Tag Archives: Fire Accident

Fire Accident: দমকল আসতে দেরি হচ্ছে! হঠাৎই আগুন লেগে গেলে নেভাবেন কীভাবে, প্রশিক্ষণ দেওয়া হল সিকিউরিটি কর্মীদের

উত্তর দিনাজপুর: কোথাও আগুন লাগলে যেমন দমকল বাহিনীর কর্মীরা দ্রুত গিয়ে আগুন আয়ত্বে আনার চেষ্টা করেন। কিন্তু সর্বদা সময় মতো ঘটনাস্থলে পৌঁছনো সম্ভব হয় না। দমকল বাহিনীর কর্মীদের অনুপস্থিতিতেও যাতে আগুন নেভানোর কাজ করতে পারে তার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সিকিউরিটি কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হল।

আরও পড়ুন: ৮৮ বছরে আবার বিয়ে ধর্মেন্দ্রর? পা পর্যন্ত লম্বা মালা গলায় বর্ষীয়ান অভিনেতার ছবি ভাইরাল!

অগ্নিকাণ্ডের ঘটনাকে ভয় না পেয়ে তার হাত থেকে কীভাবে প্রাথমিকভাবে বাঁচতে হবে এবং অগ্নিকাণ্ডের ঘটনায় কীভাবে মোকাবিলা করতে হবে এই সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হল সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতাল চত্বরগুলিতে। আচমকা হাসপাতালের মতো জরুরি প্রতিষ্ঠানে কিংবা অন্যত্র আগুন লাগার ঘটনা ঘটলে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে?

কোনও উপায়ে রোগী বা অন্য মানুষের প্রাণ বাঁচাতে হবে সে বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন দমকল বাহিনীর সদস্যরা। দমকল বাহিনীর সিনিয়ার এক্সিকিউটিভ সুব্রত ঘোষ বলেন, ”হাসপাতাল কিংবা অন্যান্য জরুরি পরিষেবায় আগুন লেগে গেলে সাধারণ মানুষকে দমকলের কর্মীদের উপর ভরসা না করে কর্মরত সিকিউরিটিরা কীভাবে আগেই আগুন নেভানোয় ঝাঁপিয়ে পড়তে পারে তার জন্য উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”

পিয়া গুপ্তা

Accident: চলন্ত গাড়িতেই আগুনে জ্বলে-পুড়ে সব শেষ! পুড়ে ছাই জীবন্ত মানুষ, ভোররাতে বর্ধমানে ভয়ঙ্কর ঘটনা

কাঁকসা: ভোররাতের রাস্তা তখন লরি, ডাম্পার আর ভারী পণ্যবাহী গাড়ি চালকদের দখলে। নিজের তালেই আসছিল একটি ডাম্পার। কিন্তু হঠাৎ যে এমন ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে, তা কেউ জানতেন না। ছোট্ট একটা দুর্ঘটনা। আর তাতে গাড়ির কেবিনে জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারালেন গাড়ির সহকারী। যে ঘটনা দেখে সেখানে উপস্থিত অন্যান্যরা রীতিমতো ভয় পেয়ে গিয়েছেন।

কীহয়েছিল? স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলছেন, একটি ডাম্পার বীরভূমের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল। সেই ডাম্পারটি কাঁকসার হাসপাতাল মোড়ের কাছে অন্য একটি গাড়ির পিছনে ধাক্কা মারে। তার ফলে সঙ্গে সঙ্গে ওই ডাম্পারটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়। যার খেসারত দিতে হয়েছে গাড়ির খালাসীকে। প্রাণ বাঁচানোর বিন্দুমাত্র সুযোগ তিনি পাননি।

আরও পড়ুন: কোন ওয়েবসাইটে মাধ্যমিকের ফল দেখবেন? মার্কশিট হাতে পাবেন কখন? এক ক্লিকে জানুন

