পূর্ব বর্ধমান: বাংলাদেশ হোক বা আমেরিকা, বিভিন্ন বিদেশি গাছ এখন রাখতে পারবেন বাড়িতেই। শুরু হচ্ছে শীতের মরশুম। আর এই শীতকালে অনেকেই গাছের প্রতি বিশেষ ভাবে আকৃষ্ট হন। ফুল, ফল সহ নানান ধরনের গাছ লাগান অনেকেই। এমনও অনেকে আছেন যাঁদের গাছ সংগ্রহ করার শখ রয়েছে। কিন্তু অনেক সময় ইচ্ছা থাকলেও মনের মত গাছ পাওয়া যায় না। তবে এবার আর চিন্তার কোনও কারণ নেই। দেশ বিদেশের বিভিন্ন ধরনের গাছ পাওয়া যাবে বর্ধমানের একটি নার্সারিতে।
পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের কাছেই রয়েছে উপবন নার্সারি। নির্জন পরিবেশে বিরাট এলাকা জুড়ে রয়েছে এই নার্সারি। এখানে চাষ করার উপযুক্ত চারা গাছ, বিভিন্ন ধরনের ঔষধি গাছ, নানান ধরনের ফুল গাছ সহ প্রচুর বিদেশি গাছের চারাও পাওয়া যাবে। বাড়িতে ছাদ বাগান অথবা বড় বড় রিসর্ট সাজিয়ে তোলার জন্যও আকর্ষণীয় বিভিন্ন গাছ রয়েছে এই নার্সারিতে। এই বিষয়ে নার্সারির তরফে গোলাম মুরতাজা জানিয়েছেন, “ফল, ফুলের বিভিন্ন বিদেশি গাছ আমাদের এখানে রয়েছে। সব গাছই হবে স্বাস্থ্যবান। রিসর্ট, বাড়ি, বাগান সাজানোর জন্য প্রচুর গাছ রয়েছে। এখানে সবাই সব গাছ পাবে বলেই আশা করছি। কোনও গাছ না থাকলে আনিয়ে দেব।”
আরও পড়ুন: দীপাবলির আগে ব্যাপক চাহিদা, হু হু করে বিকোচ্ছে দ্বাদশ পড়ুয়ার তৈরি নতুন ধরনের প্রদীপের থালি
বাংলাদেশ , থাইল্যান্ড, পেরু , আমেরিকা, মিশর, ভিয়েতনাম সহ আরও বিভিন্ন দেশের গাছ রয়েছে বর্ধমানের এই নার্সারিতে। বিদেশি গাছের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফলের গাছ, এছাড়াও আকর্ষণীয় সব ফুল গাছের চারা। অনেকেই আছেন যাদের বাড়িতে বাগান বা ছাদ বাগান রয়েছে।
আরও পড়ুন: এই চাষ করে হতে পারেন লাভবান, সারাবছর হবে মোটা টাকা রোজগার
তাই তাঁরাও ইচ্ছা হলে বিদেশি গাছ দিয়ে নিজেদের বাগান সাজিয়ে তুলতে পারেন। আমেরিকা, মিশরের গাছ থাকবে আপনার বাড়ির বাগানে। তবে শুধু বিদেশি গাছ নয়, যেকোনও ধরনের গাছ এই নার্সারিতে পাওয়া যাবে। এবার শীতের মরশুমেও পেয়ে যাবেন আকর্ষণীয় বিভিন্ন গাছ।
বনোয়ারীলাল চৌধুরী