড়া দিয়েই মঙ্গলবার ঘাটালে যান কাঞ্চন৷ দেবের সঙ্গে দীর্ঘক্ষণ ঘুরে ঘুরে প্রচার সারেন তিনি৷ দেবের এই ব্যবহারে স্বভাবতই আপ্লুত কাঞ্চন৷ মঙ্গলবার প্রচার শেষে অভিনেতা এবং উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক বলেন, ‘দেব আমার ছোট ভাইয়ের মতো৷ দেবের চেহারা যেরকম, মনটা তার থেকে দশগুন বড়৷ আমি একজন তৃণমূল কর্মী, বিধায়ক হিসেবে চাইব ও যেন আরও আরও বিপুল ভোটে জয়লাভ করে৷’

সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম না করলেও দেব এ দিনও বুঝিয়ে দিয়েছেন, কাঞ্চন মল্লিকের সঙ্গে শ্রীরামপুরের সাংসদ যে আচরণ করেছেন তা তিনি সমর্থন করেন না৷ কাঞ্চনের সঙ্গে প্রচারের শেষ দেব বলেন, ‘আমি গোটা ঘটনাটা টিভিতে দেখেছি৷ আমার মনে হয়েছে, পুরো বিষয়টা যেভাবে হয়েছে, ঠিক হয়নি৷ একজন প্রার্থীর নিশ্চয়ই অধিকার আছে তাঁর গাড়িতে কে থাকবেন আর কে থাকবে না, তা ঠিক করার৷ কারণ দিনের শেষে ভোটটাই আসল বিষয়৷ আমার মনে হয়,কাঞ্চন মল্লিক যদি আমার প্রচারে থাকেন, তাহলে আমার ভোট বাড়বে৷’

এর আগে মিঠুন চক্রবর্তীর প্রতি তৃণমূল নেতাদের একাংশের কটূ মন্তব্য নিয়েও প্রকাশ্যেই আপত্তি জানিয়েছেন দেব৷ রাজনীতির জন্য তিনি যে সৌজন্য বিসর্জন দিতে পারবেন না, সেকথাও স্পষ্ট করে বলেছেন ঘাটালের তৃণমূল প্রার্থী৷ ঘটনাচক্রে কাঞ্চন মল্লিককে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে সমর্থন করে প্রকাশ্যেই বিবৃতি দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷ ফলে, কাঞ্চনকে নিজের প্রচারে ডেকে ফের একবার দেব যে দলের নেতাদের একাংশকেই বার্তা দিলেন, তা বলার অপেক্ষা রাখে না৷