স্থানীয়রা বলছেন, ওই ডাম্পারটি সামনের গাড়িতে ধাক্কা মারা মাত্রই, গাড়ির ইঞ্জিনে আগুন ধরে যায়। আর মুহূর্তের মধ্যে সেই আগুন গ্রাস করে নেয় চালকের সমগ্র কেবিনটিকে। ভোররাতের রাস্তায় দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। আর সেই আগুনে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে গাড়ির খালাসির। যদিও কোনওক্রমে চালক গাড়ি থেকে নামতে পেরেছিলেন। যার ফলে তিনি প্রাণে রক্ষা পেয়েছেন।

আরও পড়ুন: এই গরমে ডাল-ভাতই সেরা, মুগ-মুসুর ডাল মিশিয়ে খেলে কী হয়? কাদের জন্য ‘মহৌষধ’ হতে পারে জানুন

ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে ছুটে আসে দমকলের দু’টি ইঞ্জিন। ভোর চারটে নাগাদ এই দুর্ঘটনা হয়। দমকলের দু’টি ইঞ্জিন এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় গাড়ি আগুন নেভাতে সক্ষম হয়েছে। তবে এই ঘটনায় ওই ডাম্পার চালকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। অনেকেই বলছেন, রাতের রাস্তায় খালাসীর অপরিপক্ক হাতে এইভাবে গাড়ি ছেড়ে দেওয়ার কারণে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। যার ফলে এমনভাবে দিতে হচ্ছে প্রাণের খেসারত।

নয়ন ঘোষ

Fire Incident: ১০ দিনে ৩টি অগ্নিকাণ্ড! বিপুল ক্ষতি, সুন্দরবন এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের দাবি

বসিরহাট: গত ১০ দিনে ৩টি অগ্নিকাণ্ড, এলাকার ফায়ার ব্রিগেডের দাবি স্থানীয়দের। একের পর এক লাগাতার ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই প্রায় দোকান-সহ ১৪-১৫টি বাড়ি। বৈশাখের প্রথম দিনে সন্দেশখালির খুলনা গ্রাম পঞ্চায়েতের চৌমাথাতে পরপর চার চারটি দোকানঘরে আগুন লাগে।

আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় দোকানের একাধিক মালপত্র। গতকাল, মঙ্গলবার অগ্নিকাণ্ডের জেরে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হল পুরো বাড়ি। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের পুকুরিয়া এলাকায়। অগ্নিকাণ্ডের জেরে একসঙ্গে পুড়ল ছ’টি ঘর। আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় বাড়ির খাদ্যবস্তু, নগদ টাকা, আসবাবপত্র-সহ প্রয়োজনীয় নথি।

আরও পড়ুন: টানা এপ্রিল মাসই ভয়ঙ্কর দাবদাহ চলবে? উত্তরে স্বস্তির বৃষ্টি হলেও দক্ষিণের একাধিক জেলায় গরমের লাল সতর্কতা, সর্বশেষ ওয়েদার আপডেট!

বসিরহাট মহকুমার ফায়ার স্টেশন থেকে হিঙ্গলগঞ্জের সুন্দরবন এলাকায় দ্বীপ অঞ্চলের দূরত্ব প্রায়ই ৭০ কিলোমিটার। কালিতলা, যোগেশগঞ্জ, সাহেবখালি, দুলদুলি, গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতে এলাকাগুলিতে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। সেখানে পরপর এমন অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিস পরিষেবা পৌঁছানোর আগে আগুনে পুড়ে সব শেষ হয়ে যায়। সেজন্য সুন্দরবন এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এদিন হিঙ্গলগঞ্জের পুকুরিয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। উল্লেখ্য সন্দেশখালির আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ হিসাবে নজরে আসে রেখা পাত্র। তবে মানুষের সমস্যায় পাশে দাঁড়ানোর কথা ভুলছেন না তিনি। আগুনের লেলিহান শিখায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন রেখা। তাঁদের বাড়ির ভিতরে ঢুকে দেখলেন ক্ষয়ক্ষতির পরিমাণ। শুনলেন পরিবারের যন্ত্রণার কথা।

জুলফিকার মোল্যা

Fire Accident: ৪ ঘণ্টা ধরে দমকলের লড়াই তবুও দাউ দাউ করে জ্বলছে আগুন, দেখুন ভিডিও

