Digha: দিঘা-মন্দারমনি-তাজপুর যাবেন? আজ থেকেই সব হোটেলে নিয়ম বদল, বিরাট ফাঁসবেন না জানলে

*দিঘা, মন্দারমনি, তাজপুর-সহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে চালু হল অতিথি পোর্টাল। অপরাধ দমন-সহ নিরাপত্তা জোরদার করতেই আনুষ্ঠানিক ভাবে সূচনা ‘অতিথি’ পোর্টালের।
*দিঘা, মন্দারমনি, তাজপুর-সহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে চালু হল অতিথি পোর্টাল। অপরাধ দমন-সহ নিরাপত্তা জোরদার করতেই আনুষ্ঠানিক ভাবে সূচনা ‘অতিথি’ পোর্টালের।
*বাঙালির সপ্তাহান্তের ছুটি কাটানোর জন্য সবচেয়ে পছন্দের জায়গা দিঘা, তাজপুর, মন্দারমনি! কিন্তু শেষ কয়েক বছরে এই সমুদ্র পর্যটন কেন্দ্রগুলিতে বাড়ছে অপরাধের সংখ্যা।
*বাঙালির সপ্তাহান্তের ছুটি কাটানোর জন্য সবচেয়ে পছন্দের জায়গা দিঘা, তাজপুর, মন্দারমনি! কিন্তু শেষ কয়েক বছরে এই সমুদ্র পর্যটন কেন্দ্রগুলিতে বাড়ছে অপরাধের সংখ্যা।
*হোটেলের রুম থেকে যুবক-যুবতীর দেহ উদ্ধার হচ্ছে। আবার সৈকতের ধারে বেড়ে উঠছে রঙিন ব্যবসার প্রবণতাও। মাঝেমধ্যেই পুলিশ রেইড চালিয়ে মধুচক্র থেকে একাধিক যুবক-যুবতীকে গ্রেফতার করেছে। এই ধরনের প্রবণতা রোখার ক্ষেত্রে কড়া পদক্ষেপ করছে পুলিশ।
*হোটেলের রুম থেকে যুবক-যুবতীর দেহ উদ্ধার হচ্ছে। আবার সৈকতের ধারে বেড়ে উঠছে রঙিন ব্যবসার প্রবণতাও। মাঝেমধ্যেই পুলিশ রেইড চালিয়ে মধুচক্র থেকে একাধিক যুবক-যুবতীকে গ্রেফতার করেছে। এই ধরনের প্রবণতা রোখার ক্ষেত্রে কড়া পদক্ষেপ করছে পুলিশ।
*সম্প্রতি অতীতে দিঘা, মন্দারমনি, তাজপুরে বেশ কয়েকবার এই ধরনের ঘটনা ঘটেছে। এমনকি সমুদ্র সৈকতের ধার থেকে উদ্ধার হয়েছে যুবতীর নগ্নদেহ। তাই সৈকত নগরীতে অপরাধ দমনে পর্যটকদের তথ্য নিজেদের নজরে রাখার চেষ্টা করছে জেলা পুলিশ।
*সম্প্রতি অতীতে দিঘা, মন্দারমনি, তাজপুরে বেশ কয়েকবার এই ধরনের ঘটনা ঘটেছে। এমনকি সমুদ্র সৈকতের ধার থেকে উদ্ধার হয়েছে যুবতীর নগ্নদেহ। তাই সৈকত নগরীতে অপরাধ দমনে পর্যটকদের তথ্য নিজেদের নজরে রাখার চেষ্টা করছে জেলা পুলিশ।
*এ বার দিঘা, মন্দারমনি-সহ পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র পর্যটনকেন্দ্রে চাইলেই আর চট বুকিং করে হোটেলের রুম পেয়ে যাবেন পর্যটকরা, তেমনটা নয়। তার সমস্ত নথি থাকবে হোটেল বা রিসর্ট কর্তৃপক্ষের কাছে। আর হোটেল-রিসর্ট কর্তৃপক্ষকে তা আপলোড করতে হবে পুলিশের অতিথি পোর্টালে। সেই ডাটা চলে যাবে পুলিশের কাছে।
*এ বার দিঘা, মন্দারমনি-সহ পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র পর্যটনকেন্দ্রে চাইলেই আর চট বুকিং করে হোটেলের রুম পেয়ে যাবেন পর্যটকরা, তেমনটা নয়। তার সমস্ত নথি থাকবে হোটেল বা রিসর্ট কর্তৃপক্ষের কাছে। আর হোটেল-রিসর্ট কর্তৃপক্ষকে তা আপলোড করতে হবে পুলিশের অতিথি পোর্টালে। সেই ডাটা চলে যাবে পুলিশের কাছে।
