দিঘায় পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্যের নেতৃত্বে টহলদারি 

Travel: দিঘা থেকে মন্দারমনি, রাতেও সমুদ্র তীরে ঘুরে বেড়ান নিশ্চিন্তে! নিরাপত্তায় বাড়তি উদ্যোগ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের

দিঘা: পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন সমুদ্র সৈকতে রাতের দিকে নিরাপত্তার বাড়তি উদ্যোগ নেওয়া হল। সমুদ্র শহর দিঘা ও সংলগ্ন তাজপুর, মন্দারমণি ও শঙ্করপুর, শৌলার মতো পর্যটন কেন্দ্রগুলিতে অপরাধ প্রতিরোধ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৎপর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। লক্ষ্য পর্যটকদের সুরক্ষা বজায় রাখা।

পর্যটকরা যাতে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে তাঁদের পছন্দ মত স্থানগুলিতে ঘুরে বেড়াতে পারেন তা নিশ্চিত করা। মহিলা সুরক্ষায় বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত উইনার্স টিমকে আগেই নিযুক্ত করা হয়েছিল সংশ্লিষ্ট পর্যটনকেন্দ্রগুলিতে। স্থানীয় থানার পুলিশের টহলও থাকে নিয়মিত। তার বাইরে এবার থেকে সৈকতে সৈকতে নিরাপত্তা ব্যবস্থার তদারকি করবেন পুলিশের শীর্ষ আধিকারিকরা।

আরও পড়ুন: জিন্স প‍্যান্টে কেন থাকে এই ‘ছোট্ট পকেট’? রোজই পরেন, তাও ৯৯% লোকজনই জানেন না, আসল কারণ শুনলে চমকে যাবেন

কাজের ফাঁকে বেড়াতে যাওয়ার ইচ্ছে জাগলেই বাঙালির প্রথম যে নামটা মাথায় আসে তা হল দিঘা। কম খরচে সমুদ্রের মজা উপভোগ করতে আসেন কাছের দিঘায়। দিঘা বাঙালির কাছে গোয়া। বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত দিঘা শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই নয়, বিনোদনের পশরা সাজিয়ে বর্তমানে এখন আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র।

দিঘার এই রূপের টানেই প্রায়ই পর্যটকদের ভিড়ে জমজমাট থাকে। পাশাপাশি নির্জনতার খোঁজে অনেকেই আসেন তাজপুর, মন্দারমণি, শৌলা কিংবা শঙ্করপুরে। দিঘায় এসে দালালদের খপ্পরে পড়ে অনেক সময় বাড়তি টাকা খরচ হয়ে যায় পর্যটকদের। প্রশ্ন ওঠে পর্যটক নিরাপত্তা নিয়েও।

দিঘা-সহ জেলার অন্যান্য সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তা আঁটোসাঁটো করার লক্ষ্যে পুলিশি ব্যবস্থায় জোর দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পর্যটকদের সুরক্ষায় বিভিন্ন সৈকতে থানাগুলির টহলদারির পাশাপাশি এবার সৈকতে সৈকতে নিরাপত্তা ব্যবস্থার তদারকি করবেন পুলিশের শীর্ষ আধিকারিকেরা।

আরও পড়ুন: বলুন তো কোন প্রাণী চোখ বন্ধ করেও দিব‍্যি সব দেখতে পায়? নামটা খুব চেনা, চার পায়ে হাঁটে, ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

এ বিষয়ে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান, ‘‘রাতের বেলা কিংবা বিভিন্ন সময়ে পুলিশের শীর্ষ অধিকারিকরা সৈকতে বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলিতে টহল দেবেন। নিরাপত্তা ব্যবস্তার তদারকি করবেন। পর্যটকদের সুরক্ষায় যথেষ্ট গুরত্ব দেওয়া হচ্ছে।’’

প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘা ও মন্দারমনির পাশাপাশি বেশ কিছু নির্জন সমুদ্র সৈকত বর্তমানে পর্যটকদের মন কেড়েছে। বেড়াতে এসে পর্যটকদের স্বচ্ছন্দে ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগ করতে পারে তার জন্য জেলা পুলিশের এই উদ্যোগ। জেলা পুলিশের এই বিশেষ উদ্যোগে রাতের সময় নিরাপদে পর্যটকেরা সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানোর মজা উপভোগ করতে পারবেন।

সৈকত শী