হুগলি: বুধবার সাত সকালে ভয়বহ আগুন একটি ওষুধের গোডাউনে। আগুনে পুড়ে ছাই গোডাউনে মজুত সমস্ত ওষুধ। ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন। ঘটনাটি ঘটেছে ডানকুনির দিল্লি রোডের পাশে একটি ওষুধের গোডাউনে। দমকলের ১০ টি ইঞ্জিনের প্রচেষ্টায় ৪ ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চললেও এখনও পুরোপুরি আগুন নেভেনি। তবে ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

CPIM: গভীর রাতে ভয়াবহ আগুন সিপিএম কার্যালয়ে, অভিযোগের আঙুল তৃণমূলের বিরূদ্ধে!

বরানগরঃ সিপিআই কার্য‍্যালয়ে আগুন। সোমবার মধ‍্যরাতে ভয়াবহ আগুন লাগেসিপিএম এর বরানগর ২ নং এরিয়া অফিসে। প্রথমে, এক ফুড ডেলিভারি বয় দেখতে পায় সেই আগুন। তারপর আশেপাশের লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। গতকালে, লেনিনের ১৫৫তম জন্মদিন পালন হয় এই কার্য‍্যালয়ে। রাতের অন্ধকারে কমিটির কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। সিপিএমের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সুজন চক্রবর্তী এলেন ঘটনাস্থলে।

আরও পড়ুনঃ ‘টুম্পা সোনা’-র পর জামাল কুদু! ফের প্যারোডি গানে বিজেপি-তৃণমূলকে কটাক্ষ বামেদের

দমদম লোকসভার সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী বলেন, “এটা স্পষ্ট কারা করেছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কেরোসিন দিয়ে আগুন লাগিয়েছে। ওরা ভয় পেয়েছে, এই অঞ্চলে বামেদের শক্তিবৃদ্ধি দেখে। সামনে সিসিটিভি আছে, পুলিশ খুঁজে বের করুক প্রকৃত দোষীদের।”

বরানগর বিধানসভার সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য সরাসরি অভিযোগের আঙ্গুল তোলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুনাথ বিশ্বাসের দিকে। তিনি বলেন, “আগের দিন সুজন চক্রবর্তী আর আমার পাশে বিপুল জনসমর্থন দেখে ওরা ভয় পেয়েছে। এর বিরূদ্ধে ব্যবস্থা না নেওয়ায় হলে আমরা এর উত্তর দেব।”

Fire: দুপুর তিনটে, আসানসোলে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা! ফোন যেতেই এসে সবাই দেখলেন, সব শেষ!

আসানসোল: আসানসোলের রানিগঞ্জের সবজি মান্ডিতে আগুন। পরপর থাকা বহু সবজি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। রানিগঞ্জ থেকে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। জানা গিয়েছে, দুপুর বেলায় দুটো আড়াইটা নাগাদ বেশিরভাগ সবজি ওয়ালা বাড়ি চলে যান। তিনটে নাগাদ ফোন আসে যে সবজি মান্ডিতে আগুন লেগে গিয়েছে।

যতক্ষণে সেখানে পৌঁছন সকলে, দেখা যায় আগুন পুরো গ্রাস করে নিয়েছে বহু সবজিওয়ালার দোকান। কয়েক বছর আগে এই সবজি মন্ডিতে আগুন লেগেছিল রাত্রেবেলা। আবার এই ধরনের আগুন লাগায় বিশাল ক্ষতি হয়ে গেল ব্যবসায়ীদের। মাথায় হাত পড়ে গেছে সবজিওয়ালাদের।

আরও পড়ুন: কলকাতায় ভয়ঙ্কর দৃশ্য! বহুতলের ১৪ তলা থেকে কী পড়ল ওটা! কাছে যেতেই দেখা গেল, রক্তে মাখা যুবতী!

