বুনো হাতি 

Alipurduar News: গভীর রাতে হঠাত্‍ হানা! বাড়িঘর থেকে দোকান, ক্ষতিগ্রস্থ একাধিক, দাঁতালের তাণ্ডবে অতিষ্ট এলাকাবাসী

আলিপুরদুয়ার: ডুয়ার্সের চা বলয়ে হাতির হানা অব্যাহত। বুনো হাতির হানায় অতিষ্ট চা বলয়ের বাসিন্দারা। চুয়াপাড়া বাগানে ঘটলো হাতির হানা।গতকাল গভীর রাত ও আজ ভোর সকালে ফের ডুয়ার্সের চুয়াপাড়া চা বাগানে বুনো হাতির হানার ঘটনা ঘটে।

বুনো হাতি চুয়াপাড়া চা বাগানের নয় নম্বর লাইনে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায়। এলাকার দুটি দোকান ঘর ও একটি বাড়ি ক্ষতিগ্ৰস্ত করে বুনো হাতি। এলাকার বাসিন্দারা জানান গতকাল গভীর রাতে বক্সা জঙ্গল থেকে বুনো হাতি বেরিয়ে লোকালয়ে প্রবেশ করে।

আরও পড়ুন: জিন্স প‍্যান্টে কেন থাকে এই ‘ছোট্ট পকেট’? রোজই পরেন, তাও ৯৯% লোকজনই জানেন না, আসল কারণ শুনলে চমকে যাবেন

চুয়াপাড়া চা বাগানের বিকি ওরাঁও এর দোকানে হানা দেয় হাতিটি। দোকান ঘর ক্ষতিগ্ৰস্থ করে। পরবর্তীতে সুমিত্রা ওরাঁও -এর দোকানে হানা দেয় এবং গঙ্গা মাহালির বাড়িতে হানা দেয় এবং তার ঘড় ক্ষতিগ্ৰস্ত করে।

আরও পড়ুন:  বলুন তো কোন প্রাণী চোখ বন্ধ করেও দিব‍্যি সব দেখতে পায়? নামটা খুব চেনা, চার পায়ে হাঁটে, ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

বনদফতরে বিষয়গুলি জানানো হয়েছে বলে এলাকাবাসীরা জানিয়েছেন। একটি বুনো হাতি এলাকায় প্রবেশ করছে বারবার বলে অভিযোগ।
Annanya Dey