রোহিত শর্মার প্রশংসায় ভারতের তরুন উইকেটকিপার

Dhruv Jurel on Rohit Sharma: ক্যাপ্টেন রোহিত কেমন? ভারতের তরুণ উইকেটকিপার বললেন…

নয়াদিল্লি :  এই মুহুর্তে ভারতের ফার্স্ট চয়েজ উইকেটকিপার কে? তাতে ধ্রুব জুরেলের নাম এড়িয়ে যাওয়া কঠিন। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন তিনি৷ এবার সামনে বাংলাদেশ৷ ঋষভ পন্থ না জুরেল, ভারতের উইকেটকিপারের দায়িত্ব কে সামলাবেন সেটাই এখন প্রশ্ন৷ তবে যাই হোক না কেন, জুরেল এসব নিয়ে ভাবছেন না৷ বরং ক্যাপ্টেন রোহিত শর্মাকে নিয়ে মুখ খুললেন তিনি৷

ভারতীয় ক্রিকেটে ক্যাপ্টেন রোহিত শর্মা কেমন? প্রশ্ন উঠতেই তার উত্তর দিয়েছেন ভারতের তরুন উইকেটকিপার৷ তাঁর মতে, রোহিত মাঠে ব্যাটিং বা ফিল্ডিং করার সময় যতটা আক্রমণাত্মক, মাঠের বাইরে ততটা নয়৷ সেখানে তিনি বড় ভাই-এর মতোই তরুণ ক্রিকেটারদের সঙ্গে মেশেন, হাসি-ঠাট্টায় মেতে থাকেন৷ প্রয়োজনে গাইডও করেন৷

আরও পড়ুন : টিম ইন্ডিয়ার ওপেনিংয়ে হবে বদল? বাংলাদেশের বিরুদ্ধে কারা করবে ইনিংস শুরু

জুরেল সদ্য এক সাক্ষাকারে জানিয়েছেন, “রোহিত সিনিয়র ক্রিকেটারদের বদলে সরফরাজ বা জয়সওয়ালের বা আমার মতো তরুণ ক্রিকেটারদের বেশি সময় দেন৷ বারবার খোঁজ খবর নিতে থাকে৷ কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না সেই ব্যাপারেও জিজ্ঞাসা করেন বারবার৷ এরম নয় যে সবসময় সিরিয়াস আলোচনাই হয়, রোহিত মজাও করে আমাদের সঙ্গে৷”

ক্যাপ্টেন রোহিত শর্মা কেমন? জুরেলের কথায়, যে কোনও অধিনায়কই দেশের জার্সিতে নামলে সতীর্থদের থেকে একটাই জিনিস চান৷ একশো শতাংশ দায়বদ্ধতা৷ ভারতের তরুন উইকেটকিপার মনে করেন, এই ব্যাপারটায় অন্যায়ের কিছু নেই৷ কারণ, সব ক্যাপ্টেনই সতীর্থদের থেকে সেরাটা বের করে আনতে চান৷

আরও পড়ুন : ভাঙবে সচিনের রেকর্ড! বাংলাদেশের বিরুদ্ধে কোহলির সামনে একাধিক রেকর্ডের হাতছানি

জুরেল বলছিলেন, “আমাদের দেশে প্রতিভাবান ক্রিকেটারের সংখ্যা কম নেই৷ তবে দেশের হয়ে সবাই খেলার সুযোগ পায় না৷ রোহিত ভাই সেটাই আমাদের বোঝানোর চেষ্টা করেন৷ মাঠে কোনও পরিস্থিতিতেই হালকা থাকা যাবে না৷ সবসময় সতর্ক এবং ডেডিকেটেড থাকতে হবে৷ কারন, ও নিজেও সেরাটাই মাঠে দেয়৷ তবে একটা কথা ঠিক, সারাদিন যাই হোক না কেন, দিনের শেষে ক্যাপ্টেন রোহিতকে পাওয়া যাবে না৷ সে তখন আমাদের কাছে বড় ভাই-এর মতো আচরণ করে৷”

ঋষভ পন্থ ফিরে আসায় বাংলাদেশের বিরুদ্ধে জুরেলের প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম৷ তবে পন্থ যখন চোটে ভুগছিলেন, সেই সময় জুরেলের পারফরম্য়ান্স মনে রাখার মতো ছিল৷ তাই বাংলাদেশের বিরুদ্ধে শেষমেশ কার কপাল খোলে সেটাই এখন দেখার৷