দু'লক্ষ টাকারও বেশি দামের তেলিয়া ভোলা 

Digha: দিঘা মোহনায় হৈচৈ, চাঞ্চল্য-শোরগোল, ধরা পড়েছে কুড়ি কেজির মাছ, দাম উঠল ২ লক্ষেরও বেশি

আবারও দিঘা মোহনায় মিলল বিরল প্রজাতির মাছ , খুশি দিঘার মৎস্যজীবীরা। নেই ঝিরঝিরে বৃষ্টি। সঙ্গে দোসর। দিঘায় মাছ শিকারের অনুকূল পরিবেশ নেই। ইলিশ মাছে ভাটা পড়েছে দিঘায়। তবে এই মন্দার বাজারে মৎস্যজীবীদের মুখে হাসি ফুটল লক্ষ লক্ষ টাকার ভোলা মাছ ওঠায়।
আবারও দিঘা মোহনায় মিলল বিরল প্রজাতির মাছ , খুশি দিঘার মৎস্যজীবীরা। নেই ঝিরঝিরে বৃষ্টি। সঙ্গে দোসর। দিঘায় মাছ শিকারের অনুকূল পরিবেশ নেই। ইলিশ মাছে ভাটা পড়েছে দিঘায়। তবে এই মন্দার বাজারে মৎস্যজীবীদের মুখে হাসি ফুটল লক্ষ লক্ষ টাকার ভোলা মাছ ওঠায়।
বুধবার একটি ভোলা মাছ দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে বিক্রির জন্য নিয়ে আসা হয়। বিরল প্রজাতির ভোলা মাছের দাম দুই লক্ষ টাকারও বেশি। পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্র দিঘায়। চলতি বছরে সমুদ্রে ইলিশ মাছ-সহ অন্যান্য সামুদ্রিক মাছের মন্দা দেখা দিয়েছে। অগাস্টের শেষেও মাত্রাছাড়া গরম। ফলে সমুদ্রে মাছ শিকারের পরিবেশ সৃষ্টি হয়নি। তবে এদিন দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে এল কুড়ি কেজির তেলিয়া ভোলা মাছ। এত দামি তেলিয়া ভোলা মাছ দিঘা মোহনার গুরুগম্ভীর পরিবেশকে খুশির পরিবেশে বদলে দিল। সরগম হয়ে উঠল মৎস্য নিলাম কেন্দ্র।
বুধবার একটি ভোলা মাছ দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে বিক্রির জন্য নিয়ে আসা হয়। বিরল প্রজাতির ভোলা মাছের দাম দুই লক্ষ টাকারও বেশি। পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্র দিঘায়। চলতি বছরে সমুদ্রে ইলিশ মাছ-সহ অন্যান্য সামুদ্রিক মাছের মন্দা দেখা দিয়েছে। অগাস্টের শেষেও মাত্রাছাড়া গরম। ফলে সমুদ্রে মাছ শিকারের পরিবেশ সৃষ্টি হয়নি। তবে এদিন দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে এল কুড়ি কেজির তেলিয়া ভোলা মাছ। এত দামি তেলিয়া ভোলা মাছ দিঘা মোহনার গুরুগম্ভীর পরিবেশকে খুশির পরিবেশে বদলে দিল। সরগম হয়ে উঠল মৎস্য নিলাম কেন্দ্র।

কাঙ্খিত মাছ পেয়ে মুখে হাসি ফুটেছে আড়তদার ও মৎস্যজীবীদের। মৎস্য আড়তগুলি থেকে প্রতিদিন ট্রাক, পিকআপ ভ্যান বোঝাই করে টন টন মাছ পাঠানো হচ্ছে বিভিন্ন মোকামে। ইলিশের দেখা নেই সেভাবে। দুটো - একটা যা উঠছে তার দাম আগুনছোঁয়া। তারই মধ্যে বুধবার দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে আরও উত্তাপ ছড়াল এই ভোলা মাছ।

কাঙ্খিত মাছ পেয়ে মুখে হাসি ফুটেছে আড়তদার ও মৎস্যজীবীদের। মৎস্য আড়তগুলি থেকে প্রতিদিন ট্রাক, পিকআপ ভ্যান বোঝাই করে টন টন মাছ পাঠানো হচ্ছে বিভিন্ন মোকামে। ইলিশের দেখা নেই সেভাবে। দুটো – একটা যা উঠছে তার দাম আগুনছোঁয়া। তারই মধ্যে বুধবার দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে আরও উত্তাপ ছড়াল এই ভোলা মাছ।

দু'লক্ষ ছাড়িয়ে গেল মাছের দাম। সরগরম হয়ে ওঠে মোহনা তীরের সামুদ্রিক মাছের বাজার। এম কে বি আড়তে মাছটিকে নিলামে তোলা হয়। দীর্ঘ দর হাঁকাহাঁকির পর একটি সংস্থা মাছটির সর্বোচ্চ দাম ঘোষণা করে প্রতি কেজি ১০ হাজার টাকা। ২১ কেজি ওজনের বেস্কি মাছটি বিক্রি করে মোট ২ লক্ষ ১৬ হাজার টাকা পেয়েছেন ট্রলার মালিক।
দু’লক্ষ ছাড়িয়ে গেল মাছের দাম। সরগরম হয়ে ওঠে মোহনা তীরের সামুদ্রিক মাছের বাজার। এম কে বি আড়তে মাছটিকে নিলামে তোলা হয়। দীর্ঘ দর হাঁকাহাঁকির পর একটি সংস্থা মাছটির সর্বোচ্চ দাম ঘোষণা করে প্রতি কেজি ১০ হাজার টাকা। ২১ কেজি ওজনের বেস্কি মাছটি বিক্রি করে মোট ২ লক্ষ ১৬ হাজার টাকা পেয়েছেন ট্রলার মালিক।
জানা যায় মাছটি ওড়িশার একটি ট্রলারে ধরা পড়ে। ওড়িশা থেকেই দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে মাছটি নিয়ে আসা হয়। ট্রলারের মৎস্যজীবীরা গভীর সমুদ্র থেকে ধরে এনেছিলেন মাছটি। তেলিয়া ভোলার পটকা ঔষধিগুণ সম্পন্ন। দামি ওষুধ তৈরিতে ব্যাপক চাহিদা রয়েছে। মূলত বিদেশেই পাঠানো হয়ে থাকে।গভীর জলের এই মাছ সচরাচর দেখা যায় না। কালেভদ্রে দু'য়েকটা যার জালে জড়ায়, তার লটারি প্রাপ্তি ঘটে। 
জানা যায় মাছটি ওড়িশার একটি ট্রলারে ধরা পড়ে। ওড়িশা থেকেই দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে মাছটি নিয়ে আসা হয়। ট্রলারের মৎস্যজীবীরা গভীর সমুদ্র থেকে ধরে এনেছিলেন মাছটি। তেলিয়া ভোলার পটকা ঔষধিগুণ সম্পন্ন। দামি ওষুধ তৈরিতে ব্যাপক চাহিদা রয়েছে। মূলত বিদেশেই পাঠানো হয়ে থাকে।
গভীর জলের এই মাছ সচরাচর দেখা যায় না। কালেভদ্রে দু’য়েকটা যার জালে জড়ায়, তার লটারি প্রাপ্তি ঘটে।