এদিকে, দুর্গাপুরের বিধান নগর এলাকার পাম্প হাউস মোরে বিজেপির অস্থায়ী দলীয় কার্যালয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ ভিত্তিহীন, পাল্টা দাবি তৃণমূলের।

জানা গিয়েছে, আগুনে পুড়ে ভস্মীভূত বিজেপির অস্থায়ী দলীয় কার্যালয়। বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দুর্গাপুরের বিধাননগরের পাম্প হাউস মোড়ের কাছে। আগুনে ভস্মীভূত বিজেপির পার্টি অফিস। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। ছুটে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ। আসেন বিজেপি কর্মীরাও।

Fire News: শিল্পনগরীতে গভীর রাতে ভয়াবহ আগুন! পুড়ে ছাই ১০-এর বেশি দোকান, লাখ টাকার ক্ষয়ক্ষতি 

হলদিয়া: রাতের অন্ধকারে বিধ্বংসী আগুনের কবলে শিল্পনগরী হলদিয়া। হলদিয়ার দুর্গাচক সুপার মার্কেটের সামনে ফুটপাতের উপর থাকা পরপর কয়েকটি দোকানে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হলদিয়া জুড়ে। হলদিয়া মেচেদা রাজ্য সড়কের পাশে সুপার মার্কেটের সামনে ফুটপাতে টাকা বেশ কয়েকটি দোকানে শুক্রবার রাতে সাড়ে ১১টার পর আগুন লাগে। স্থানীয় মানুষজন এবং দমকলের অনুমান শট সার্কিট থেকেই আগুন লাগে। শর্টকাট কিক থেকে প্রথম আগুন লাগে একটি দশকর্মা ভাণ্ডারে। আর সেখান থেকেই সারিবদ্ধভাবে পাশে থাকা দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

হলদিয়ার এই আগুনের ঘটনার প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়দের কাছ থেকে জানা যায়, দশকর্মা ভাণ্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে ফাস্টফুড, চা এবং কাপড়-সহ পরপর বেশ কয়েকটি দোকানে। ফাস্টফুড দোকানে গ্যাস সিলিন্ডার এবং ফ্রিজ ব্লাস্ট করায় আগুন আরও ভয়াবহ আকার নেয়। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। প্রায় দু’ঘণ্টারও বেশি সময় লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে। আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে দোকান ঘর এবং দোকানের ভিতরে থাকা জিনিসপত্র। এই ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডারে এখন ঢুকছে হাজার টাকা! ভোটের দিনে একী কাণ্ড ঘটালেন মহিলারা? বিরাট চমক

আরও পড়ুন: হাওড়া-বর্ধমান লাইনে চলবে কাজ! ট্রেন যাত্রীদের কি দুর্ভোগ বাড়বে? সবটা জেনে নিন

হলদিয়া শহরে রাতের এই বিধ্বংসী আগুনে সর্বস্বান্ত হয়ে যাওয়া ফাস্টফুড দোকানের মালিক চন্দন সাহু জানান,  দোকানে পরের দিনের জন্য মালপত্র মজুত করে রাত সাড়ে আটটার সময় বাড়ি যান। আর রাতে সাড়ে এগারোটার পর তার কাছে ফোন আসে তাদের লাইনে থাকা পরপর বেশ কয়েকটি দোকানে আগুন লেগেছে। এই আগুনের ঘটনায় তার দোকান পুরো ভস্মীভূত হয়েছে। দোকানের ফ্রিজ, গ্যাস, সিলিন্ডার বাসনপত্র সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। পুড়ে ছাই হওয়া একটি ফুল দোকানের মালিক জানান, প্রথম শটিসার্কিট থেকেই আগুনটি লাগে। তারপর আগুন ছড়িয়ে পড়ে পাশের খাবারের দোকানে সেখান থেকে গ্যাস সিলিন্ডার বাস করে আগুন ভয়াবহ রূপ নেয়। সমস্ত দোকান পুড়ে ছাই হয়েছে। অবশিষ্ট বলে কিছু নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক।

