রাতের অন্ধকারে ভয়ঙ্কর কাণ্ড দিঘায়! এমনও হয়? ভিডিও দেখলে শিউরে উঠবেন!

Digha: রাতের অন্ধকারে ভয়ঙ্কর কাণ্ড দিঘায়! এমনও হয়? ভিডিও দেখলে শিউরে উঠবেন!

দিঘা: পুজোর মেজাজে দিঘা হঠাৎই অন্যরূপে ধরা পড়ল। অসময়ে দিঘার এই রূপে হতবাক দিঘায় আসা পর্যটক থেকে স্থানীয় ব্যবসাদারেরা। রাতে হঠাৎই জলোচ্ছ্বাস দিঘায়। বাঙালির প্রিয় বেড়ানোর জায়গা দিঘা। পুজোর ছুটি উপলক্ষে এই মুহূর্তে দিঘায় পর্যটকের ঢল নেমেছে। পুজোর ছুটির সময় দিঘায় এসে পর্যটকরা সাধারণত দিঘার এই রূপের সঙ্গে পরিচিত হন না। কিন্তু এবার পুজোর ছুটিতে দিঘার এই রূপের সঙ্গে সাক্ষী থাকল দিঘায় আসা অসংখ্য পর্যটক। রাতের দিঘার এই ভয়ঙ্কর রূপে মেতে ওঠে পর্যটকেরা।

আরও পড়ুন- পার্টিতে অচেনা ব্যক্তিকে ‘নির্দোষ’ চুম্বনের পর বিকট রোগে আক্রান্ত তরুণী! চৌপট হতে চলেছে তাঁর জীবন?

দামাল জলোচ্ছ্বাসে ভাসল রাতের দিঘা। রাতের ব্যাপক জলোচ্ছ্বাসে জলমগ্ন হয়ে পড়ে ওল্ড দিঘার সৈকত সরণি এলাকা। সকালের জোয়ারের সময় একদফা জলোচ্ছ্বাস হয়। এরপর বৃহস্পতিবার রাতে ফের উত্তাল হয়ে ওঠে সমুদ্র। একের পর এক পর দামাল ঢেউ এসে আছড়ে পড়তে থাকে গার্ডওয়ালের ওপর। আর তাতেই জল থই থই পরিস্থিতির সৃষ্টি হয় ওল্ড দিঘা জুড়ে। ওল্ড দিঘার রাজবাড়ি কমপ্লেক্স লাগোয়া কালী মন্দির প্রাঙ্গণ পর্যন্ত জল চলে আসে। জলের তলায় চলে যায় যান চলাচলের মূল সড়কও। হঠাৎই রাতের তীব্র জলোচ্ছ্বাসে জলমগ্ন হয়ে যাওয়ায় স্থানীয় দোকানদাররা কম বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন। রাতে সমুদ্রের দামাল রূপ দেখে আনন্দে আত্নহারা হয়ে ওঠেন সমুদ্রবিলাসে ভিড় জমানো পর্যটকেরা।

আরও পড়ুন- অতিরিক্ত ঘাম হচ্ছে? কোন ভিটামিনের ঘাটতি শরীরে, জানলে চমকাবেন! বড় ক্ষতির আশঙ্কা আছে কি?

পূর্ণিমা কোটাল সহ প্রতিকূল আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকবে বলে আগেই সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিল হাওয়া অফিস। তবে দিঘায় স্থানীয় প্রশাসনের তরফে তেমন কোনও সতর্কতা জারি করা হয়নি। সকালের জলোচ্ছ্বাস মিনিট কুড়ি মতো জারি ছিল। সে সময় আকাশ মেঘলা থাকলেও দুপুরের পর মেঘ ফাটা আকাশে সূর্যের উঁকিঝুঁকি লক্ষ্য করা যায়। তারপর বেশ শান্ত ছিল সমুদ্র। কিন্তু রাতে আবার দামাল সমুদ্রের ভয়ঙ্কর রূপের সাক্ষী থাকল দিঘার পর্যটক থেকে স্থানীয় দোকানদারেরা।

বৃহস্পতিবার সন্ধে ৬ টার পর থেকে ফের উত্তাল হতে শুরু করে সমুদ্র। এরপর সাড়ে ১০:৩০ মিনিট পর্যন্ত জোয়ারের সঙ্গে চলতে থাকে প্রবল জলোচ্ছ্বাস। সমুদ্রের বড় বড় ঢেউ আছড়ে পড়ে গার্ডওয়াল টপকে সৈকত সরণীতে। আর তাতেই জল থইথই পরিস্থিতি হয় সৈকত সরণি জুড়ে। তীব্র জলোচ্ছ্বাসে পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সৈকত সরণিতে পুলিশি তৎপরতা লক্ষ্য করা যায়। পুলিশের বাধায় সৈকত সরণি ছেড়ে যেতে বাধ্য হন পর্যটকরা। স্থানীয় দোকানগুলিতে ভিড় বেড়ে যায়। হাটুসমান জলে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে দোকান সামলাতে গিয়ে নাস্তানাবুদ হতে হয় দোকানদারদের। অক্টোবরের এই রাতের জলোচ্ছ্বাস কিছুটা ক্ষতি করেছে সৈকত সরণীর দোকানদারদের। এই তীব্র জলোচ্ছ্বাস দেখে মাতোয়ারা হয় পর্যটকেরা।

সৈকত শী