দক্ষিণবঙ্গ, পূর্ব মেদিনীপুর Digha: দিঘার সমুদ্রে দানবীয়…! ছুটে এল কাতারে কাতারে মানুষ, ভয়ঙ্কর দৃশ্য দেখলে আঁতকে উঠবেন আপনিও Gallery October 17, 2024 Bangla Digital Desk কোজাগরী পূর্ণিমার ভরা কোটালে উত্তাল সমুদ্র। দিঘায় তীব্র জলোচ্ছ্বাস। আনন্দে মাতোয়ারা পর্যটকেরা। দিঘায় এদিন জোয়ারের সময় প্রবল জলোচ্ছ্বাস লক্ষ্য করা গেল। দানবীয় ঢেউ আছড়ে পড়ছে দিঘার সৈকত সরণীতে। আর জলোচ্ছ্বাসে ভিজে আনন্দে আত্মহারা পর্যটকেরা। জেলা তথা রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘা বর্ষা সব ঋতুতেই সমান জনপ্রিয় পর্যটকদের কাছে। সমুদ্রের মাতাল করার জলোচ্ছ্বাস পর্যটকদের আরও বেশি আকর্ষিত করছে। হওয়ায় জোয়ারের সময় ফুলে ফেঁপে উঠছে সমুদ্রের জল। আর বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে দিঘা সৈকত সরণীর গার্ড ওয়ালে। সৈকত সরণীতে দাঁড়িয়ে পর্যটকেরা সমুদ্র স্নানের মজা নিল আত্মীয়-পরিজন বন্ধুদের সঙ্গে। পূর্ণিমার ভরা কোটালে বইছে হাওয়া। হওয়ায় ফুলে ফেঁপে উঠছে সমুদ্রের জল। আর বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে দিঘা সৈকত সরণীর গার্ডওয়াল টপকে সৈকত সরণীতে। পুজোর ছুটি উপলক্ষে দিঘায় পর্যটকের ভিড় বাড়ছে। টানা পুজোর ছুটির কারণে দিঘায় পর্যটকের তিল ধরনের স্থান নেই। আর পুজোর ছুটিতে বেড়াতে এসে পর্যটকদের বাড়তি পাওনা হয়ে রইল অসময়ে দিঘার সমুদ্রের ভয়ঙ্কর রূপ! এদিন সকালে জোয়ারের সময় হাওয়ায় ফুলে ওঠে সমুদ্রের জল। সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের সমুদ্রে নামতে বাধা দেয়পুলিশ প্রশাসন। সৈকত সরণীতে মোতায়ন করা হয় নুলিয়া ও পুলিশ। উত্তাল সমুদ্রের নামতে না পারলেও পর্যটকদের মনে বিন্দুমাত্র আক্ষেপ নেই জলোচ্ছ্বাসের কারণে। সমুদ্রের জলোচ্ছ্বাস বর্ষাকালে দিঘায় পর্যটকদের আরও বেশি আকর্ষণীয় করে তোলে। সমুদ্রের এই ভয়ঙ্কর সুন্দর রূপে মজে ওঠে পর্যটকেরা। সমুদ্রের এই ভয়ঙ্কর রূপ দেখতে সৈকত সরণীতে হাজির হয় পর্যটকেরা। কিন্তু অক্টোবর মাসে দিঘায় সাধারণত পূর্ণিমা বা অমাবস্যার কোটালে জলোচ্ছ্বাস দেখা যায় না। ১৭ অক্টোবর বৃহস্পতিবার কোজাগরী পূর্ণিমার ভরা কোটালে জোয়ারের সময় উত্তাল সমুদ্র। দানবীয় ঢেউ গার্ড ওয়াল টপকে আছড়ে পড়ে সৈকত সরণীতে। উত্তাল সমুদ্রে নেমে সমুদ্র স্নানের মজা না নিতে পারলেও জলোচ্ছ্বাসের বড় বড় ঢেউয়ের ঝাপটায় সমুদ্র স্নানের তারিয়ে তারিয়ে উপভোগ করল পর্যটকেরা। দিঘায় আসা পর্যটকেরা জানিয়েছেন, সমুদ্রের ভয়ঙ্কর সুন্দর রূপ তাদের আকৃষ্ট করেছে। জলোচ্ছ্বাসের ঝাপটায় সকালবেলা সমুদ্র স্নানের মজা নিয়ে খুশি পর্যটকেরা। শরৎকালে দিঘার এই ভয়ঙ্কর সুন্দর রূপে মজে উঠেছে পর্যটকেরা। পুজোর ছুটিতে দিঘায় আসা পর্যটকেরা শুধু সমুদ্রদর্শন নয় তার সঙ্গে বাড়তি মজা তীব্র জলোচ্ছ্বাস তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। বৃহস্পতিবার সকালে সেই দৃশ্য ধরা পড়ল ওল্ড দিঘা থেকে নিউ দিঘা সৈকত সরণীতে।