ক্ষতিগ্রস্ত দোকানদারদের দাবি, এই আগুনের ঘটনায় তারা সম্পূর্ণ নিঃস্ব হয়েছেন। প্রতিটি দোকানে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফুটপাতের উপর এই দোকানগুলি তাদের একমাত্র রুটি রোজকারের পথ ছিল। কিন্তু সেটুকু শুক্রবার রাতের আগুনে ধুলিস্যাৎ হয়েছে। পুনরায় যাতে তারা নতুনভাবে দোকান করতে পারেন, তার জন্য সরকারের কাছে আর্থিক সাহায্য প্রত্যাশা করেছেন।

সৈকত শী

Fire Accident: দাউ দাউ করে জ্বলে গেল ফার্ম, আগুনে ঝলসে গেল ১৩০০ মুরগি!

উত্তর ২৪ পরগনা: ফার্মে থাকাকালীন জ্যান্ত অবস্থায় আগুনে পুড়ে মৃত্যু হল ১৩০০ মুরগির বাচ্চার! আগুনের গ্রাসে পুড়ে ছাই হল গোটা পোল্ট্রি ফার্ম । বিপুল পরিমাণ ক্ষতির শিকার হলেন এক ব্যবসায়ী। জানা গিয়েছে, সোমবার গভীর রাতে ভয়াবহ আগুন লাগে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের পারকৃষ্ণচন্দ্রপুর এলাকায়। চোখের নিমেষে আগুন ছড়িয়ে পড়ে একটি মুরগির ফার্ম এ। প্রায় ১৩০০ বাচ্চা মুরগি সেই সময় ওই ঘরে রাখা ছিল বলেই দাবি ব্যবসায়ীর।

আরও পড়ুনঃ প্যাসেঞ্জার ট্রেন বাতিল! দেরিতে ছুটবে দূরপাল্লার ট্রেন! কোন কোন রুটে দ্রুত জেনে নিন

পাশাপাশি সেই ঘরেই রাখা ছিল মোটরসাইকেল, ফ্রিজ। সেগুলিও পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। আর এই ঘটনার জেরেই মানসিকভাবে ভেঙে পড়েন বাগদা থানার পারকৃষ্ণচন্দ্রপুরের মুরগি ব্যবসায়ী রবীন্দ্রনাথ মণ্ডল। প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেই জানান ফার্ম মালিক। যদিও রাতে ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হলে, তাঁরা আসতে দেরি করায় গোটা ফার্মটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রাই কোনরকমে আগুন নেভান বলেও জানা গিয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও, শর্ট সার্কিটের কারণে পোল্ট্রি ফার্মে আগুন লেগেছে বলেই প্রাথমিক ধারণা।

গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। এখন এলাকার আশপাশের অনেকেই আসছেন ভষ্মিভূত এই পোল্ট্রি ফার্ম দেখতে। তবে কিভাবে এই ক্ষতিপূরণ করবেন তা অবশ্য বুঝে উঠতে পারছেন না ফর্ম মালিক রবিন মন্ডল। স্থানীয় হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান স্বপন হাওলাদার ব্যবসায়ীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Rudra Narayan Roy

Fire Accident News: আগুনে পুড়ে ছাই চারটি বাড়ি! ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করলেন তৃণমূল প্রার্থী

পূর্ব বর্ধমান: রান্না করতে গিয়ে ঘটে গেল বিরাট কাণ্ড। রান্নার আগুন থেকে বড়সড় দুর্ঘটনা পূর্ব বর্ধমান জেলায়। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে একাধিক বাড়ি। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। বুধবার সকালে, একটি বাড়ির রান্না ঘরে রান্না করার সময় আগুন লেগে ঘটে এই বিপত্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বড়কোবলা এলাকায়। পূর্ব বর্ধমান জেলার পুর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের বড়কোবলা জেলে পাড়ার এই ঘটনায় মাথায় হাত ক্ষতিগ্রস্থদের। বড়কোবলা জেলে পাড়া এলাকার একটি বাড়িতে রান্না করার সময়, অসাবধানতা বশত আগুন লেগে যায়। প্রাথমিক অবস্থায়, বিষয়টি কারোর চোখে পড়েনি বলে মত স্থানীয়দের।