*পর্যটক তথ্যে ও অপরাধ দমন-সহ নিরাপত্তা জোরদার দিতেই জেলায় শুরু হল আনুষ্ঠানিকভাবে ‘অতিথি’ পোর্টাল। দিঘা-সহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলির হোটেল ব্যবস্থাপনায় অপরাধ দমন-সহ নিরাপত্তা জোরদার করতে ‘অতিথি’ পোর্টাল চালু হল। সমস্ত হোটেল, লজ, গেস্টহাউসে আগত পর্যটক, পেয়িং গেস্টদের সম্পূর্ণ রেকর্ড বজায় রাখার জন্য পোর্টাল চালু করা হল।
*পর্যটক তথ্যে ও অপরাধ দমন-সহ নিরাপত্তা জোরদার দিতেই জেলায় শুরু হল আনুষ্ঠানিকভাবে ‘অতিথি’ পোর্টাল। দিঘা-সহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলির হোটেল ব্যবস্থাপনায় অপরাধ দমন-সহ নিরাপত্তা জোরদার করতে ‘অতিথি’ পোর্টাল চালু হল। সমস্ত হোটেল, লজ, গেস্টহাউসে আগত পর্যটক, পেয়িং গেস্টদের সম্পূর্ণ রেকর্ড বজায় রাখার জন্য পোর্টাল চালু করা হল।
*পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন,
*পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, “অতিথি পোর্টাল আগে পাইলট হিসেবে চালানো হয়েছিল। এ বার পুরোদমে কাজ করবে এই পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে দিঘা, মন্দারমণি, শঙ্করপুর শহর হোটেল ও রিসর্টগুলিতে যে সব পর্যটক আসবেন সঙ্গে সঙ্গে অতিথি পোর্টালে আপলোড করতে হবে। যদি হোটেল মালিকরা পর্যটকের তথ্য গোপন করেন হোটেলে মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়াও হোটেল মালিকদের সঙ্গে একটি বৈঠক হয়েছে।”
*পর্যটননগরী দিঘা বাঙালির নস্টালজিয়া। সৈকতনগরী দিঘা-সহ মন্দারমনি, শংকরপুর, তাজপুর বিভিন্ন সমুদ্র পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের সুরক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখা জন্য এ বার পর্যটকদের তথ্য পুলিশের অতিথি পোর্টালে নথিবদ্ধ করার নির্দেশ পুলিশের। পর্যটকদের আরও বেশি করে পরিষেবা দেওয়ার জন্যই এই ব্যবস্থা যা আগামীতে সৈকতনগরী ভ্রমণ পর্যটকদের কাছে আরও নিরাপদ হবে।
*পর্যটননগরী দিঘা বাঙালির নস্টালজিয়া। সৈকতনগরী দিঘা-সহ মন্দারমনি, শংকরপুর, তাজপুর বিভিন্ন সমুদ্র পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের সুরক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখা জন্য এ বার পর্যটকদের তথ্য পুলিশের অতিথি পোর্টালে নথিবদ্ধ করার নির্দেশ পুলিশের। পর্যটকদের আরও বেশি করে পরিষেবা দেওয়ার জন্যই এই ব্যবস্থা যা আগামীতে সৈকতনগরী ভ্রমণ পর্যটকদের কাছে আরও নিরাপদ হবে।