আরও পড়ুনঃ গ্যাস সিলিন্ডারের কাছে গেছিল ছোট্ট শিশু! তারপরের ঘটনা গায়ে কাঁটা দেওয়ার মতো

মুহূর্তের মধ্যেই এই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী একাধিক বাড়িতে। জ্বলন্ত আগুনের শিখা দেখে ছুটে আসে এলাকার মানুষজন। জ্বলন্ত আগুনের শিখায় পুড়ে ছাই হয় পরপর চারটি বাড়ি। সঞ্জয় প্রামাণিক নামের এক স্থানীয় বাসিন্দা জানায়, “সকাল নটার দিকে খবর পেয়ে এসে দেখি আগুন জ্বলছে। এলাকার লোকজনই বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। দমকল এসে আগুন নেভানোয় সাহায্য করে। সব পুড়ে গেছে।” ক্ষতিগ্রস্ত এই যুবক আরও জানিয়েছে, “বইখাতা জামা কাপড়-সহ প্রয়োজনীয় ডকুমেন্টস সব পুড়ে গেছে, কিছুই নেই।” অন্যদিকে সন্তোষ প্রামাণিক নামের এক ব্যক্তি জানায়, তাঁদের প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

আগুন জ্বলতে দেখে প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাই। যদিও তাতে আগুনের দাপট নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরবর্তীতে নবদ্বীপ দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন এসে, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অপর দিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। সেই সঙ্গে ক্ষতিগ্রস্থ এলাকায় উপস্থিত হন আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডঃ শর্মিলা সরকার। তিনি ভস্মীভূত এলাকা ঘুরে দেখার পাশাপাশি কথা বলেন স্থানীয় মানুষ ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে।

বনোয়ারীলাল চৌধুরী

Cooch Behar News : আচমকা রানওয়ে থেকে বেরোচ্ছে ধোঁয়া! চরম আতঙ্ক কোচবিহার বিমানবন্দরে

কোচবিহার: এদিন আচমকাই কোচবিহার বিমানবন্দরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিমান নামার কিছুক্ষণ আগে আগুন লাগার ঘটনায় রীতিমত শোরগোল শুরু হয়ে যায়। কোচবিহার বিমানবন্দরের রানওয়ে সংলগ্ন ঘাসের জঙ্গল থেকে প্রচুর ধোয়া বেরোতে দেখা যায়। এই ঘটনায় মুহূর্তেই বিমানবন্দরের বেশ অনেকটা এলাকা ঘন সাদা ধোঁয়ায় ঢেকে যায়। পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরে থাকা দমকলের ইঞ্জিন তড়িঘড়ি এসে উপস্থিত হয় যেখানে। বেশ কিছুক্ষণ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসা হয়।

আরও পড়ুনঃ ভেটকি না বাসা- কোনটা বেশি উপকারী? কীসে ওজন কমবে তাড়াতাড়ি? অবাক করা তথ‍্য

বিমানবন্দর এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, “বিমান নামার আগে একেবারে রানওয়ে ঘেঁসা ঘাসের জঙ্গল থেকে প্রচুর ধোয়া বেরোতে দেখেন স্থানীয়রা। মুহূর্তে প্রচুর মানুষ উপস্থিত হন বিমানবন্দরের প্রাচীরের বাইরে। তবে কীভাবে ওই আগুন লাগলো তা নিয়ে কৌতুহল ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে। যদিও পরে দেখা যায় দমকলের একটি ইঞ্জিন সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”

প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, ‘পাখি তাড়ানোর বাজি থেকে ওই আগুন লাগতে পারে ঘাসের মধ্যে। তবে পুরোপুরি নিশ্চিত নয় বিষয়টি। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে।’ তবে বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, “দমকলের তৎপরতায় আগুন সহজে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তারপর বিমান যথারীতি নির্বিঘ্নে কোচবিহার বিমানবন্দরে নেমেছে। এরপর আবারোও সময়মতো কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে বিমান।”

Sarthak Pandit